ড. মিজানুর রহমান আজহারী: ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের দাবি”

- আপডেট সময় ০৫:১৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / 31
জনপ্রিয় ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী ধর্ষণ মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের এবং কঠোর আইন প্রয়োগের আহ্বান জানিয়েছেন। রবিবার সকালে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এ বক্তব্য তুলে ধরেন।
ফেসবুকে পোস্ট করা স্ট্যাটাসে ড. আজহারী বলেন, “বাকরুদ্ধ বাংলাদেশ, পুরো জাতি স্তব্ধ! আমাদের সমাজে নারীদের নিরাপত্তা কোথায়? কারা নিশ্চিত করবে তাদের সুরক্ষা? ধর্ষণের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের একান্ত দায়িত্ব। ন্যায়বিচারের অভাবে অপরাধীরা সাহসী হয়ে উঠছে।”
তিনি আরও বলেন, “যখন দেশের আইন এবং বিচারব্যবস্থা অপরাধীদের সহায়ক হয়ে ওঠে, তখনই ধর্ষণসহ অন্যান্য গুরুতর অপরাধ সংঘটিত হয়। ক্ষমতা এবং আইনের ফাঁকফোকরে এ ধরনের অপরাধীরা সবসময় আড়ালে থাকে, অপরাধের ফলে তারা নিরাপদ বোধ করে।”
আজহারী তাঁর পোস্টে আরও উল্লেখ করেন, “যতক্ষণ পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, ততক্ষণ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে। দেশের জনগণ আজ এককাতারে দাঁড়িয়ে দাবি জানাচ্ছে, ধর্ষণের বিরুদ্ধে নজিরবিহীন শাস্তি নিশ্চিত করা হোক।”
এভাবে শাস্তি নিশ্চিত হলে সমাজে ধর্ষণসহ অন্যান্য গুরুতর অপরাধের প্রতি জনগণের আগ্রহ এবং সচেতনতা বাড়বে বলে তিনি মনে করেন।
ড. মিজানুর রহমান আজহারী এই দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বার্তা দিয়েছেন তা বর্তমান সময়ে দেশের আইন ব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত।