ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাজিদের মৃত্যুতে ইবিতে বিক্ষোভ, তদন্তের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন ও গায়েবানা জানাজা গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন চায় বিএনপি: প্রেসক্লাবে মির্জা ফখরুল বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসন চলবে না: জাগপা সহ-সভাপতি জুলাই মাসের মধ্যেই “জুলাই ঘোষণাপত্র” প্রকাশ করতে হবে: ছাত্রশিবির সভাপতি ‘দিল্লি নয়, পিণ্ডি নয়, এই দেশ আমার বাংলাদেশ’: নাটোরে দুলু রংপুরে এলপিজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ আহত অন্তত ২০ কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ কিশোর নিহত, গুরুতর আহত আরও এক বন্ধু কাশ্মীরে ভারত-পাকিস্তান উত্তেজনায় ভূপাতিত হয়েছিল ৫টি যুদ্ধবিমান: দাবি ট্রাম্পের মোহাম্মদপুরে আল-আমিন হত্যা: ২৪ ঘণ্টায় প্রধান দুই আসামি গ্রেফতার পিরোজপুরে শতবর্ষী হাট পরিদর্শনে আলজেরিয়ার রাষ্ট্রদূত, ভবিষ্যতে বিনিয়োগের আশ্বাস

শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ছাড়া উন্নয়ন সম্ভব নয়: সেনাবাহিনী প্রধান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 9

ছবি সংগৃহীত

 

বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের প্রতি গুরুত্বারোপ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, “মানবিক গুণাবলি ও ভালো মানুষ না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।”

শনিবার (১৯ জুলাই) রাজধানীর মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সাইন্স’ শীর্ষক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, “শৃঙ্খলার মাধ্যমেই রাষ্ট্রের উন্নয়ন নিশ্চিত করা যায়। আর উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হলো প্রকৌশল শিক্ষা। এটি শুধু প্রযুক্তিগত উন্নতিই নয়, বরং জাতীয় অগ্রগতির পথ সুগম করে।”

তিনি আরও বলেন, “ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে হলে মানবিক মূল্যবোধকে কেন্দ্র করে শিক্ষা ও গবেষণার প্রসার ঘটাতে হবে। প্রযুক্তির অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে মূল্যবোধের চর্চাও জরুরি।”

সমাপনী অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজনকে সম্মাননা প্রদান করেন সেনাবাহিনী প্রধান।

তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, উৎপাদন কৌশল, তাপ প্রকৌশল এবং মহাকাশ গবেষণাসহ বিভিন্ন উদ্ভাবনী ও প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা হয়।

এ সম্মেলনে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন ও জাপানের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা অংশ নেন। এতে শিক্ষার্থী, গবেষক, প্রকৌশলী এবং প্রযুক্তিবিদদের মধ্যে জ্ঞান বিনিময় ও অভিজ্ঞতা শেয়ারের সুযোগ সৃষ্টি হয়।

আন্তর্জাতিক এই সম্মেলনের মাধ্যমে প্রযুক্তির উৎকর্ষ সাধনের পাশাপাশি মানবিক ও নৈতিক মূল্যবোধের উপর গুরুত্ব দেওয়ার যে বার্তা দেওয়া হয়েছে, তা দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ছাড়া উন্নয়ন সম্ভব নয়: সেনাবাহিনী প্রধান

আপডেট সময় ০১:৪১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

 

বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের প্রতি গুরুত্বারোপ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, “মানবিক গুণাবলি ও ভালো মানুষ না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।”

শনিবার (১৯ জুলাই) রাজধানীর মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সাইন্স’ শীর্ষক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, “শৃঙ্খলার মাধ্যমেই রাষ্ট্রের উন্নয়ন নিশ্চিত করা যায়। আর উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হলো প্রকৌশল শিক্ষা। এটি শুধু প্রযুক্তিগত উন্নতিই নয়, বরং জাতীয় অগ্রগতির পথ সুগম করে।”

তিনি আরও বলেন, “ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে হলে মানবিক মূল্যবোধকে কেন্দ্র করে শিক্ষা ও গবেষণার প্রসার ঘটাতে হবে। প্রযুক্তির অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে মূল্যবোধের চর্চাও জরুরি।”

সমাপনী অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজনকে সম্মাননা প্রদান করেন সেনাবাহিনী প্রধান।

তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, উৎপাদন কৌশল, তাপ প্রকৌশল এবং মহাকাশ গবেষণাসহ বিভিন্ন উদ্ভাবনী ও প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা হয়।

এ সম্মেলনে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন ও জাপানের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা অংশ নেন। এতে শিক্ষার্থী, গবেষক, প্রকৌশলী এবং প্রযুক্তিবিদদের মধ্যে জ্ঞান বিনিময় ও অভিজ্ঞতা শেয়ারের সুযোগ সৃষ্টি হয়।

আন্তর্জাতিক এই সম্মেলনের মাধ্যমে প্রযুক্তির উৎকর্ষ সাধনের পাশাপাশি মানবিক ও নৈতিক মূল্যবোধের উপর গুরুত্ব দেওয়ার যে বার্তা দেওয়া হয়েছে, তা দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।