ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতীয় এয়ারলাইন্সে ফের বিপত্তি, রিয়াদ-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ সরকারের মবকে আশকারা দেওয়ায় র মুখে: মাসুদ কামালআইনের শাসন প্রশ্নে নতুন বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার্থীরাই হবে প্রথম সারির কারিগর: শিক্ষা উপদেষ্টা ইরাকে গুহায় অনুসন্ধানের সময় মিথেন গ্যাসে ৮ তুর্কি সেনার মর্মান্তিক মৃত্যু আজ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো শুরু হবে শুল্ক চিঠি : ট্রাম্প আগামী ১০ জুলাই প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফলাফল বঙ্গোপসাগরের লঘুচাপে উপকূলে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা ইরানে হামলার জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনা হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী শাহবাগে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান, পুলিশের জলকামান নিক্ষেপ আইফোনে আসছে বড় আপগ্রেড, থাকবে ৫০০০ এমএএইচ ব্যাটারি!

হজ শেষে দেশে ফিরেছেন ৭৩ হাজারের বেশি বাংলাদেশি হাজি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 10

ছবি সংগৃহীত

 

পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৭৩ হাজার ৪৯৩ জন বাংলাদেশি হাজি। সোমবার (৫ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়।

ফেরত আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬২ হাজার ৮১৪ জন। হাজিদের পরিবহনে দায়িত্ব পালন করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স।

হজ অফিসের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩২ হাজার ৩৬২ জন হাজিকে, সৌদি এয়ারলাইন্স ২৬ হাজার ৬৮৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৭৭৬ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এ পর্যন্ত মোট ১৯০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৩টি, সৌদি এয়ারলাইন্স ৭৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৩টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছর হজ পালনকালে ৪২ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিসের বুলেটিনে বলা হয়েছে, এই মৃত্যুর প্রধান কারণ ছিল বার্ধক্যজনিত জটিলতা ও অন্যান্য অসুস্থতা।

প্রসঙ্গত, এবারের হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল থেকে এবং শেষ হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় ৩১ মে। মূল হজ অনুষ্ঠিত হয় ৫ জুন।

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে বলে জানিয়েছে হজ অফিস।

 

বিষয় :

নিউজটি শেয়ার করুন

হজ শেষে দেশে ফিরেছেন ৭৩ হাজারের বেশি বাংলাদেশি হাজি

আপডেট সময় ১০:২৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

 

পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৭৩ হাজার ৪৯৩ জন বাংলাদেশি হাজি। সোমবার (৫ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়।

ফেরত আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬২ হাজার ৮১৪ জন। হাজিদের পরিবহনে দায়িত্ব পালন করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স।

হজ অফিসের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩২ হাজার ৩৬২ জন হাজিকে, সৌদি এয়ারলাইন্স ২৬ হাজার ৬৮৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৭৭৬ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এ পর্যন্ত মোট ১৯০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৩টি, সৌদি এয়ারলাইন্স ৭৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৩টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছর হজ পালনকালে ৪২ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিসের বুলেটিনে বলা হয়েছে, এই মৃত্যুর প্রধান কারণ ছিল বার্ধক্যজনিত জটিলতা ও অন্যান্য অসুস্থতা।

প্রসঙ্গত, এবারের হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল থেকে এবং শেষ হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় ৩১ মে। মূল হজ অনুষ্ঠিত হয় ৫ জুন।

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে বলে জানিয়েছে হজ অফিস।