ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাপানের সহায়তা ও বিনিয়োগে জোর দিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান সংস্কার সহায়তায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি, দ্রুত নির্বাচনের আশা: পররাষ্ট্র উপদেষ্টা চলতি ২০২৫-২৬ অর্থবছর শেষে দেশে খাদ্য মজুদ বেড়েছে: প্রেস উইং সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৪৪৩ যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী ঘোষণা ব্রিটিশ পার্লামেন্টের বিচার ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে ঐকমত্য তৈরি হয়েছে: জামায়াতে নায়েবে আমির তিন দফা দাবিতে উত্তাল রুয়েট নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক, থাকছে ঋণ গ্রহীতাদের জন্য সুখবর সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৪৪৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 1

ছবি সংগৃহীত

 

 

রাজধানী ঢাকা এবং সারা দেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় একযোগে অভিযান চালিয়ে মোট এক হাজার ৪৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯৪৪ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালতের জারি করা ওয়ারেন্ট ছিল। এছাড়া অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৪৯৯ জনকে আটক করা হয়েছে।

আজ বুধবার পুলিশের সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সারা দেশের থানা ও জেলা পুলিশ সমন্বিতভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই অভিযানের অংশ হিসেবে একটি বিদেশি রিভলবার এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, দেশের বিভিন্ন এলাকায় অপরাধ দমনে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। বিশেষ করে ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। সারা দেশে একযোগে অভিযান চালানোর ফলে অপরাধীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে দাবি পুলিশের।

এদিকে পুলিশের এই বিশেষ অভিযানে জনগণের নিরাপত্তা জোরদার হবে এবং অপরাধের হার কমবে বলে আশা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। জনসাধারণের সহায়তায় এই ধরনের অভিযান আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পুলিশের কর্মকর্তারা জানান, যেকোনো ধরনের অপরাধ দমনে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি হত্যাসহ নানা অপরাধের প্রবণতা বেড়ে যাওয়ায় পুলিশ এ ধরনের বিশেষ অভিযান চালাচ্ছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সদর দপ্তর জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৪৪৩

আপডেট সময় ০৭:৩৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

 

 

রাজধানী ঢাকা এবং সারা দেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় একযোগে অভিযান চালিয়ে মোট এক হাজার ৪৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯৪৪ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালতের জারি করা ওয়ারেন্ট ছিল। এছাড়া অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৪৯৯ জনকে আটক করা হয়েছে।

আজ বুধবার পুলিশের সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সারা দেশের থানা ও জেলা পুলিশ সমন্বিতভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই অভিযানের অংশ হিসেবে একটি বিদেশি রিভলবার এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, দেশের বিভিন্ন এলাকায় অপরাধ দমনে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। বিশেষ করে ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। সারা দেশে একযোগে অভিযান চালানোর ফলে অপরাধীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে দাবি পুলিশের।

এদিকে পুলিশের এই বিশেষ অভিযানে জনগণের নিরাপত্তা জোরদার হবে এবং অপরাধের হার কমবে বলে আশা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। জনসাধারণের সহায়তায় এই ধরনের অভিযান আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পুলিশের কর্মকর্তারা জানান, যেকোনো ধরনের অপরাধ দমনে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি হত্যাসহ নানা অপরাধের প্রবণতা বেড়ে যাওয়ায় পুলিশ এ ধরনের বিশেষ অভিযান চালাচ্ছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সদর দপ্তর জানিয়েছে।