গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

- আপডেট সময় ০৪:৩৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / 4
গোপালগঞ্জে হামলা ও সহিংসতার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, প্রত্যেককে আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হবে।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বর্তমানে গোপালগঞ্জে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে।
গোপালগঞ্জের পরিস্থিতি সম্পর্কে গোয়েন্দাদের কাছে আগে থেকেই কিছু তথ্য ছিল বলে স্বীকার করেন উপদেষ্টা। তবে সহিংসতার মাত্রা যে এতটা হবে, সেটি আগে থেকে অনুমান করা কঠিন ছিল বলেও জানান তিনি। ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক জনসভা শেষে বুধবার রাতে কেন্দ্রীয় নেতাকর্মীরা ফেরার পথে তাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ হামলায় অংশ নেয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।
হামলার পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গোপালগঞ্জ জেলা প্রশাসন আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করে। এরপর রাত ৮টা থেকে পুরো এলাকায় কারফিউ জারি করে সরকার, যা এখনো বলবৎ রয়েছে।
এই ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেন, জনগণের জানমাল রক্ষায় সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দায়ীদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে, কোনো রাজনৈতিক পরিচয় না দেখে দোষীদের খুঁজে বের করে কঠোর আইনি ব্যবস্থা নিতে।”
সাম্প্রতিক এই সহিংসতা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। তবে প্রশাসনের কঠোর অবস্থানের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।