ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাপানের সহায়তা ও বিনিয়োগে জোর দিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান সংস্কার সহায়তায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি, দ্রুত নির্বাচনের আশা: পররাষ্ট্র উপদেষ্টা চলতি ২০২৫-২৬ অর্থবছর শেষে দেশে খাদ্য মজুদ বেড়েছে: প্রেস উইং সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৪৪৩ যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী ঘোষণা ব্রিটিশ পার্লামেন্টের বিচার ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে ঐকমত্য তৈরি হয়েছে: জামায়াতে নায়েবে আমির তিন দফা দাবিতে উত্তাল রুয়েট নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক, থাকছে ঋণ গ্রহীতাদের জন্য সুখবর সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

গুমে জড়িতদের সাথে সেনা সদস্যের সংশ্লিষ্টতা প্রমাণ হলে কঠোর ব্যবস্থা: সেনাসদর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 1

ছবি সংগৃহীত

 

 

সেনাবাহিনীতে ডেপুটেশনে থাকা কিছু সদস্যের বিরুদ্ধে গুমের অভিযোগ উঠেছে বলে জানিয়েছে সেনাসদর। এ অভিযোগ তদন্তাধীন রয়েছে। তবে প্রমাণ মিললে দায়ী সেনা সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। গুমের বিষয়ে কর্নেল শফিকুল বলেন, ডেপুটেশনে গেলেও সেনাসদস্যদের নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতেই থাকে। কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ এসেছে, যা তদন্তাধীন। যদি প্রমাণিত হয়, তাহলে সেনাবাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

ভুক্তভোগী পরিবারগুলোর উদ্দেশে তিনি বলেন, কারো নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর সহযোগিতা প্রয়োজন হলে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হবে।

নির্বাচন প্রসঙ্গে কর্নেল শফিকুল ইসলাম জানান, নির্বাচন কমিশন থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা পেলে সেনাবাহিনী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে প্রস্তুত রয়েছে।

থানা থেকে অস্ত্র লুটের প্রসঙ্গে তিনি জানান, লুট হওয়া অস্ত্রের প্রায় ৮০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। বাকি ২০ শতাংশও নির্বাচন শুরুর আগে উদ্ধার সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কিশোর গ্যাং নিয়ন্ত্রণ নিয়ে তিনি বলেন, সেনাবাহিনী ইতিমধ্যে ৪০০ জনের বেশি কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে। তবে অলিতে-গলিতে সব সময় সেনা সদস্যদের রাখা সম্ভব নয়, কিন্তু তথ্য পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত দুই সপ্তাহের যৌথ অভিযান নিয়ে কর্নেল শফিকুল জানান, এই সময়ে ২৬টি অবৈধ অস্ত্র ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আগস্ট থেকে এ পর্যন্ত ৯ হাজার ৬৯২টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

একই সময়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬২ জনসহ মোট ১৫ হাজার ৬৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

গুমে জড়িতদের সাথে সেনা সদস্যের সংশ্লিষ্টতা প্রমাণ হলে কঠোর ব্যবস্থা: সেনাসদর

আপডেট সময় ০৫:১৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

 

 

সেনাবাহিনীতে ডেপুটেশনে থাকা কিছু সদস্যের বিরুদ্ধে গুমের অভিযোগ উঠেছে বলে জানিয়েছে সেনাসদর। এ অভিযোগ তদন্তাধীন রয়েছে। তবে প্রমাণ মিললে দায়ী সেনা সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। গুমের বিষয়ে কর্নেল শফিকুল বলেন, ডেপুটেশনে গেলেও সেনাসদস্যদের নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতেই থাকে। কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ এসেছে, যা তদন্তাধীন। যদি প্রমাণিত হয়, তাহলে সেনাবাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

ভুক্তভোগী পরিবারগুলোর উদ্দেশে তিনি বলেন, কারো নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর সহযোগিতা প্রয়োজন হলে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হবে।

নির্বাচন প্রসঙ্গে কর্নেল শফিকুল ইসলাম জানান, নির্বাচন কমিশন থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা পেলে সেনাবাহিনী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে প্রস্তুত রয়েছে।

থানা থেকে অস্ত্র লুটের প্রসঙ্গে তিনি জানান, লুট হওয়া অস্ত্রের প্রায় ৮০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। বাকি ২০ শতাংশও নির্বাচন শুরুর আগে উদ্ধার সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কিশোর গ্যাং নিয়ন্ত্রণ নিয়ে তিনি বলেন, সেনাবাহিনী ইতিমধ্যে ৪০০ জনের বেশি কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে। তবে অলিতে-গলিতে সব সময় সেনা সদস্যদের রাখা সম্ভব নয়, কিন্তু তথ্য পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত দুই সপ্তাহের যৌথ অভিযান নিয়ে কর্নেল শফিকুল জানান, এই সময়ে ২৬টি অবৈধ অস্ত্র ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আগস্ট থেকে এ পর্যন্ত ৯ হাজার ৬৯২টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

একই সময়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬২ জনসহ মোট ১৫ হাজার ৬৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।