০৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

রংপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৫:১১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 91

ছবি: সংগৃহীত

 

রংপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কারমাইকেল কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক জাভেদ আহমেদ (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ এক ব্যক্তির দায়ের করা হত্যাচেষ্টা মামলা রয়েছে।

গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে রংপুর মহানগরীর মেডিক্যাল মোড় এলাকা থেকে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ১৯ জুলাই রংপুর সিটি বাজার এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আবু সাঈদ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে জাভেদ আহমেদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, “গ্রেপ্তারের পর জাভেদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে পাওয়া গেছে, আন্দোলনের সময় তিনি সরাসরি অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছিলেন। গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমরা তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করব।”

গ্রেপ্তার হওয়া জাভেদ আহমেদ রংপুর মহানগরীর খামারপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে। তার বিরুদ্ধে আরও কোনো অভিযোগ রয়েছে কি না, তা জানতে তদন্ত চলছে। এই অভিযানে পুলিশের সাফল্যকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

রংপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

আপডেট সময় ১২:২৫:১১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

 

রংপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কারমাইকেল কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক জাভেদ আহমেদ (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ এক ব্যক্তির দায়ের করা হত্যাচেষ্টা মামলা রয়েছে।

গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে রংপুর মহানগরীর মেডিক্যাল মোড় এলাকা থেকে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ১৯ জুলাই রংপুর সিটি বাজার এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আবু সাঈদ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে জাভেদ আহমেদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, “গ্রেপ্তারের পর জাভেদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে পাওয়া গেছে, আন্দোলনের সময় তিনি সরাসরি অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছিলেন। গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমরা তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করব।”

গ্রেপ্তার হওয়া জাভেদ আহমেদ রংপুর মহানগরীর খামারপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে। তার বিরুদ্ধে আরও কোনো অভিযোগ রয়েছে কি না, তা জানতে তদন্ত চলছে। এই অভিযানে পুলিশের সাফল্যকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।