ঢাকা ০৯:০১ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শহীদ মিনারে এনসিপির ২৪ দফা ইশতেহার ঘোষণা মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন ‘৩৬ জুলাই’ “শেখ হাসিনা: সব অপরাধের নিউক্লিয়াস, বললেন চিফ প্রসিকিউটর” ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত “১০ লাখ টাকার বেশি আমানত ও সঞ্চয়পত্রে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক” কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে, আটক ৫ সাইবার সিকিউরিটিখাতে এ বছরের সবচেয়ে বড় ডিল – ইসরায়েলি কোম্পানি বিক্রি হচ্ছে ২৫ বিলিয়ন ডলারে “ইরান চায় চীন-পাকিস্তান সিল্ক রোডে যুক্ত হতে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান” “রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন: নিরাপত্তা জোরদার” “হ্যামস্ট্রিং চোটে ভুগছেন মেসি: মাঠ ছাড়লেন ১১ মিনিটে”

মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন ‘৩৬ জুলাই’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / 5

ছবি সংগৃহীত

 

এক বছর পর আবার ফিরে এসেছে ‘৩৬ জুলাই’ (৫ আগস্ট)। আগামী মঙ্গলবার ঐতিহাসিক ৫ আগস্ট (৩৬ জুলাই) ঘোষিত হতে যাচ্ছে জাতির আকাঙ্ক্ষিত “জুলাই ঘোষণাপত্র”।

জুলাই ঘোষণাপত্র ঘোষণা উপলক্ষে ৩৬ জুলাই ফ্যাসিস্টের পলায়ন উদযাপনসহ মানিক মিয়া অ্যাভিনিউতে থাকছে দিনব্যাপী আয়োজন। এখানে পরিবেশন করা হবে জুলাই গণঅভ্যুত্থানে সাড়া জাগানো সব গান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বেলা ১১টায় টং এর গানের মধ্যদিয়ে শুরু হবে দিনব্যাপী অনুষ্ঠানমালা। ১১টা ২০ মিনিটে গাইবে সাইমুম শিল্পীগোষ্ঠী, ১১টা ৪০ মিনিটে কলরব শিল্পীগোষ্ঠী। ১২টা ০৫ মিনিটে নাহিদ এবং ১২টা ৩০ মিনিটে থাকছে তাশফির পরিবেশনা।

এরপর জোহরের আজান ও নামাজের বিরতি। বিরতির পর ১টা ১০ মিনিটে চিটাগাং হিপহপ হুড, ১টা ৩০ মিনিটে সেজান এবং দুপুর ২টায় গাইবে শূণ্য।

২টা ২৫ মিনিটে থাকছে ফ্যাসিস্টের পলায়ন উদ্‌যাপন। দুপুর ২টা ৪০ মিনিটে সায়ান, বিকেল ৩টায় ইথুন বাবু ও মৌসুমী, ৩টা ৩০ মিনিটে সোলস এবং বিকেল ৪টায় গাইবে ওয়ারফেজ।

বিকেল ৫টায় পাঠ করা হবে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র। এরপর সাড়ে ৫টায় থাকছে বেসিক গিটার লারনিং স্কুল, ৫টা ৫০ মিনিটে এফ মাইনর এবং ৬টা ১৫ মিনিটে থাকবে পারশা’র পরিবেশনা।

মাগরিবের নামাজের বিরতির পর সন্ধ্যা ৭টায় থাকবে এলিটা করিমের পরিবেশনা।

সন্ধ্যা সাড়ে সাতটায় থাকবে স্পেশাল ড্রোন শো ‘ডু ইউ মিস মি’। সবশেষ রাত আটটায় থাকবে আর্টসেলের পরিবেশনা।

সবাইকে পরিবার-পরিজন নিয়ে ‘৩৬ জুলাই’ উদযাপনে আসার আহ্বান জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

