ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মশার উপদ্রব থেকে বাঁচার সহজ ও ঘরোয়া উপায় ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৬ জন হত্যা ও খুন মামলাসহ পুরনো মামলা দ্রুত নিষ্পত্তি হবে: অ্যাটর্নি জেনারেল বিদেশফেরত রংমিস্ত্রি থেকে সফল কৃষি উদ্যোক্তা: আফজাল শেখের রাম্বুটান বিপ্লব কলটি বিবিসি উদ্ধার করেনি, এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি: চিফ প্রসিকিউটর ১ লাখ শিক্ষক নিয়োগে পুলিশের ভেরিফিকেশন: শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা দুর্নীতিবাজ, দখলদার ও চাঁদাবাজদের না বলুন, যারা ওদের পক্ষে তাঁদের বয়কট করুন: নাহিদ ইসলাম রাজস্থানে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত: নিহত দুই পাইলট বাগেরহাটে ডাকাতিকৃত মালামাল সহ ৭ ডাকাত আটক বাংলাদেশ-চীন-পাকিস্তান ঘনিষ্ঠতায় নিরাপত্তা নিয়ে উদ্বেগে ভারতীয় প্রতিরক্ষা প্রধান

গুম তদন্ত কমিশনের সঙ্গে ইউভিইডির বৈঠক, নিখোঁজ ২০০ জনের তালিকা হস্তান্তর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 4

ছবি সংগৃহীত

 

জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের খোঁজে কাজ করে যাওয়া সংগঠন ‘ইউনাইটেড ফর দ্য ভিকটিমস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস’ (ইউভিইডি) বুধবার গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছে। এ সময় তারা গুম হওয়া এবং এখনো ফিরে না আসা ২০০ ব্যক্তির তালিকা কমিশনের কাছে হস্তান্তর করে।

৯ জুলাই (বুধবার) রাজধানীর গুলশানে তদন্ত কমিশনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইউভিইডির মুখ্য আহ্বায়ক মারুফ জামানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল এ সময় কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠকে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

ইউভিইডির পক্ষ থেকে তুলে ধরা তালিকায় গুম হয়ে এখনও ফিরে না আসা ব্যক্তিদের নাম-পরিচয় অন্তর্ভুক্ত রয়েছে। সেই সঙ্গে তাদের বর্তমান অবস্থান শনাক্তে কমিশনের সহায়তা কামনা করা হয়। এছাড়া যারা গুমের শিকার হয়ে পরে ফিরে এসেছেন, তাদের এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে রাষ্ট্রের দায়বদ্ধতা ও সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায় আলোচনায়।

বৈঠকে গুম থেকে ফিরে আসা ও নিখোঁজদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, আর্থসামাজিক পুনর্বাসন এবং বিচারিক উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। পাশাপাশি গুম প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন ও তার বাস্তব প্রয়োগের গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ইউভিইডির বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং কমিশনের পক্ষ থেকে আইনি কাঠামোর মধ্যে থেকে সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

ঘণ্টাব্যাপী এই বৈঠকে তদন্ত কমিশনের সদস্য মো. নুর খান, মো. সাজ্জাদ হোসেন এবং ড. নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন।

মানবাধিকার সংগঠন ইউভিইডি’র পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, তদন্ত কমিশনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান মিলবে এবং ভুক্তভোগী পরিবারগুলো উপযুক্ত বিচার ও পুনর্বাসনের নিশ্চয়তা পাবে।

 

নিউজটি শেয়ার করুন

গুম তদন্ত কমিশনের সঙ্গে ইউভিইডির বৈঠক, নিখোঁজ ২০০ জনের তালিকা হস্তান্তর

আপডেট সময় ০৫:৫৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

 

জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের খোঁজে কাজ করে যাওয়া সংগঠন ‘ইউনাইটেড ফর দ্য ভিকটিমস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস’ (ইউভিইডি) বুধবার গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছে। এ সময় তারা গুম হওয়া এবং এখনো ফিরে না আসা ২০০ ব্যক্তির তালিকা কমিশনের কাছে হস্তান্তর করে।

৯ জুলাই (বুধবার) রাজধানীর গুলশানে তদন্ত কমিশনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইউভিইডির মুখ্য আহ্বায়ক মারুফ জামানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল এ সময় কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠকে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

ইউভিইডির পক্ষ থেকে তুলে ধরা তালিকায় গুম হয়ে এখনও ফিরে না আসা ব্যক্তিদের নাম-পরিচয় অন্তর্ভুক্ত রয়েছে। সেই সঙ্গে তাদের বর্তমান অবস্থান শনাক্তে কমিশনের সহায়তা কামনা করা হয়। এছাড়া যারা গুমের শিকার হয়ে পরে ফিরে এসেছেন, তাদের এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে রাষ্ট্রের দায়বদ্ধতা ও সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায় আলোচনায়।

বৈঠকে গুম থেকে ফিরে আসা ও নিখোঁজদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, আর্থসামাজিক পুনর্বাসন এবং বিচারিক উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। পাশাপাশি গুম প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন ও তার বাস্তব প্রয়োগের গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ইউভিইডির বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং কমিশনের পক্ষ থেকে আইনি কাঠামোর মধ্যে থেকে সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

ঘণ্টাব্যাপী এই বৈঠকে তদন্ত কমিশনের সদস্য মো. নুর খান, মো. সাজ্জাদ হোসেন এবং ড. নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন।

মানবাধিকার সংগঠন ইউভিইডি’র পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, তদন্ত কমিশনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান মিলবে এবং ভুক্তভোগী পরিবারগুলো উপযুক্ত বিচার ও পুনর্বাসনের নিশ্চয়তা পাবে।