পিলখানা হত্যাকাণ্ডের বিচার:
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ৬ দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান
বিডিআর (বাংলাদেশ রাইফেলস) সদস্যরা তাদের চাকরিচ্যুতি ও কারাবন্দিদের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। এ কর্মসূচির আয়োজন করেছে বিডিআর কল্যাণ পরিষদ।
এ সময় সংগঠনটির সভাপতি ফয়জুল আলম বলেন, “পিলখানা হত্যাকাণ্ডে নিরপরাধ জেলবন্দিদের মুক্তি দিতে হবে এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত সদস্যদের সরকারি ক্ষতিপূরণসহ পুনর্বহাল করতে হবে।” তিনি আরো জানান, ১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে এবং কোনো সুখবর না এলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিডিআর সদস্যদের ৬ দফা দাবিগুলো হল:
১. পিলখানায় ১৮টি বিশেষ আদালত ও অধিনায়কের সামারি কোর্ট গঠন করে চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল, ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
২. খালাসপ্রাপ্ত ও সাজা শেষ করা কারাবন্দি সদস্যদের মুক্তি দিতে হবে এবং বিস্ফোরক মামলা বাতিল করতে হবে।
৩. স্বাধীন তদন্তের মাধ্যমে নিরপরাধ সদস্যদের মুক্তি ও পিলখানা হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
৪. শহীদ ৭৪ জনের হত্যাকাণ্ডের বিচার ও কারাগারে মৃত সদস্যদের মৃত্যুর সঠিক কারণ উন্মোচন করতে হবে।
৫. স্বাধীনতা-সার্বভৌমত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী বিডিআর নাম ফিরিয়ে আনতে হবে।
৬. পিলখানার হত্যাকাণ্ডে সব শহীদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা করতে হবে। একইসঙ্গে শহীদদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
চাকরিচ্যুত বিডিআর সদস্যরা একযোগে তাদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাচ্ছেন।