০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
শিরোনাম :
নতুন মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ান তেল আমদানি কমাচ্ছে চীনা রিফাইনারিগুলো গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৩ শীত আসছে, চলতি মাসেই বইতে পারে একাধিক শৈত্যপ্রবাহ চট্টগ্রামে মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, পদ হারালেন বিএনপির ৪ নেতা গণভোট নিয়ে দলগুলো ‘ঐকমত্যে’ পৌঁছাতে না পারলে সিদ্ধান্ত দেবে সরকার পানি ব্যবস্থাপনা নিয়ে ইরাক–তুরস্ক সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২০ অবিশ্বাস্য উড়ন্ত গাড়ি আনছে টেসলা, জানালেন ইলন মাস্ক এমবাপ্পের পেনাল্টি মিস দেখেই হার্ট অ্যাটাকে রিয়াল সমর্থকের মৃত্যু জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল

হজ শেষে দেশে ফিরেছেন ৭৩ হাজারের বেশি বাংলাদেশি হাজি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 102

ছবি সংগৃহীত

 

পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৭৩ হাজার ৪৯৩ জন বাংলাদেশি হাজি। সোমবার (৫ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়।

ফেরত আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬২ হাজার ৮১৪ জন। হাজিদের পরিবহনে দায়িত্ব পালন করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স।

বিজ্ঞাপন

হজ অফিসের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩২ হাজার ৩৬২ জন হাজিকে, সৌদি এয়ারলাইন্স ২৬ হাজার ৬৮৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৭৭৬ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এ পর্যন্ত মোট ১৯০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৩টি, সৌদি এয়ারলাইন্স ৭৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৩টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছর হজ পালনকালে ৪২ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিসের বুলেটিনে বলা হয়েছে, এই মৃত্যুর প্রধান কারণ ছিল বার্ধক্যজনিত জটিলতা ও অন্যান্য অসুস্থতা।

প্রসঙ্গত, এবারের হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল থেকে এবং শেষ হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় ৩১ মে। মূল হজ অনুষ্ঠিত হয় ৫ জুন।

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে বলে জানিয়েছে হজ অফিস।

 

বিষয় :

নিউজটি শেয়ার করুন

হজ শেষে দেশে ফিরেছেন ৭৩ হাজারের বেশি বাংলাদেশি হাজি

আপডেট সময় ১০:২৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

 

পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৭৩ হাজার ৪৯৩ জন বাংলাদেশি হাজি। সোমবার (৫ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়।

ফেরত আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬২ হাজার ৮১৪ জন। হাজিদের পরিবহনে দায়িত্ব পালন করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স।

বিজ্ঞাপন

হজ অফিসের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩২ হাজার ৩৬২ জন হাজিকে, সৌদি এয়ারলাইন্স ২৬ হাজার ৬৮৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৭৭৬ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এ পর্যন্ত মোট ১৯০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৩টি, সৌদি এয়ারলাইন্স ৭৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৩টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছর হজ পালনকালে ৪২ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিসের বুলেটিনে বলা হয়েছে, এই মৃত্যুর প্রধান কারণ ছিল বার্ধক্যজনিত জটিলতা ও অন্যান্য অসুস্থতা।

প্রসঙ্গত, এবারের হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল থেকে এবং শেষ হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় ৩১ মে। মূল হজ অনুষ্ঠিত হয় ৫ জুন।

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে বলে জানিয়েছে হজ অফিস।