ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিদেশফেরত রংমিস্ত্রি থেকে সফল কৃষি উদ্যোক্তা: আফজাল শেখের রাম্বুটান বিপ্লব কলটি বিবিসি উদ্ধার করেনি, এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি: চিফ প্রসিকিউটর ১ লাখ শিক্ষক নিয়োগে পুলিশের ভেরিফিকেশন: শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা দুর্নীতিবাজ, দখলদার ও চাঁদাবাজদের না বলুন, যারা ওদের পক্ষে তাঁদের বয়কট করুন: নাহিদ ইসলাম রাজস্থানে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত: নিহত দুই পাইলট বাগেরহাটে ডাকাতিকৃত মালামাল সহ ৭ ডাকাত আটক বাংলাদেশ-চীন-পাকিস্তান ঘনিষ্ঠতায় নিরাপত্তা নিয়ে উদ্বেগে ভারতীয় প্রতিরক্ষা প্রধান গুম তদন্ত কমিশনের সঙ্গে ইউভিইডির বৈঠক, নিখোঁজ ২০০ জনের তালিকা হস্তান্তর আধুনিকতার চাপে মাদ্রাসা শিক্ষা ধ্বংস হতে দেওয়া যাবে না: ধর্ম উপদেষ্টা ডেঙ্গু ব্যবস্থাপনায় স্বাস্থ্য অধিদফতরকে চিকিৎসা সরঞ্জাম দিলো ডব্লিউএইচও

বাংলাদেশের অবকাঠামো সুযোগ-সুবিধা কাজে কাজে লাগান: ভুটানি রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 4

ছবি সংগৃহীত

 

ভুটানকে বাংলাদেশের সব ধরনের অবকাঠামোগত সুযোগ-সুবিধা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ জুলাই) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবনিযুক্ত ভুটানি রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত দর্জি ভুটানের প্রধানমন্ত্রী ড. দাশো ত্সেরিং Tobgay-এর পক্ষ থেকে অধ্যাপক ইউনূসকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক এখন আরও সুদৃঢ় হয়েছে।
বিশেষ করে চিকিৎসা ও শিক্ষা খাতে ভুটানের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের আন্তরিক সহযোগিতা ভুটান গভীরভাবে প্রশংসা করে।

রাষ্ট্রদূত দর্জি জানান, তার দেশ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও কার্যকর করতে আগ্রহী।

মানুষে মানুষে সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে অধ্যাপক ইউনূস বলেন, “উভয় দেশের তরুণ সমাজের মধ্যে সাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া এবং বন্ধন জোরদার করা সম্ভব।” এ লক্ষ্যে তিনি পারস্পরিক সফর আরও বাড়ানোর ওপর জোর দেন।

এ সময় অধ্যাপক ইউনূস বলেন, “বাংলাদেশ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সংহতি ও সহযোগিতার চেতনা সমুন্নত রাখতে চায় এবং এই লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখতে প্রস্তুত।”

সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান এবং তার দায়িত্বকালীন সময়ে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় ও ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য এই সাক্ষাৎ দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও একধাপ এগিয়ে নেবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের অবকাঠামো সুযোগ-সুবিধা কাজে কাজে লাগান: ভুটানি রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টার

আপডেট সময় ০৫:২৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

 

ভুটানকে বাংলাদেশের সব ধরনের অবকাঠামোগত সুযোগ-সুবিধা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ জুলাই) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবনিযুক্ত ভুটানি রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত দর্জি ভুটানের প্রধানমন্ত্রী ড. দাশো ত্সেরিং Tobgay-এর পক্ষ থেকে অধ্যাপক ইউনূসকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক এখন আরও সুদৃঢ় হয়েছে।
বিশেষ করে চিকিৎসা ও শিক্ষা খাতে ভুটানের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের আন্তরিক সহযোগিতা ভুটান গভীরভাবে প্রশংসা করে।

রাষ্ট্রদূত দর্জি জানান, তার দেশ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও কার্যকর করতে আগ্রহী।

মানুষে মানুষে সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে অধ্যাপক ইউনূস বলেন, “উভয় দেশের তরুণ সমাজের মধ্যে সাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া এবং বন্ধন জোরদার করা সম্ভব।” এ লক্ষ্যে তিনি পারস্পরিক সফর আরও বাড়ানোর ওপর জোর দেন।

এ সময় অধ্যাপক ইউনূস বলেন, “বাংলাদেশ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সংহতি ও সহযোগিতার চেতনা সমুন্নত রাখতে চায় এবং এই লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখতে প্রস্তুত।”

সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান এবং তার দায়িত্বকালীন সময়ে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় ও ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য এই সাক্ষাৎ দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও একধাপ এগিয়ে নেবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।