ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ, ৩৬ ঘন্টা পর নারীর মরদেহ উদ্ধার

- আপডেট সময় ১১:৫৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / 28
গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর ফারিয়া তাসনিম জ্যোতির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে গাজীপুরা এলাকার একটি বিলে কচুরিপানার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহীন আলম।
নিহত ফারিয়া তাসনিম জ্যোতি রাজধানীর মিরপুর-১০ নম্বর সেক্টরে বসবাস করতেন। তিনি ‘মনি ট্রেডিং’ নামের একটি ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠানে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।
ঘটনার সূত্রপাত গত রোববার রাতে। ওষুধ সরবরাহের কাজে হোসেন মার্কেট এলাকার ইম্পেরিয়াল হাসপাতালে যান তাসনিম। রাত সোয়া ৯টার দিকে প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে হাসপাতালে প্রবেশের সময় অসাবধানতাবশত তিনি ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান। স্থানীয়রা উদ্ধারে চেষ্টা চালালেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
রাতেই শুরু হয় উদ্ধার তৎপরতা। ফায়ার সার্ভিসের একটি দল রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান চালায়। তবে বৃষ্টির কারণে অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু হয়। এতে গাজীপুর সিটি করপোরেশন এবং পুলিশ বিভাগও অংশ নেয়।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট থেকে গাজীপুরা পর্যন্ত ড্রেনের ঢাকনা খুলে চলে তল্লাশি অভিযান। এক পর্যায়ে ডুবুরি দল গাজীপুরা এলাকায় বিল ও জলাশয়ে অনুসন্ধান শুরু করে। সন্ধ্যায় আবার অভিযান বন্ধ করা হয়। পরদিন মঙ্গলবার সকাল থেকে ফের তল্লাশি চালানো হলে বিলের কচুরিপানার নিচে তাসনিমের মরদেহ পাওয়া যায়।
ফায়ার সার্ভিস জানায়, উদ্ধার অভিযানে তাদের ২০ সদস্যের একটি দল কাজ করেছে।
তদন্ত কমিটি গঠন
ঘটনার পরিপ্রেক্ষিতে গাজীপুর সিটি করপোরেশন চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। সিটি করপোরেশনের সচিবকে কমিটির প্রধান করা হয়েছে। ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।