০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে

সরকার কখনও মব জাস্টিসকে বরদাশত করে না: পরিবেশ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 64

ছবি সংগৃহীত

 

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “সরকার কখনও মব জাস্টিসকে বরদাশত করে না। যেখানেই এমন ঘটনা ঘটছে, সেখানে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে।”

বিজ্ঞাপন

শনিবার সকালে সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে ‘একদিনে এক লাখ গাছের চারা রোপণ’ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শুধু মেগা প্রকল্প নয়, ছোট ছোট প্রকল্পের মাধ্যমেও মানুষের উন্নয়ন সম্ভব। পরিবেশদূষণ রোধে রাষ্ট্রের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। যতদিন না আমরা প্রকৃতিকে নিজের জীবনের অংশ হিসেবে বিবেচনা করবো, ততদিন পরিবেশ রক্ষা সম্ভব নয়।

চীনের বায়ুদূষণ রোধের উদাহরণ তুলে ধরে উপদেষ্টা বলেন, “আমরাও কাজ শুরু করেছি। সবার সহযোগিতায় বাংলাদেশের পরিবেশ পরিস্থিতির উন্নয়ন দ্রুতই সম্ভব।”

ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি বলেন, “পরিবেশ ধ্বংস হলে আপনার যত সম্পদই থাকুক, তা দিয়ে জীবন রক্ষা সম্ভব নয়। পরিবেশের ক্ষতি হলে তার পরিণতি সবাইকে ভোগ করতে হবে।”

তিনি আরও বলেন, “সাভারের নদী দখল ও দূষণে স্থানীয় লোকজনই জড়িত। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে ‘বেটার ঢাকা ডিস্ট্রিক্ট ইনিশিয়েটিভ’ কর্মসূচিরও উদ্বোধন করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই উদ্যোগের লক্ষ্য হলো ঢাকা জেলার পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে সহায়তা প্রদান।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক আবুবকর সরকারের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে এক লাখ গাছের চারা বিতরণ করা হয়।

সচেতনতামূলক এই কর্মসূচিতে পরিবেশবান্ধব ভবিষ্যতের জন্য গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরা হয় এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ সংরক্ষণের অঙ্গীকার করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

সরকার কখনও মব জাস্টিসকে বরদাশত করে না: পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় ০৫:২৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

 

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “সরকার কখনও মব জাস্টিসকে বরদাশত করে না। যেখানেই এমন ঘটনা ঘটছে, সেখানে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে।”

বিজ্ঞাপন

শনিবার সকালে সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে ‘একদিনে এক লাখ গাছের চারা রোপণ’ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শুধু মেগা প্রকল্প নয়, ছোট ছোট প্রকল্পের মাধ্যমেও মানুষের উন্নয়ন সম্ভব। পরিবেশদূষণ রোধে রাষ্ট্রের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। যতদিন না আমরা প্রকৃতিকে নিজের জীবনের অংশ হিসেবে বিবেচনা করবো, ততদিন পরিবেশ রক্ষা সম্ভব নয়।

চীনের বায়ুদূষণ রোধের উদাহরণ তুলে ধরে উপদেষ্টা বলেন, “আমরাও কাজ শুরু করেছি। সবার সহযোগিতায় বাংলাদেশের পরিবেশ পরিস্থিতির উন্নয়ন দ্রুতই সম্ভব।”

ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি বলেন, “পরিবেশ ধ্বংস হলে আপনার যত সম্পদই থাকুক, তা দিয়ে জীবন রক্ষা সম্ভব নয়। পরিবেশের ক্ষতি হলে তার পরিণতি সবাইকে ভোগ করতে হবে।”

তিনি আরও বলেন, “সাভারের নদী দখল ও দূষণে স্থানীয় লোকজনই জড়িত। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে ‘বেটার ঢাকা ডিস্ট্রিক্ট ইনিশিয়েটিভ’ কর্মসূচিরও উদ্বোধন করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই উদ্যোগের লক্ষ্য হলো ঢাকা জেলার পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে সহায়তা প্রদান।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক আবুবকর সরকারের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে এক লাখ গাছের চারা বিতরণ করা হয়।

সচেতনতামূলক এই কর্মসূচিতে পরিবেশবান্ধব ভবিষ্যতের জন্য গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরা হয় এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ সংরক্ষণের অঙ্গীকার করার আহ্বান জানানো হয়।