০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প

গল্প দিয়ে ইতিহাস লেখা যায় না: জাতীয় প্রেসক্লাবে ড. মঈন খানের হুঁশিয়ারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / 61

ছবি সংগৃহীত

 

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। তিনি বলেন, “আজ যারা বড় বড় কথা বলেন, তাদের ইতিহাস আবার পড়া উচিত। গল্প দিয়ে ইতিহাস চালানো যায় না। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু তারা অন্ধ নন।”

বুধবার (১৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার’ রুখতে এই সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

ড. মঈন খান আরও বলেন, “গায়ের জোর, মিথ্যা মামলা কিংবা কটূক্তি করে অন্যের ওপর দায় চাপিয়ে লাভ হবে না। এই ধরণের আচরণ থেকে সকলকে বিরত থাকতে হবে।”

তিনি সতর্ক করে বলেন, “দেশ আজ ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। এক বছর পরেও কী ধরনের অগ্রগতি দেখা যাচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে জনগণ কি তাদের প্রত্যাশা পূরণ পেয়েছে?”

তিনি আরও বলেন, “নির্বাচনের বিকল্প কোনো পথ নেই গণতন্ত্রে। স্পষ্ট করে বলতে চাই—কারা নির্বাচনের বাইরে থেকে দেশ চালাতে চায়, তা জনগণের বুঝে নেওয়ার সময় এসেছে। কেউ যদি গণতন্ত্রের মুখোশ পরে স্বৈরতন্ত্র কায়েম করতে চায়, বিএনপি তা কোনোভাবেই হতে দেবে না।”

ড. মঈন খান কঠোরভাবে বলেন, “যারা বাংলাদেশের জন্ম ও আদর্শে বিশ্বাস করে না, তারা চাইলে অন্য দেশে চলে যেতে পারেন। এই দেশ তাদের জন্য নয়।”

এদিকে, একই দিন জাতীয় প্রেসক্লাবের সামনে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সেখানে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, “যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছে, গণতন্ত্রকে থামাতে চেয়েছে, তারাই আজ নির্বাচন ঠেকাতে মাঠে নেমেছে। নির্বাচিত সরকার ছাড়া দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়ে।”

এই প্রতিবাদ সভা ও মিছিলে বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে অবিলম্বে ষড়যন্ত্রমূলক অপপ্রচার বন্ধের আহ্বান জানান।

 

নিউজটি শেয়ার করুন

গল্প দিয়ে ইতিহাস লেখা যায় না: জাতীয় প্রেসক্লাবে ড. মঈন খানের হুঁশিয়ারি

আপডেট সময় ০৪:৩৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

 

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। তিনি বলেন, “আজ যারা বড় বড় কথা বলেন, তাদের ইতিহাস আবার পড়া উচিত। গল্প দিয়ে ইতিহাস চালানো যায় না। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু তারা অন্ধ নন।”

বুধবার (১৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার’ রুখতে এই সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

ড. মঈন খান আরও বলেন, “গায়ের জোর, মিথ্যা মামলা কিংবা কটূক্তি করে অন্যের ওপর দায় চাপিয়ে লাভ হবে না। এই ধরণের আচরণ থেকে সকলকে বিরত থাকতে হবে।”

তিনি সতর্ক করে বলেন, “দেশ আজ ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। এক বছর পরেও কী ধরনের অগ্রগতি দেখা যাচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে জনগণ কি তাদের প্রত্যাশা পূরণ পেয়েছে?”

তিনি আরও বলেন, “নির্বাচনের বিকল্প কোনো পথ নেই গণতন্ত্রে। স্পষ্ট করে বলতে চাই—কারা নির্বাচনের বাইরে থেকে দেশ চালাতে চায়, তা জনগণের বুঝে নেওয়ার সময় এসেছে। কেউ যদি গণতন্ত্রের মুখোশ পরে স্বৈরতন্ত্র কায়েম করতে চায়, বিএনপি তা কোনোভাবেই হতে দেবে না।”

ড. মঈন খান কঠোরভাবে বলেন, “যারা বাংলাদেশের জন্ম ও আদর্শে বিশ্বাস করে না, তারা চাইলে অন্য দেশে চলে যেতে পারেন। এই দেশ তাদের জন্য নয়।”

এদিকে, একই দিন জাতীয় প্রেসক্লাবের সামনে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সেখানে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, “যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছে, গণতন্ত্রকে থামাতে চেয়েছে, তারাই আজ নির্বাচন ঠেকাতে মাঠে নেমেছে। নির্বাচিত সরকার ছাড়া দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়ে।”

এই প্রতিবাদ সভা ও মিছিলে বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে অবিলম্বে ষড়যন্ত্রমূলক অপপ্রচার বন্ধের আহ্বান জানান।