শীর্ষ বৈঠকের সম্ভাবনা, ইউনূস-মোদি বৈঠকে ঢাকার আগ্রহ, দিল্লির সাড়া প্রতীক্ষায়: পররাষ্ট্রসচিব

- আপডেট সময় ০৪:৪৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / 13
বিমসটেক সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। এই সম্ভাবনাকে ঘিরে জোর প্রস্তুতি চলছে ঢাকায়। তবে এখনও দিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিক সম্মতি আসেনি।
পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিন মঙ্গলবার (২৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ড. ইউনূসের আসন্ন চীন ও থাইল্যান্ড সফর সামনে রেখে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রসচিব বলেন, “আমরা যেকোনো দেশের সঙ্গে শীর্ষ পর্যায়ের বৈঠককে গুরুত্ব দিয়ে দেখি। বিশেষ করে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা মনে করি, যদি এই বৈঠকটি অনুষ্ঠিত হয়, তবে দ্বিপক্ষীয় সম্পর্কে যে স্থবিরতা দেখা দিয়েছে, তা কাটিয়ে ওঠা সম্ভব হবে।”
তিনি আরও জানান, “বাংলাদেশ প্রস্তুত আমরা ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। এখন ভারতের ইতিবাচক সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছি।”
এ সময় একজন সাংবাদিক প্রশ্ন করেন, দিল্লি প্রস্তুত কিনা তা কিভাবে জানা যাবে? জবাবে পররাষ্ট্রসচিব বলেন, “দিল্লি প্রস্তুত কি না, সেটা দিল্লিই বলতে পারবে। তবে আমরা আশাবাদী ও অপেক্ষায় আছি।”
এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আব্দুল মোতালেব সরকার, মোহাম্মদ নূরে আলম ও মোহাম্মদ রফিকুল আলম।
বিশ্লেষকরা বলছেন, এমন এক সময় এই সম্ভাব্য বৈঠকের কথা সামনে এলো, যখন আঞ্চলিক কূটনীতিতে কিছুটা চ্যালেঞ্জ ও দূরত্ব দেখা দিয়েছে। ফলে এই বৈঠক অনুষ্ঠিত হলে তা শুধু বাংলাদেশ-ভারত সম্পর্কই নয়, বরং গোটা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক প্রেক্ষাপটে নতুন বার্তা দিতে পারে।
এখন চোখ দিল্লির দিকে দেখা যাক মোদি সরকার কী সিদ্ধান্ত নেয়।