০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে

নির্বাচন হবে আগামী বছরের শুরুতে : মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 95

ছবি সংগৃহীত

 

আগামী বছরের শুরুতেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় মার্কো রুবিও বাংলাদেশের সংস্কার কর্মসূচি এবং নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগকে সমর্থন জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ১৫ মিনিটের এই ফোনালাপ ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক, বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিজ্ঞাপন

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, দুই নেতা অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তি ও নিরাপত্তা রক্ষায় সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

ফোনালাপে ইউনূস জানান, বাংলাদেশের নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করছে দেশের ভোটব্যবস্থাকে পুনর্গঠনের জন্য, যা পূর্ববর্তী সরকার নষ্ট করে ফেলেছিল। তিনি উল্লেখ করেন, আসন্ন নির্বাচনে অনেক তরুণ প্রথমবারের মতো ভোট দেয়ার সুযোগ পাবে, যা গণতন্ত্রের জন্য ইতিবাচক।

প্রধান উপদেষ্টা রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যাতে তিনি সরাসরি দেশের রাজনৈতিক অগ্রগতি ও গণতান্ত্রিক উত্তরণ পর্যবেক্ষণ করতে পারেন। তিনি বলেন, এ ধরনের সফর বাংলাদেশের তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক হবে।

বাণিজ্য ইস্যুতে মার্কো রুবিও জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য এবং রেমিট্যান্সের গুরুত্বপূর্ণ উৎস। দুই নেতা আশা প্রকাশ করেন, শিগগিরই শুল্ক সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হবে, যা দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও প্রসারিত করবে।

ফোনালাপে রোহিঙ্গা সংকট নিয়েও কথা হয়। ইউনূস এ সময় রোহিঙ্গাদের জন্য ধারাবাহিক মানবিক সহায়তা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা বর্তমানে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি উজ্জ্বল, এবং বাংলাদেশ এ লক্ষ্যেই কাজ করছে।

সম্প্রতি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াশিংটনে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছেন বলেও উল্লেখ করেন ইউনূস। এছাড়া বাংলাদেশের অনুরোধে পারস্পরিক শুল্ক ব্যবস্থা ৯০ দিনের জন্য স্থগিত রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও দুই নেতার এই গুরুত্বপূর্ণ ফোনালাপের খবর প্রকাশিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নির্বাচন হবে আগামী বছরের শুরুতে : মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১০:৪৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

 

আগামী বছরের শুরুতেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় মার্কো রুবিও বাংলাদেশের সংস্কার কর্মসূচি এবং নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগকে সমর্থন জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ১৫ মিনিটের এই ফোনালাপ ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক, বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিজ্ঞাপন

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, দুই নেতা অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তি ও নিরাপত্তা রক্ষায় সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

ফোনালাপে ইউনূস জানান, বাংলাদেশের নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করছে দেশের ভোটব্যবস্থাকে পুনর্গঠনের জন্য, যা পূর্ববর্তী সরকার নষ্ট করে ফেলেছিল। তিনি উল্লেখ করেন, আসন্ন নির্বাচনে অনেক তরুণ প্রথমবারের মতো ভোট দেয়ার সুযোগ পাবে, যা গণতন্ত্রের জন্য ইতিবাচক।

প্রধান উপদেষ্টা রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যাতে তিনি সরাসরি দেশের রাজনৈতিক অগ্রগতি ও গণতান্ত্রিক উত্তরণ পর্যবেক্ষণ করতে পারেন। তিনি বলেন, এ ধরনের সফর বাংলাদেশের তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক হবে।

বাণিজ্য ইস্যুতে মার্কো রুবিও জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য এবং রেমিট্যান্সের গুরুত্বপূর্ণ উৎস। দুই নেতা আশা প্রকাশ করেন, শিগগিরই শুল্ক সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হবে, যা দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও প্রসারিত করবে।

ফোনালাপে রোহিঙ্গা সংকট নিয়েও কথা হয়। ইউনূস এ সময় রোহিঙ্গাদের জন্য ধারাবাহিক মানবিক সহায়তা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা বর্তমানে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি উজ্জ্বল, এবং বাংলাদেশ এ লক্ষ্যেই কাজ করছে।

সম্প্রতি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াশিংটনে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছেন বলেও উল্লেখ করেন ইউনূস। এছাড়া বাংলাদেশের অনুরোধে পারস্পরিক শুল্ক ব্যবস্থা ৯০ দিনের জন্য স্থগিত রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও দুই নেতার এই গুরুত্বপূর্ণ ফোনালাপের খবর প্রকাশিত হয়েছে।