নতুন বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার্থীরাই হবে প্রথম সারির কারিগর: শিক্ষা উপদেষ্টা

- আপডেট সময় ০২:৪৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / 5
অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, “জুলাই আমাদের গর্বের মাস।” এই মাসের তাৎপর্য স্মরণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলাদাভাবে অনুষ্ঠান আয়োজনের আহ্বান জানিয়েছেন তিনি। একইসাথে তিনি উল্লেখ করেন, নতুন বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার্থীরাই হবে প্রথম সারির কারিগর।
সোমবার (৭ জুলাই) সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গকুলদাশেরবাগ এলাকায় জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রফেসর ড. আবরার বলেন, “বিগত সময়ে আমাদের কথা বলার অধিকার ছিল না, আমাদের প্রজা বানিয়ে রাখা হয়েছিল। আমাদের সাহসী শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে সেই দাসত্ব থেকে মুক্ত করেছে এবং নতুন বাংলাদেশের সূচনা করেছে। সেই সূচনার দায়ভার আংশিকভাবে আমাদের উপরও বর্তায়।”
তিনি আরও আশা প্রকাশ করে বলেন, “ভবিষ্যতে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক, তারা যেন সাধারণ মানুষের স্বপ্ন পূরণে কাজ করে। আর এখন থেকেই আমাদের এমন একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে, যা শিক্ষার্থীদের কর্মদক্ষ করে তুলবে, পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধে শিক্ষিত করবে। এই শিক্ষা যেন আমরা শুরু করতে পারি এবং তা আগামীতেও টিকে থাকে।”
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমাদের প্রতি আমাদের অনেক আশা। তোমরাই আগামী দিনে দেশ গড়ার নেতৃত্ব দেবে। নতুন প্রজন্মের মধ্যে আত্মমর্যাদা, দক্ষতা এবং নৈতিকতার সমন্বয় ঘটাতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিক্ষা উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে একটি নতুন প্রত্যয়ের সঞ্চার ঘটে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও অংশ নেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে সবাইকে আহ্বান জানানো হয়।