১১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
শিরোনাম :
বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি

রংপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৫:১১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 75

ছবি: সংগৃহীত

 

রংপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কারমাইকেল কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক জাভেদ আহমেদ (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ এক ব্যক্তির দায়ের করা হত্যাচেষ্টা মামলা রয়েছে।

গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে রংপুর মহানগরীর মেডিক্যাল মোড় এলাকা থেকে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ১৯ জুলাই রংপুর সিটি বাজার এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আবু সাঈদ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে জাভেদ আহমেদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, “গ্রেপ্তারের পর জাভেদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে পাওয়া গেছে, আন্দোলনের সময় তিনি সরাসরি অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছিলেন। গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমরা তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করব।”

গ্রেপ্তার হওয়া জাভেদ আহমেদ রংপুর মহানগরীর খামারপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে। তার বিরুদ্ধে আরও কোনো অভিযোগ রয়েছে কি না, তা জানতে তদন্ত চলছে। এই অভিযানে পুলিশের সাফল্যকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

রংপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

আপডেট সময় ১২:২৫:১১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

 

রংপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কারমাইকেল কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক জাভেদ আহমেদ (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ এক ব্যক্তির দায়ের করা হত্যাচেষ্টা মামলা রয়েছে।

গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে রংপুর মহানগরীর মেডিক্যাল মোড় এলাকা থেকে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ১৯ জুলাই রংপুর সিটি বাজার এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আবু সাঈদ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে জাভেদ আহমেদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, “গ্রেপ্তারের পর জাভেদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে পাওয়া গেছে, আন্দোলনের সময় তিনি সরাসরি অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছিলেন। গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমরা তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করব।”

গ্রেপ্তার হওয়া জাভেদ আহমেদ রংপুর মহানগরীর খামারপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে। তার বিরুদ্ধে আরও কোনো অভিযোগ রয়েছে কি না, তা জানতে তদন্ত চলছে। এই অভিযানে পুলিশের সাফল্যকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।