৩৬ জুলাই (৫ আগস্ট), ২০২৪ সালের এই দিনে পৃথিবী দেখেছিলো এক অভাবনীয় গণ-অভ্যুত্থান। যার ফলে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিলো ফ‍্যাসিস্ট শেখ হাসিনা।

বহু শহীদের রক্ত এবং যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিলো। পথে পথে ছিলো উল্লাসমুখর জনতার জোয়ার। বাংলাদেশের বহু রাস্তায় আবেগাপ্লুত মানুষ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন ‘৩৬ জুলাই’

আপডেট সময় ০৮:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

 

এক বছর পর আবার ফিরে এসেছে ‘৩৬ জুলাই’ (৫ আগস্ট)। আগামী মঙ্গলবার ঐতিহাসিক ৫ আগস্ট (৩৬ জুলাই) ঘোষিত হতে যাচ্ছে জাতির আকাঙ্ক্ষিত “জুলাই ঘোষণাপত্র”।

জুলাই ঘোষণাপত্র ঘোষণা উপলক্ষে ৩৬ জুলাই ফ্যাসিস্টের পলায়ন উদযাপনসহ মানিক মিয়া অ্যাভিনিউতে থাকছে দিনব্যাপী আয়োজন। এখানে পরিবেশন করা হবে জুলাই গণঅভ্যুত্থানে সাড়া জাগানো সব গান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বেলা ১১টায় টং এর গানের মধ্যদিয়ে শুরু হবে দিনব্যাপী অনুষ্ঠানমালা। ১১টা ২০ মিনিটে গাইবে সাইমুম শিল্পীগোষ্ঠী, ১১টা ৪০ মিনিটে কলরব শিল্পীগোষ্ঠী। ১২টা ০৫ মিনিটে নাহিদ এবং ১২টা ৩০ মিনিটে থাকছে তাশফির পরিবেশনা।

এরপর জোহরের আজান ও নামাজের বিরতি। বিরতির পর ১টা ১০ মিনিটে চিটাগাং হিপহপ হুড, ১টা ৩০ মিনিটে সেজান এবং দুপুর ২টায় গাইবে শূণ্য।

২টা ২৫ মিনিটে থাকছে ফ্যাসিস্টের পলায়ন উদ্‌যাপন। দুপুর ২টা ৪০ মিনিটে সায়ান, বিকেল ৩টায় ইথুন বাবু ও মৌসুমী, ৩টা ৩০ মিনিটে সোলস এবং বিকেল ৪টায় গাইবে ওয়ারফেজ।

বিকেল ৫টায় পাঠ করা হবে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র। এরপর সাড়ে ৫টায় থাকছে বেসিক গিটার লারনিং স্কুল, ৫টা ৫০ মিনিটে এফ মাইনর এবং ৬টা ১৫ মিনিটে থাকবে পারশা’র পরিবেশনা।

মাগরিবের নামাজের বিরতির পর সন্ধ্যা ৭টায় থাকবে এলিটা করিমের পরিবেশনা।

সন্ধ্যা সাড়ে সাতটায় থাকবে স্পেশাল ড্রোন শো ‘ডু ইউ মিস মি’। সবশেষ রাত আটটায় থাকবে আর্টসেলের পরিবেশনা।

সবাইকে পরিবার-পরিজন নিয়ে ‘৩৬ জুলাই’ উদযাপনে আসার আহ্বান জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

৩৬ জুলাই (৫ আগস্ট), ২০২৪ সালের এই দিনে পৃথিবী দেখেছিলো এক অভাবনীয় গণ-অভ্যুত্থান। যার ফলে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিলো ফ‍্যাসিস্ট শেখ হাসিনা।

বহু শহীদের রক্ত এবং যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিলো। পথে পথে ছিলো উল্লাসমুখর জনতার জোয়ার। বাংলাদেশের বহু রাস্তায় আবেগাপ্লুত মানুষ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন।