ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ইদ্রিস খাঁ গ্রেফতার স্কুল তহবিলের সংকট: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৪ রাজ্যের মামলা গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ৯৪, আহত শতাধিক ফ্রান্স সেনেগাল থেকে শেষ সামরিক ঘাঁটিও তুলে নিচ্ছে, পশ্চিম আফ্রিকায় ৬৫ বছরের উপস্থিতির অবসান ইরানের ওপর আরও হামলার পরিকল্পনায় যুক্তরাষ্ট্র, আলোচনা না হলে টার্গেট ২টি পারমাণবিক স্থাপনা রাশিয়া-চীন জ্বালানি বাণিজ্যে নতুন রেকর্ড, এলপিজি রপ্তানি বাড়ছে ৭৫০,০০০ টনে গোপালগঞ্জে টানা তৃতীয় দিনের মতো কারফিউ পানিবন্দী ১৭ হাজার পরিবার: ২৪০ কোটি টাকার ক্ষতির চিত্র আসন্ন পাকিস্তান সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রাজনৈতিক কর্মসূচি বা বক্তব্যের আগে দলকে হিসেব-নিকেশ করতে হবে: এ্যানি

লন্ডনে তারেক রহমান-ড. ইউনূস বৈঠকে নির্দিষ্ট এজেন্ডা নেই: প্রেস সচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 10

ছবি সংগৃহীত

 

লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠকে নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনে স্থানীয় সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন তিনি।

প্রেস সচিব বলেন, “শুক্রবার (১৩ জুন) ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে যে বৈঠকটি হবে, সেটি হবে একান্ত বা ‘ওয়ান টু ওয়ান’। এই বৈঠকে কোনো নির্দিষ্ট আলোচ্যসূচি নেই। দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলাপ হবে।”

এছাড়া যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে ড. ইউনূসের বৈঠকের বিষয়ে শফিকুল আলম বলেন, “রাজার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে সংস্কারের নানা উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। দেশের পরিবর্তিত প্রেক্ষাপট নিয়েও মতবিনিময় হয়।”

প্রেস সচিব জানান, এই ৩০ মিনিটের বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং সফরের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি বলেন, “রাজা চার্লস ড. ইউনূসের কর্মজীবনের নানা দিক সম্পর্কে অবহিত। এটি ছিল অত্যন্ত সম্মানজনক বৈঠক।”

তিনি আরও জানান, বৃহস্পতিবার ড. ইউনূস ‘হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন, যা শুধুমাত্র তার ব্যক্তিগত নয়, বরং বাংলাদেশের জন্য এক বড় সম্মান।

শফিকুল আলম বলেন, “মাইক্রোক্রেডিট বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে এক যুগান্তকারী ভূমিকা রেখেছে। ড. ইউনূসের এই অবদানকে স্বীকৃতি দিতেই এই আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হচ্ছে।”

এদিকে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে প্রেস সচিব জানান, ড. ইউনূসের সফরসঙ্গীরাও এ বিষয়ে একাধিক ফলপ্রসূ বৈঠক করেছেন এবং আলোচনা অব্যাহত রয়েছে।

সার্বিকভাবে ড. ইউনূসের এ সফরকে রাজনৈতিক ও অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

লন্ডনে তারেক রহমান-ড. ইউনূস বৈঠকে নির্দিষ্ট এজেন্ডা নেই: প্রেস সচিব

আপডেট সময় ০৮:২৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

 

লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠকে নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনে স্থানীয় সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন তিনি।

প্রেস সচিব বলেন, “শুক্রবার (১৩ জুন) ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে যে বৈঠকটি হবে, সেটি হবে একান্ত বা ‘ওয়ান টু ওয়ান’। এই বৈঠকে কোনো নির্দিষ্ট আলোচ্যসূচি নেই। দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলাপ হবে।”

এছাড়া যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে ড. ইউনূসের বৈঠকের বিষয়ে শফিকুল আলম বলেন, “রাজার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে সংস্কারের নানা উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। দেশের পরিবর্তিত প্রেক্ষাপট নিয়েও মতবিনিময় হয়।”

প্রেস সচিব জানান, এই ৩০ মিনিটের বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং সফরের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি বলেন, “রাজা চার্লস ড. ইউনূসের কর্মজীবনের নানা দিক সম্পর্কে অবহিত। এটি ছিল অত্যন্ত সম্মানজনক বৈঠক।”

তিনি আরও জানান, বৃহস্পতিবার ড. ইউনূস ‘হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন, যা শুধুমাত্র তার ব্যক্তিগত নয়, বরং বাংলাদেশের জন্য এক বড় সম্মান।

শফিকুল আলম বলেন, “মাইক্রোক্রেডিট বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে এক যুগান্তকারী ভূমিকা রেখেছে। ড. ইউনূসের এই অবদানকে স্বীকৃতি দিতেই এই আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হচ্ছে।”

এদিকে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে প্রেস সচিব জানান, ড. ইউনূসের সফরসঙ্গীরাও এ বিষয়ে একাধিক ফলপ্রসূ বৈঠক করেছেন এবং আলোচনা অব্যাহত রয়েছে।

সার্বিকভাবে ড. ইউনূসের এ সফরকে রাজনৈতিক ও অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।