ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণমাধ্যম সংস্কারে ১২টি নতুন সিদ্ধান্ত, অগ্রাধিকার পাচ্ছে সাংবাদিকদের অধিকার পলিথিন বন্ধে কঠোর অভিযান শিগগিরই শুরু: পরিবেশ উপদেষ্টা বিআরটিসির দরজা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য সর্বদা খোলা: চেয়ারম্যান নীলফামারীতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা বিদ্যালয়ে এসএসসিতে সবাই ফেল, বইছে সমালোচনার ঝড় নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ সশস্ত্র দস্যু নিহত সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২৮৪ জন তরুণদের হতে হবে ডিজিটাল ভবিষ্যতের সহ-নির্মাতা: জাতিসংঘ মহাসচিব লক্ষ্যমাত্রা ছাড়িয়ে মোংলা বন্দরে রেকর্ড রাজস্ব আদায় ও জাহাজ আগমন ইসির তফসিলে যুক্ত হচ্ছে আরও ৪৬টি প্রতীক, তফসিলে মোট সংখ্যা দাঁড়াবে ১১৫ এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ জুলাই থেকে

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সময়সূচি এখনো অনিশ্চিত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / 18

ছবি: সংগৃহীত

 

লন্ডন সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে এখনো কোনো চূড়ান্ত সময়সূচি নির্ধারিত হয়নি।

আজ মঙ্গলবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার সফরসঙ্গী প্রেস সচিব শফিকুল আলম।

বিকেল সোয়া চারটার দিকে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক হবে কি না, এবং হলে সেটি কবে অনুষ্ঠিত হবে?

জবাবে প্রেস সচিব বলেন, “আমাদের যতটুকু জানা গেছে, কিয়ার স্টারমার বর্তমানে কানাডা সফরে রয়েছেন। আজ এক ব্রিটিশ সংসদ সদস্য এসেছিলেন, তিনিও জানালেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী এখন কানাডায় অবস্থান করছেন।”

তিনি আরও জানান, দুই নেতার সময় ও শিডিউল মিলে গেলে বৈঠক আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে এখনো এ বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ বা সময় নির্ধারিত হয়নি।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল ১০ জুন লন্ডনের স্থানীয় সময় সকাল সাতটায় হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে তিনি সরাসরি লন্ডনের ডরচেস্টার হোটেলে উঠেছেন।

সফরের অংশ হিসেবে তিনি বিভিন্ন দেশের কূটনীতিক ও নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। তবে কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের বিষয়টি নিয়ে কৌতূহল রয়েছে আন্তর্জাতিক এবং বাংলাদেশের গণমাধ্যমে।

ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টি নিরঙ্কুশ জয় অর্জন করার পর কিয়ার স্টারমার সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের সম্ভাব্য দিক নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে এমনটাই প্রত্যাশা রাজনৈতিক বিশ্লেষকদের।

তবে এ মুহূর্তে ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপস্থিতি না থাকায় সেই সম্ভাব্য বৈঠক কবে হতে পারে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো সম্ভব হয়নি বলে জানান প্রেস সচিব।

নিউজটি শেয়ার করুন

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সময়সূচি এখনো অনিশ্চিত

আপডেট সময় ১০:৪৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

 

লন্ডন সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে এখনো কোনো চূড়ান্ত সময়সূচি নির্ধারিত হয়নি।

আজ মঙ্গলবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার সফরসঙ্গী প্রেস সচিব শফিকুল আলম।

বিকেল সোয়া চারটার দিকে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক হবে কি না, এবং হলে সেটি কবে অনুষ্ঠিত হবে?

জবাবে প্রেস সচিব বলেন, “আমাদের যতটুকু জানা গেছে, কিয়ার স্টারমার বর্তমানে কানাডা সফরে রয়েছেন। আজ এক ব্রিটিশ সংসদ সদস্য এসেছিলেন, তিনিও জানালেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী এখন কানাডায় অবস্থান করছেন।”

তিনি আরও জানান, দুই নেতার সময় ও শিডিউল মিলে গেলে বৈঠক আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে এখনো এ বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ বা সময় নির্ধারিত হয়নি।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল ১০ জুন লন্ডনের স্থানীয় সময় সকাল সাতটায় হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে তিনি সরাসরি লন্ডনের ডরচেস্টার হোটেলে উঠেছেন।

সফরের অংশ হিসেবে তিনি বিভিন্ন দেশের কূটনীতিক ও নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। তবে কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের বিষয়টি নিয়ে কৌতূহল রয়েছে আন্তর্জাতিক এবং বাংলাদেশের গণমাধ্যমে।

ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টি নিরঙ্কুশ জয় অর্জন করার পর কিয়ার স্টারমার সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের সম্ভাব্য দিক নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে এমনটাই প্রত্যাশা রাজনৈতিক বিশ্লেষকদের।

তবে এ মুহূর্তে ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপস্থিতি না থাকায় সেই সম্ভাব্য বৈঠক কবে হতে পারে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো সম্ভব হয়নি বলে জানান প্রেস সচিব।