ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন ইউক্রেন যুদ্ধ সমাধানে ফিলিস্তিনের পশ্চিম তীর মডেলের প্রস্তাব ডিএমপি আবারো রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে যান চলাচল বন্ধ, যমুনা সেতুতে শিক্ষার্থীদের ব্লকেড ঢাকা-খুলনা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় রাশিয়ার হামলা নির্বাচন ফেব্রুয়ারি মাস যেন ক্রস না করে : শামসুজ্জামান দুদু ভোলাগঞ্জে সাদা পাথর লুট: দায়ীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট, শুনানি ১৭ আগস্ট ত্রিদেশীয় জয় শেষে ইংল্যান্ড সফরে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল

আজ রাতে ১ মিনিট শ্রদ্ধায় ও শোকের অন্ধকারে থাকবে সারা দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • / 53

ছবি সংগৃহীত

 

আজ মঙ্গলবার, ২৫ মার্চ জাতির ইতিহাসের এক বেদনাবিধুর দিন, ‘গণহত্যা দিবস’। ১৯৭১ সালের এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে ঢাকাসহ সারাদেশে চালিয়েছিল নারকীয় হত্যাযজ্ঞ। সেই ভয়াল রাতের স্মরণে আজ সারা দেশে পালিত হচ্ছে গণহত্যা দিবস।

দিবসটি উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক-আউট’ কর্মসূচি পালিত হবে। কেপিআই বা জরুরি স্থাপনাগুলো বাদে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে এই সময় আলোকসজ্জা বন্ধ রাখতে বলা হয়েছে। জাতির এই শোক ও প্রতিরোধের মুহূর্তে আলোর প্রতীককে সাময়িক নিভিয়ে রাখা হবে সম্মান ও স্মৃতির অংশ হিসেবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায়ে গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা দিবসটির গুরুত্ব তুলে ধরে দিয়েছেন বাণী।

সকাল থেকেই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হচ্ছে। মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হবে গণহত্যা ও মুক্তিযুদ্ধবিষয়ক সেমিনার।

রাজধানীসহ সব সিটি করপোরেশনে আয়োজন করা হয়েছে ২৫ মার্চের গণহত্যা সম্পর্কিত দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। এসব আয়োজন সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার।

এ ছাড়া ২৫ মার্চ রাতে শহীদ হওয়া নিরীহ মানুষের আত্মার মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বাদ জোহর অথবা সুবিধাজনক সময়ে বিশেষ মোনাজাত ও দোয়ার আয়োজন করা হয়েছে। অন্যান্য উপাসনালয়েও হবে প্রার্থনা।

এই দিবস শুধু শোকের নয়, বিশ্বকে জানান দেওয়ারও একটি সুযোগ বাংলাদেশ এক সময় ভয়াবহ গণহত্যার শিকার হয়েছিল। এই ইতিহাস যেন ভুলে না যায় কেউ, থেমে না থাকে সত্যের চর্চা।

নিউজটি শেয়ার করুন

আজ রাতে ১ মিনিট শ্রদ্ধায় ও শোকের অন্ধকারে থাকবে সারা দেশ

আপডেট সময় ০১:৪৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

 

আজ মঙ্গলবার, ২৫ মার্চ জাতির ইতিহাসের এক বেদনাবিধুর দিন, ‘গণহত্যা দিবস’। ১৯৭১ সালের এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে ঢাকাসহ সারাদেশে চালিয়েছিল নারকীয় হত্যাযজ্ঞ। সেই ভয়াল রাতের স্মরণে আজ সারা দেশে পালিত হচ্ছে গণহত্যা দিবস।

দিবসটি উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক-আউট’ কর্মসূচি পালিত হবে। কেপিআই বা জরুরি স্থাপনাগুলো বাদে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে এই সময় আলোকসজ্জা বন্ধ রাখতে বলা হয়েছে। জাতির এই শোক ও প্রতিরোধের মুহূর্তে আলোর প্রতীককে সাময়িক নিভিয়ে রাখা হবে সম্মান ও স্মৃতির অংশ হিসেবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায়ে গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা দিবসটির গুরুত্ব তুলে ধরে দিয়েছেন বাণী।

সকাল থেকেই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হচ্ছে। মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হবে গণহত্যা ও মুক্তিযুদ্ধবিষয়ক সেমিনার।

রাজধানীসহ সব সিটি করপোরেশনে আয়োজন করা হয়েছে ২৫ মার্চের গণহত্যা সম্পর্কিত দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। এসব আয়োজন সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার।

এ ছাড়া ২৫ মার্চ রাতে শহীদ হওয়া নিরীহ মানুষের আত্মার মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বাদ জোহর অথবা সুবিধাজনক সময়ে বিশেষ মোনাজাত ও দোয়ার আয়োজন করা হয়েছে। অন্যান্য উপাসনালয়েও হবে প্রার্থনা।

এই দিবস শুধু শোকের নয়, বিশ্বকে জানান দেওয়ারও একটি সুযোগ বাংলাদেশ এক সময় ভয়াবহ গণহত্যার শিকার হয়েছিল। এই ইতিহাস যেন ভুলে না যায় কেউ, থেমে না থাকে সত্যের চর্চা।