০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

ইসি’র স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম শুরু হবে ১২ এপ্রিল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫২:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / 63

ছবি সংগৃহীত

 

নির্বাচন কমিশন (ইসি) চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পর স্থগিত থাকা স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম শুরু করার নির্দেশনা দিয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেসের (আইডিইএ) দ্বিতীয় পর্যায়ের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান থাকায় স্মার্ট কার্ড বিতরণে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহে কিছু বাধা সৃষ্টি হয়েছে। তবে আগামী ১১ এপ্রিল এই কার্যক্রম শেষ হলে ১২ এপ্রিল থেকে স্মার্ট কার্ড বিতরণ শুরু করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

ইসি সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন, যার মধ্যে ৬ কোটি ৯১ লাখ ৪৯ হাজার ৩৪৯ জন স্মার্ট কার্ড পেয়েছেন। তবে, এখনও ৫ কোটি ২৭ লাখ ৮১১ জনের হাতে স্মার্ট কার্ড পৌঁছায়নি।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পর, জুনে নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। এতে ৫০ লাখেরও বেশি নতুন ভোটার অন্তর্ভুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম ২০১৬ সালের ৩ অক্টোবর শুরু হয়েছিল। তবে আট বছরের মধ্যে দেশের সব নাগরিককে স্মার্ট কার্ড দিতে পারেনি নির্বাচন কমিশন। এখন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হলে, স্মার্ট কার্ড বিতরণের জোরালো উদ্যোগ নেওয়া হবে, যা জাতীয় পরিচয়পত্রের প্রতি মানুষের আস্থা ও সেবা ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করবে।

নিউজটি শেয়ার করুন

ইসি’র স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম শুরু হবে ১২ এপ্রিল

আপডেট সময় ০৩:৫২:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

 

নির্বাচন কমিশন (ইসি) চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পর স্থগিত থাকা স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম শুরু করার নির্দেশনা দিয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেসের (আইডিইএ) দ্বিতীয় পর্যায়ের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান থাকায় স্মার্ট কার্ড বিতরণে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহে কিছু বাধা সৃষ্টি হয়েছে। তবে আগামী ১১ এপ্রিল এই কার্যক্রম শেষ হলে ১২ এপ্রিল থেকে স্মার্ট কার্ড বিতরণ শুরু করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

ইসি সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন, যার মধ্যে ৬ কোটি ৯১ লাখ ৪৯ হাজার ৩৪৯ জন স্মার্ট কার্ড পেয়েছেন। তবে, এখনও ৫ কোটি ২৭ লাখ ৮১১ জনের হাতে স্মার্ট কার্ড পৌঁছায়নি।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পর, জুনে নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। এতে ৫০ লাখেরও বেশি নতুন ভোটার অন্তর্ভুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম ২০১৬ সালের ৩ অক্টোবর শুরু হয়েছিল। তবে আট বছরের মধ্যে দেশের সব নাগরিককে স্মার্ট কার্ড দিতে পারেনি নির্বাচন কমিশন। এখন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হলে, স্মার্ট কার্ড বিতরণের জোরালো উদ্যোগ নেওয়া হবে, যা জাতীয় পরিচয়পত্রের প্রতি মানুষের আস্থা ও সেবা ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করবে।