ঢাকা ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ভ্যাট অব্যাহতির নতুন ঘোষণা: তেল ও এলপি গ্যাসসহ যেসব পণ্যের ভ্যাট বাতিল করল এনবিআর পাহাড়ে সরিষা ফুলের মধুর ব্যাপক ফলন, টেকনাফের চাকমা কৃষকদের সাফল্য তেঁতুলিয়া ও টাঙ্গাইলে ডাকাতি: আন্তঃজেলা চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার ইউক্রেনে সেনা পাঠানোর ইঙ্গিত ট্রুডোর, রাশিয়ার তির্যক প্রতিক্রিয়া মেসিদের দারুণ প্রত্যাবর্তন: ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের জন্য প্রস্তুতি বাংলাদেশ-ভারত গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশ প্রতিনিধি দল: নতুন আলোচনা শুরু কলকাতায় খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস, আপিল বিভাগের রায় ড. মুহাম্মদ ইউনূস: ‘‘ একটি পলাতক দল দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে’’ মুম্বাইয়ে প্রথম বিক্রয়কেন্দ্র চালু করতে যাচ্ছে ইলন মাস্কের কোম্পানি টেসলা, পরিকল্পনায় রয়েছে কারখানাও অস্কার ২০২৫: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ ঘোষিত হয়েছে বিজয়ী, যাদের হাতে উঠল পুরষ্কার

বিতর্কিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর দেওয়া হবে না স্বাধীনতা পুরস্কার: আইন উপদেষ্টা

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

এবার স্বাধীনতা পুরস্কার প্রদান হবে দলের বাইরের চিন্তা ও গোষ্ঠীগত সুবিধা থেকে মুক্ত হয়ে, এমন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগের মতো বিতর্কিত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে এ পুরস্কার দেয়া হবে না। আইন উপদেষ্টা আসিফ নজরুল আজ সকালে সচিবালয়ে জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা নিশ্চিত করেছেন।

আইন উপদেষ্টা বলেন, এর আগে র‍্যাবকে স্বাধীনতা পুরস্কার দেয়া হয়েছিল, কিন্তু এবার এমন কিছু ঘটবে না। সরকার নিশ্চিত করেছে যে, পুরস্কারের সংখ্যা ১০টির কম হবে এবং সমাজে সত্যিই বিশেষ অবদান রাখা ব্যক্তিরাই এই সম্মান পাবেন।

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এ সময় বলেন, ‘‘এ বছর স্বাধীনতা পুরস্কার দেয়া হবে তাদেরকে, যারা সমাজে উল্লেখযোগ্য অবদান রেখেছেন এবং যাদের কাজ দেশকে এগিয়ে নিয়ে গেছে।’’ তিনি আরও জানান, যারা আগে কোনো কারণে স্বাধীনতা পুরস্কার পাননি, কিন্তু যোগ্যতা ও মেধার দিক থেকে তারা ব্যতিক্রমী, তাদেরকেই এবার পুরস্কৃত করা হবে।

আজকের বৈঠকে প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে, যেখানে স্থান পেয়েছেন এমন ব্যক্তিত্বরা, যাদের জীবনের কাজ আমাদের সমাজের নানা ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিয়েছে। সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ও রাষ্ট্র গঠনে যারা অনন্য অবদান রেখেছেন, তারা এবার রাষ্ট্রের সবচেয়ে বড় সম্মানজনক পুরস্কার হিসেবে স্বাধীনতা পুরস্কার পাবেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল এ সময় আরও উল্লেখ করেছেন, ‘‘এবার পুরস্কার প্রদান নিয়ে কোনো বিতর্কের সুযোগ থাকবে না।’’ সরকারের এমন নীতির ফলে, যে ধরনের সমালোচনার মুখে এই পুরস্কার আগের বছরগুলোতে পড়েছিল, তা এবার নিরসিত হবে বলে আশা করা হচ্ছে। একুশে পদকের মতো স্বাধীনতা পুরস্কার নিয়েও এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হতে চলেছে।

এদিকে, শিগগিরই এই পুরস্কার ঘোষণা করা হবে, এমনটাই জানিয়েছেন উপদেষ্টা পরিষদ। এবারের স্বাধীনতা পুরস্কার এক নতুন অধ্যায় রচনা করবে, যা সবার কাছে গ্রহণযোগ্য এবং সম্মানজনক হবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২২:৫২ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
৫০৭ বার পড়া হয়েছে

বিতর্কিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর দেওয়া হবে না স্বাধীনতা পুরস্কার: আইন উপদেষ্টা

আপডেট সময় ০৫:২২:৫২ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

 

এবার স্বাধীনতা পুরস্কার প্রদান হবে দলের বাইরের চিন্তা ও গোষ্ঠীগত সুবিধা থেকে মুক্ত হয়ে, এমন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগের মতো বিতর্কিত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে এ পুরস্কার দেয়া হবে না। আইন উপদেষ্টা আসিফ নজরুল আজ সকালে সচিবালয়ে জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা নিশ্চিত করেছেন।

আইন উপদেষ্টা বলেন, এর আগে র‍্যাবকে স্বাধীনতা পুরস্কার দেয়া হয়েছিল, কিন্তু এবার এমন কিছু ঘটবে না। সরকার নিশ্চিত করেছে যে, পুরস্কারের সংখ্যা ১০টির কম হবে এবং সমাজে সত্যিই বিশেষ অবদান রাখা ব্যক্তিরাই এই সম্মান পাবেন।

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এ সময় বলেন, ‘‘এ বছর স্বাধীনতা পুরস্কার দেয়া হবে তাদেরকে, যারা সমাজে উল্লেখযোগ্য অবদান রেখেছেন এবং যাদের কাজ দেশকে এগিয়ে নিয়ে গেছে।’’ তিনি আরও জানান, যারা আগে কোনো কারণে স্বাধীনতা পুরস্কার পাননি, কিন্তু যোগ্যতা ও মেধার দিক থেকে তারা ব্যতিক্রমী, তাদেরকেই এবার পুরস্কৃত করা হবে।

আজকের বৈঠকে প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে, যেখানে স্থান পেয়েছেন এমন ব্যক্তিত্বরা, যাদের জীবনের কাজ আমাদের সমাজের নানা ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিয়েছে। সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ও রাষ্ট্র গঠনে যারা অনন্য অবদান রেখেছেন, তারা এবার রাষ্ট্রের সবচেয়ে বড় সম্মানজনক পুরস্কার হিসেবে স্বাধীনতা পুরস্কার পাবেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল এ সময় আরও উল্লেখ করেছেন, ‘‘এবার পুরস্কার প্রদান নিয়ে কোনো বিতর্কের সুযোগ থাকবে না।’’ সরকারের এমন নীতির ফলে, যে ধরনের সমালোচনার মুখে এই পুরস্কার আগের বছরগুলোতে পড়েছিল, তা এবার নিরসিত হবে বলে আশা করা হচ্ছে। একুশে পদকের মতো স্বাধীনতা পুরস্কার নিয়েও এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হতে চলেছে।

এদিকে, শিগগিরই এই পুরস্কার ঘোষণা করা হবে, এমনটাই জানিয়েছেন উপদেষ্টা পরিষদ। এবারের স্বাধীনতা পুরস্কার এক নতুন অধ্যায় রচনা করবে, যা সবার কাছে গ্রহণযোগ্য এবং সম্মানজনক হবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।