ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা, শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বর্ষপূর্তিতে তিনদিনব্যাপী আয়োজন ছাত্রশিবিরের খাগড়াছড়িতে কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ ৫ আগস্ট ইতিহাস কথা বলে জুলাই শহীদদের আত্মত্যাগই হবে আগামীর বাংলাদেশ রুপরেখা : ড. ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের অংশগ্রহণ কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলবে মঙ্গলবার, বন্দর কর্তৃপক্ষের সতর্কবার্তা ৩৬ জুলাই স্মরণে টেলিটকের বিশেষ অফার সাজিদ হত্যার ইস্যুতে পরিবারের মামলা আদালত চত্ত্বর থেকে পালানো আসামী বরগুনা থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার

৫ আগস্ট ইতিহাস কথা বলে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / 7

ছবি: সংগৃহীত

 

“কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত
আজ দেখি যারা কালের শীর্ষে কাল তারা পদনত”

নজরুলের সব্যসাচী কবিতার এই লাইন দুটি একশো বছর আগে লেখা হলেও এর ব্যাপ্তি সার্বজনীন। মানুষ ক্ষমতা ও রাজনীতির ক্ষেত্রে তা খুবই প্রণিধানযোগ্য। ২৪ এর ৫ আগষ্টের সকাল খুবই স্বাভাবিক থাকলেও ছিল গুমোট ভাব। ছাত্র- জনতার ডাকা লং মার্চ টু ঢাকার প্রথম প্রহরে ঢাকার গুরুত্বপূর্ণ জায়গাগুলো প্রায় জনমানবশূণ্য ছিল। প্রশাসনের সামরিক যান আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তখনো বুঝা ওঠা সম্ভব হয়নি কি হতে চলছে এই ভূখণ্ডে।

অসংখ্য মানুষ টেলিভিশন এর পর্দায় চোখ রাখছেন, উৎসুক জনতা নিরাপদ জায়গা থেকে পরিস্থিতি বুঝে ওঠার চেষ্টা করছেন, জরুরি প্রয়োজনে কিছু দোকানপাট খোলা তবুও ধোঁয়াশা। কেউ কেউ হয়তো ভাবছিলেন আজ মিরাকল বা অলৌকিক বলে যে একটা শব্দ আছে তার হয়তো প্রতিফলন ঘটবে । কারণ এতো সহজে কি আর প্রধানমন্ত্রী ( সাবেক) শেখ হাসিনা ক্ষমতার মসনদ ছাড়বেন! আর অন্যদিকে শীতের আড়মোড়া ভাঙা রোদ মানুষকে যেভাবে আলোড়িত করে ঠিক সেভাবে জুলাই এর চূড়ান্ত ফলাফল ঘরে তুলতে ছাত্র জনতা ধীরে ধীরে নেমে পড়েছে রাজপথে। ঠিক তখনি টেলিভিশন এর স্ক্রলে ভেসে আসা অমোঘ লাইন, সেনাবাহিনী প্রধান জাতির উদ্দেশ্য ভাষণ দিবেন।

আর বুঝার বাকি রইল না, ইতিহাস কথা বলে ওঠলো সতেরো বছরের শাসনের অবসান। তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর রাজধানী ঢাকা জনতার পদচারণায় উৎসবে মুখরিত।

আজ সেই ঘটনার এক বছর পূর্ণ । ক্ষমতার পালাবদলের এই চিত্র বাংলার মানুষ আগে কখনো দেখেনি। হয়তো রাজনীতির চিত্রনার্ট্যে নজরুলের সেই মর্মবাণী “কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছ অবিরত, আজ দেখি যারা কালের শীর্ষে কাল তারা পদনত” মিলে যায় বহমান সময়ের এপিঠ ওপিঠে।

নিউজটি শেয়ার করুন

৫ আগস্ট ইতিহাস কথা বলে

আপডেট সময় ০৪:৪৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

 

“কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত
আজ দেখি যারা কালের শীর্ষে কাল তারা পদনত”

নজরুলের সব্যসাচী কবিতার এই লাইন দুটি একশো বছর আগে লেখা হলেও এর ব্যাপ্তি সার্বজনীন। মানুষ ক্ষমতা ও রাজনীতির ক্ষেত্রে তা খুবই প্রণিধানযোগ্য। ২৪ এর ৫ আগষ্টের সকাল খুবই স্বাভাবিক থাকলেও ছিল গুমোট ভাব। ছাত্র- জনতার ডাকা লং মার্চ টু ঢাকার প্রথম প্রহরে ঢাকার গুরুত্বপূর্ণ জায়গাগুলো প্রায় জনমানবশূণ্য ছিল। প্রশাসনের সামরিক যান আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তখনো বুঝা ওঠা সম্ভব হয়নি কি হতে চলছে এই ভূখণ্ডে।

অসংখ্য মানুষ টেলিভিশন এর পর্দায় চোখ রাখছেন, উৎসুক জনতা নিরাপদ জায়গা থেকে পরিস্থিতি বুঝে ওঠার চেষ্টা করছেন, জরুরি প্রয়োজনে কিছু দোকানপাট খোলা তবুও ধোঁয়াশা। কেউ কেউ হয়তো ভাবছিলেন আজ মিরাকল বা অলৌকিক বলে যে একটা শব্দ আছে তার হয়তো প্রতিফলন ঘটবে । কারণ এতো সহজে কি আর প্রধানমন্ত্রী ( সাবেক) শেখ হাসিনা ক্ষমতার মসনদ ছাড়বেন! আর অন্যদিকে শীতের আড়মোড়া ভাঙা রোদ মানুষকে যেভাবে আলোড়িত করে ঠিক সেভাবে জুলাই এর চূড়ান্ত ফলাফল ঘরে তুলতে ছাত্র জনতা ধীরে ধীরে নেমে পড়েছে রাজপথে। ঠিক তখনি টেলিভিশন এর স্ক্রলে ভেসে আসা অমোঘ লাইন, সেনাবাহিনী প্রধান জাতির উদ্দেশ্য ভাষণ দিবেন।

আর বুঝার বাকি রইল না, ইতিহাস কথা বলে ওঠলো সতেরো বছরের শাসনের অবসান। তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর রাজধানী ঢাকা জনতার পদচারণায় উৎসবে মুখরিত।

আজ সেই ঘটনার এক বছর পূর্ণ । ক্ষমতার পালাবদলের এই চিত্র বাংলার মানুষ আগে কখনো দেখেনি। হয়তো রাজনীতির চিত্রনার্ট্যে নজরুলের সেই মর্মবাণী “কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছ অবিরত, আজ দেখি যারা কালের শীর্ষে কাল তারা পদনত” মিলে যায় বহমান সময়ের এপিঠ ওপিঠে।