ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের সামরিক শক্তি প্রদর্শনে শুরু হচ্ছে বৃহৎ মহড়া তাসমান সাগরে চীনের সামরিক মহড়া, উড়োজাহাজের রুট পরিবর্তন ক্রিপ্টো দুনিয়ার সবচেয়ে বড় হ্যাক: Bybit থেকে উধাও ১.৪৬ বিলিয়ন ডলার! রংপুরে সরকারি ও বেসরকারি মেডিকেল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি, সড়ক অবরোধ পেরুর শপিং সেন্টারে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৩, আহত ৭৪ সুনামগঞ্জে শিরনি নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, ৩০ জন আহত পরিবেশ রক্ষাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে: পরিবেশ উপদেষ্টা সুযোগ পেলে রাষ্ট্র পুনর্গঠনে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি: তারেক রহমান তেঁতুল কাঠের ঘানি ভাঙ্গা খাঁটি সরিষার তেলের পুষ্টিগুণ, উপকারিতা ও চেনার উপায় ডিপিএলে ২০২৫ মৌসুমে নাম তুললেন সাকিব, তবে কি দেশে ফেরার ইঙ্গিত?

স্বরাষ্ট্র উপদেষ্টা:

অপরাধ দমনে ‘অপারেশন ডেভিল হান্ট’, কঠোর বার্তা সরকারের

খবরের কথা ডেস্ক

ছবি: সংগৃহীত

 

দেশে অপরাধ দমনে কঠোর অবস্থান নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযানের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, “আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে বা মাঠে-ময়দানে দেখতে চাই না। তাদের বিচারের সম্মুখীন করাই আমাদের অঙ্গীকার।”

আজ মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘মানবাধিকার, আইন-শৃঙ্খলা ও পরিবেশ রক্ষা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে পুলিশ, র‍্যাব, সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় পুলিশের কমিশনার এবং জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটরা নেতৃত্ব দিচ্ছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কোনো সন্ত্রাসী যেন জামিনের সুযোগ না পায়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। প্রয়োজনে ১৫ দিন পরপর মামলার অগ্রগতি পর্যালোচনা করা হবে।” তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন, “অভিযানে কোনো ‘শয়তান’ যেন পালাতে না পারে।”

তিনি অভিযোগ করেন, “বিগত সরকার রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহার করে জনগণের সম্পদ লুটপাট করেছে। তবে এখন দুর্নীতি, সন্ত্রাস ও রাষ্ট্রদ্রোহের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।” তিনি আশ্বস্ত করেন, “দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”

তিনি আইনশৃঙ্খলা বাহিনী, বিচারক ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “আপনারা দেশের জনগণের প্রতি দায়বদ্ধ। সুশাসন প্রতিষ্ঠায় আপনাদের সাহসী ভূমিকা রাখতে হবে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
৫১৪ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা:

অপরাধ দমনে ‘অপারেশন ডেভিল হান্ট’, কঠোর বার্তা সরকারের

আপডেট সময় ০৫:২০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

 

দেশে অপরাধ দমনে কঠোর অবস্থান নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযানের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, “আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে বা মাঠে-ময়দানে দেখতে চাই না। তাদের বিচারের সম্মুখীন করাই আমাদের অঙ্গীকার।”

আজ মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘মানবাধিকার, আইন-শৃঙ্খলা ও পরিবেশ রক্ষা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে পুলিশ, র‍্যাব, সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় পুলিশের কমিশনার এবং জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটরা নেতৃত্ব দিচ্ছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কোনো সন্ত্রাসী যেন জামিনের সুযোগ না পায়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। প্রয়োজনে ১৫ দিন পরপর মামলার অগ্রগতি পর্যালোচনা করা হবে।” তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন, “অভিযানে কোনো ‘শয়তান’ যেন পালাতে না পারে।”

তিনি অভিযোগ করেন, “বিগত সরকার রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহার করে জনগণের সম্পদ লুটপাট করেছে। তবে এখন দুর্নীতি, সন্ত্রাস ও রাষ্ট্রদ্রোহের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।” তিনি আশ্বস্ত করেন, “দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”

তিনি আইনশৃঙ্খলা বাহিনী, বিচারক ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “আপনারা দেশের জনগণের প্রতি দায়বদ্ধ। সুশাসন প্রতিষ্ঠায় আপনাদের সাহসী ভূমিকা রাখতে হবে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান প্রমুখ।