ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন ইউক্রেন যুদ্ধ সমাধানে ফিলিস্তিনের পশ্চিম তীর মডেলের প্রস্তাব ডিএমপি আবারো রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে যান চলাচল বন্ধ, যমুনা সেতুতে শিক্ষার্থীদের ব্লকেড ঢাকা-খুলনা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় রাশিয়ার হামলা নির্বাচন ফেব্রুয়ারি মাস যেন ক্রস না করে : শামসুজ্জামান দুদু ভোলাগঞ্জে সাদা পাথর লুট: দায়ীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট, শুনানি ১৭ আগস্ট ত্রিদেশীয় জয় শেষে ইংল্যান্ড সফরে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল

জ্বালানি সরবরাহে আপাতত শঙ্কা নেই, দামও বাড়ছে না: জ্বালানি উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 15

ছবি সংগৃহীত

 

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত পরিস্থিতি নিয়মিতভাবে নজরে রাখা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, যুদ্ধ কতদিন স্থায়ী হবে, তার ওপর নির্ভর করবে জ্বালানি সরবরাহ ব্যাহত হবে কি না। তবে আপাতত জ্বালানির মজুত এবং সরবরাহে তেমন কোনো সমস্যা নেই। বিশ্ববাজারে তেলের দাম কিছুটা বাড়লেও দেশের বাজারে এখনই দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

মঙ্গলবার রাজধানীর বিদ্যুৎ ভবনে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা। তিনি আরও বলেন, “বিপিসির মুনাফা থেকেই সমন্বয় করা হবে। কোনো ভর্তুকি বাড়ানো হচ্ছে না, দামও বাড়ানো হবে না। আমরা নিয়মিতভাবে আমদানিতে সাশ্রয় করছি। গত সপ্তাহেই একটি দরপত্রে প্রায় ২১ কোটি টাকা সাশ্রয় হয়েছে।”

চুক্তি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ফাওজুল কবির খান বলেন, “জ্বালানি নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বড় অঙ্কের ভর্তুকি দেওয়া হচ্ছে। তাই এখন খরচ নিয়ন্ত্রণই মূল লক্ষ্য। ইতিমধ্যে কয়েক মিলিয়ন ডলার সাশ্রয় করা সম্ভব হয়েছে।”

অনুষ্ঠানে বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “বিশ্বজুড়ে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) কমে এলেও, বিদ্যমান বিনিয়োগকারীদের মধ্যে নতুন বিনিয়োগ প্রবণতা বাড়ছে। যারা ইতোমধ্যে বাংলাদেশে আছে, তাদের আরও বিনিয়োগে উৎসাহিত করতে হবে। একইসঙ্গে নতুন বিনিয়োগকারীদের আকৃষ্ট করার দিকেও মনোযোগ দিতে হবে।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের সঙ্গে গ্যাস বিক্রয়ের একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করেছে সিলেটের গ্যাস বিতরণ সংস্থা জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। চুক্তি অনুযায়ী, সুনামগঞ্জের ছাতকে অবস্থিত লাফার্জহোলসিমের সিমেন্ট কারখানায় গ্যাস সরবরাহ করবে জালালাবাদ গ্যাস। বিইআরসি নির্ধারিত দরে গ্যাসের মূল্য পরিশোধ করবে প্রতিষ্ঠানটি।

চুক্তিতে লাফার্জহোলসিমের পক্ষে সই করেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল চৌধুরী এবং জালালাবাদ গ্যাসের মহাব্যবস্থাপক (কোম্পানি সচিবালয়) জিতেন্দ্র কুমার দাস।

নিউজটি শেয়ার করুন

জ্বালানি সরবরাহে আপাতত শঙ্কা নেই, দামও বাড়ছে না: জ্বালানি উপদেষ্টা

আপডেট সময় ০৮:০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

 

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত পরিস্থিতি নিয়মিতভাবে নজরে রাখা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, যুদ্ধ কতদিন স্থায়ী হবে, তার ওপর নির্ভর করবে জ্বালানি সরবরাহ ব্যাহত হবে কি না। তবে আপাতত জ্বালানির মজুত এবং সরবরাহে তেমন কোনো সমস্যা নেই। বিশ্ববাজারে তেলের দাম কিছুটা বাড়লেও দেশের বাজারে এখনই দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

মঙ্গলবার রাজধানীর বিদ্যুৎ ভবনে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা। তিনি আরও বলেন, “বিপিসির মুনাফা থেকেই সমন্বয় করা হবে। কোনো ভর্তুকি বাড়ানো হচ্ছে না, দামও বাড়ানো হবে না। আমরা নিয়মিতভাবে আমদানিতে সাশ্রয় করছি। গত সপ্তাহেই একটি দরপত্রে প্রায় ২১ কোটি টাকা সাশ্রয় হয়েছে।”

চুক্তি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ফাওজুল কবির খান বলেন, “জ্বালানি নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বড় অঙ্কের ভর্তুকি দেওয়া হচ্ছে। তাই এখন খরচ নিয়ন্ত্রণই মূল লক্ষ্য। ইতিমধ্যে কয়েক মিলিয়ন ডলার সাশ্রয় করা সম্ভব হয়েছে।”

অনুষ্ঠানে বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “বিশ্বজুড়ে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) কমে এলেও, বিদ্যমান বিনিয়োগকারীদের মধ্যে নতুন বিনিয়োগ প্রবণতা বাড়ছে। যারা ইতোমধ্যে বাংলাদেশে আছে, তাদের আরও বিনিয়োগে উৎসাহিত করতে হবে। একইসঙ্গে নতুন বিনিয়োগকারীদের আকৃষ্ট করার দিকেও মনোযোগ দিতে হবে।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের সঙ্গে গ্যাস বিক্রয়ের একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করেছে সিলেটের গ্যাস বিতরণ সংস্থা জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। চুক্তি অনুযায়ী, সুনামগঞ্জের ছাতকে অবস্থিত লাফার্জহোলসিমের সিমেন্ট কারখানায় গ্যাস সরবরাহ করবে জালালাবাদ গ্যাস। বিইআরসি নির্ধারিত দরে গ্যাসের মূল্য পরিশোধ করবে প্রতিষ্ঠানটি।

চুক্তিতে লাফার্জহোলসিমের পক্ষে সই করেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল চৌধুরী এবং জালালাবাদ গ্যাসের মহাব্যবস্থাপক (কোম্পানি সচিবালয়) জিতেন্দ্র কুমার দাস।