১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

ইসি’র স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম শুরু হবে ১২ এপ্রিল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫২:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / 78

ছবি সংগৃহীত

 

নির্বাচন কমিশন (ইসি) চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পর স্থগিত থাকা স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম শুরু করার নির্দেশনা দিয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেসের (আইডিইএ) দ্বিতীয় পর্যায়ের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান থাকায় স্মার্ট কার্ড বিতরণে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহে কিছু বাধা সৃষ্টি হয়েছে। তবে আগামী ১১ এপ্রিল এই কার্যক্রম শেষ হলে ১২ এপ্রিল থেকে স্মার্ট কার্ড বিতরণ শুরু করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

ইসি সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন, যার মধ্যে ৬ কোটি ৯১ লাখ ৪৯ হাজার ৩৪৯ জন স্মার্ট কার্ড পেয়েছেন। তবে, এখনও ৫ কোটি ২৭ লাখ ৮১১ জনের হাতে স্মার্ট কার্ড পৌঁছায়নি।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পর, জুনে নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। এতে ৫০ লাখেরও বেশি নতুন ভোটার অন্তর্ভুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম ২০১৬ সালের ৩ অক্টোবর শুরু হয়েছিল। তবে আট বছরের মধ্যে দেশের সব নাগরিককে স্মার্ট কার্ড দিতে পারেনি নির্বাচন কমিশন। এখন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হলে, স্মার্ট কার্ড বিতরণের জোরালো উদ্যোগ নেওয়া হবে, যা জাতীয় পরিচয়পত্রের প্রতি মানুষের আস্থা ও সেবা ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করবে।

নিউজটি শেয়ার করুন

ইসি’র স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম শুরু হবে ১২ এপ্রিল

আপডেট সময় ০৩:৫২:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

 

নির্বাচন কমিশন (ইসি) চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পর স্থগিত থাকা স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম শুরু করার নির্দেশনা দিয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেসের (আইডিইএ) দ্বিতীয় পর্যায়ের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান থাকায় স্মার্ট কার্ড বিতরণে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহে কিছু বাধা সৃষ্টি হয়েছে। তবে আগামী ১১ এপ্রিল এই কার্যক্রম শেষ হলে ১২ এপ্রিল থেকে স্মার্ট কার্ড বিতরণ শুরু করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

ইসি সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন, যার মধ্যে ৬ কোটি ৯১ লাখ ৪৯ হাজার ৩৪৯ জন স্মার্ট কার্ড পেয়েছেন। তবে, এখনও ৫ কোটি ২৭ লাখ ৮১১ জনের হাতে স্মার্ট কার্ড পৌঁছায়নি।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পর, জুনে নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। এতে ৫০ লাখেরও বেশি নতুন ভোটার অন্তর্ভুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম ২০১৬ সালের ৩ অক্টোবর শুরু হয়েছিল। তবে আট বছরের মধ্যে দেশের সব নাগরিককে স্মার্ট কার্ড দিতে পারেনি নির্বাচন কমিশন। এখন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হলে, স্মার্ট কার্ড বিতরণের জোরালো উদ্যোগ নেওয়া হবে, যা জাতীয় পরিচয়পত্রের প্রতি মানুষের আস্থা ও সেবা ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করবে।