ঢাকা ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের জন্য প্রস্তুত করা হচ্ছে পুলিশকে : শফিকুল আলম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / 6

ছবি সংগৃহীত

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে। পুলিশের আইজি বলেছেন, সেপ্টেম্বর মাস থেকে দেড় লাখ পুলিশের ট্রেনিং হবে নির্বাচন উপলক্ষে। সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বর মাসে এই ট্রেনিং দেওয়া হবে।

আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি একথা জানান।

প্রেস সচিব বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে প্রচুর মিস-ইনফরমেশন ছড়ানো শুরু হয়েছে। এটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন সেন্টারে খুব দ্রুততার সঙ্গে মিস ইনফরমপশনকে আমরা প্রতিহত করতে পারব। এটা নিয়ে বিষদ আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অনেক বিষয় নিয়েই আলাপ-আলোচনা হয়েছে। প্রথম ছিল যে কো-অর্ডিনেশন বাড়ানো। আর্মি, পুলিশ এবং রাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কো-অর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হচ্ছে। এই কো-অর্ডিনেশন প্রান্তিক এবং জাতীয় পর্যায়ে বাড়ানোর কথা বলা হয়েছে।’

শফিকুল আলম বলেন, ‘পুলিশের একটি সেন্ট্রাল কমান্ড স্ট্রাকচার কিছুদিন আগে করা হয়েছে। সেখানে একটা মিডিয়া সেন্টার প্রতিষ্ঠার কথা বলেছেন (প্রধান উপদেষ্টা)। যাতে করে দ্রুত আইনশৃঙ্খলা সংক্রান্ত যে কোনো ইনফরমেশন কালেক্ট করা যায়।’

তিনি বলেন, ‘সেখানে প্রতিদিন যাতে প্রেস কনফারেন্স করে আপনাদের (সাংবাদিক) জানানো যায় যে, কোথায়, কী, কীভাবে হচ্ছে। সিচুয়েশনটা কী এবং প্রত্যেকটা খুব দ্রুততার সাথে।’

প্রেস সচিব বলেন, ‘আপনারা যাতে প্রতিনিয়ত ইনফরমেশন পান সে বিষয়ে জোরদার করতে বলা হয়েছে। এ বিষয়ে প্রফেসর ইউনূস বারবার বলেছেন, পুলিশের কাজগুলো অনেক ক্ষেত্রেই মানুষের কাছে আসছে না একটা ইনফরমেশন সেন্টার বা মিডিয়া সেন্টার না থাকার কারণে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ অনেক জায়গায় অনেক ভালো ভালো কাজ করছেন। খুব দ্রুত সাড়া দিচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে অনেকের কাছে বিষয়গুলো জানা থাকছে না। সেজন্য মিডিয়া সেন্টারটা কাজ করবে।’

 

নিউজটি শেয়ার করুন

নির্বাচনের জন্য প্রস্তুত করা হচ্ছে পুলিশকে : শফিকুল আলম

আপডেট সময় ০৫:৫৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে। পুলিশের আইজি বলেছেন, সেপ্টেম্বর মাস থেকে দেড় লাখ পুলিশের ট্রেনিং হবে নির্বাচন উপলক্ষে। সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বর মাসে এই ট্রেনিং দেওয়া হবে।

আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি একথা জানান।

প্রেস সচিব বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে প্রচুর মিস-ইনফরমেশন ছড়ানো শুরু হয়েছে। এটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন সেন্টারে খুব দ্রুততার সঙ্গে মিস ইনফরমপশনকে আমরা প্রতিহত করতে পারব। এটা নিয়ে বিষদ আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অনেক বিষয় নিয়েই আলাপ-আলোচনা হয়েছে। প্রথম ছিল যে কো-অর্ডিনেশন বাড়ানো। আর্মি, পুলিশ এবং রাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কো-অর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হচ্ছে। এই কো-অর্ডিনেশন প্রান্তিক এবং জাতীয় পর্যায়ে বাড়ানোর কথা বলা হয়েছে।’

শফিকুল আলম বলেন, ‘পুলিশের একটি সেন্ট্রাল কমান্ড স্ট্রাকচার কিছুদিন আগে করা হয়েছে। সেখানে একটা মিডিয়া সেন্টার প্রতিষ্ঠার কথা বলেছেন (প্রধান উপদেষ্টা)। যাতে করে দ্রুত আইনশৃঙ্খলা সংক্রান্ত যে কোনো ইনফরমেশন কালেক্ট করা যায়।’

তিনি বলেন, ‘সেখানে প্রতিদিন যাতে প্রেস কনফারেন্স করে আপনাদের (সাংবাদিক) জানানো যায় যে, কোথায়, কী, কীভাবে হচ্ছে। সিচুয়েশনটা কী এবং প্রত্যেকটা খুব দ্রুততার সাথে।’

প্রেস সচিব বলেন, ‘আপনারা যাতে প্রতিনিয়ত ইনফরমেশন পান সে বিষয়ে জোরদার করতে বলা হয়েছে। এ বিষয়ে প্রফেসর ইউনূস বারবার বলেছেন, পুলিশের কাজগুলো অনেক ক্ষেত্রেই মানুষের কাছে আসছে না একটা ইনফরমেশন সেন্টার বা মিডিয়া সেন্টার না থাকার কারণে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ অনেক জায়গায় অনেক ভালো ভালো কাজ করছেন। খুব দ্রুত সাড়া দিচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে অনেকের কাছে বিষয়গুলো জানা থাকছে না। সেজন্য মিডিয়া সেন্টারটা কাজ করবে।’