হত্যা ও খুন মামলাসহ পুরনো মামলা দ্রুত নিষ্পত্তি হবে: অ্যাটর্নি জেনারেল

- আপডেট সময় ০৮:৩৫:০৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / 0
নারায়ণগঞ্জে আলোচিত ত্বকী হত্যা মামলাসহ সব পুরনো ও গুরুত্বপূর্ণ মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, “ত্বকী হত্যা মামলা অত্যন্ত স্পর্শকাতর। এ মামলার স্থবিরতা কোন পর্যায়ে রয়েছে, তা খতিয়ে দেখে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। ৭ খুন মামলাও দ্রুত শেষ হবে।”
বুধবার (৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় জেলার সকল সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর এবং আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।
অ্যাটর্নি জেনারেল জানান, “জুলাই মাসের গণ-অভ্যুত্থান সম্পর্কিত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে তদন্ত ও বিচারিক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সে অনুযায়ী কার্যক্রম এগিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “নিহতের পরিবার বাদী না হওয়া কিংবা মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ যথাযথভাবে তদন্ত করা হচ্ছে। যাতে ভিকটিমের পরিবার ন্যায়বিচার পায় এবং নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয়, সে লক্ষ্যে আইন মন্ত্রণালয় থেকে ফৌজদারি কার্যবিধিতে সংশোধনীর প্রস্তাব দেওয়া হয়েছে।”
এই সংশোধনী অনুযায়ী, তদন্তের অন্তর্বর্তীকালীন সময়ে নির্দিষ্ট আসামিদের বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দেওয়া সম্ভব হবে যাদের বিরুদ্ধে মামলাটি মিথ্যা বা ভিত্তিহীন বলে প্রতীয়মান হবে।
উপজেলা পর্যায়ে আদালত স্থানান্তর বিষয়ে তিনি বলেন, “এই বিষয়ে একটি প্রস্তাবনা রয়েছে, যা এখনো বিচার-বিবেচনাধীন। এটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে, চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।”
হাইকোর্ট বেঞ্চ বিষয়ে তিনি বলেন, “সাংবিধানিক ব্যাখ্যার আলোকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি জানান, বিগত সরকার আমলে নির্মিত নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নিয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে।
আইনজীবীদের উন্নয়নে সারাদেশব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, “কক্সবাজারে একটি আইনজীবী প্রশিক্ষণ ইনস্টিটিউট গঠনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, আইনজীবীদের জন্য সরকারি আবাসন প্রকল্পেরও দাবি জানানো হয়েছে।”
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ। আরও উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম, জেলা পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট খোরশেদ মোল্লা, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান প্রমুখ।