০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল ১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের কড়া পদক্ষেপ, পাঠানো হলো কারাগারে অগ্নি দুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কতা নির্দেশনা দিল মাউশি

পুশ-ইন ইস্যুতে ভারতকে আবারও চিঠি দেবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / 31

ছবি সংগৃহীত

 

পুশ-ইন ইস্যুতে ভারত সরকারকে আবারও চিঠি পাঠাবে বাংলাদেশ। এমনটি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, “ভারত থেকে পুশ-ইন ঠেকানো সম্ভব না। তবে বাংলাদেশ খুব শিগগিরই বিষয়টি নিয়ে ভারতকে আবারও চিঠি দেবে।”

মঙ্গলবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। তৌহিদ হোসেন বলেন, “ভারতের সঙ্গে কনস্যুলার সংলাপ আয়োজনের বিষয়টিও বিবেচনায় রয়েছে। সেখানে পুশ-ইন ইস্যুটিও আলোচনায় আসতে পারে।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মাঝে মধ্যেই বাংলাদেশে অবৈধভাবে লোক ঢুকিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে, যা ‘পুশ-ইন’ নামে পরিচিত। বাংলাদেশ সরকার একাধিকবার এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহ প্রকাশ করছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “নির্বাচন নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন মহল জানতে চাইলে আমরা সরকারের বর্তমান অবস্থা ও পরিকল্পনা তাদের জানিয়ে দিচ্ছি।”

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে আবারও চিঠি দিতে পারে বাংলাদেশ।” যদিও এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

ভারতের মাধ্যমে পণ্য পরিবহনের ট্রান্সশিপমেন্ট বন্ধ হওয়া নিয়ে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এতে আমাদের কোনো ক্ষতি হয়নি। বরং ভারতের ওপর নির্ভরতা কিছুটা কমেছে। এটা আমাদের জন্য ইতিবাচক।”

তিনি বলেন, “আমাদের নিজস্ব সক্ষমতা বাড়ানোই এখন সময়ের দাবি। বহির্বিশ্বে নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব অবকাঠামো ও কৌশলকে শক্তিশালী করতে হবে।”

সীমান্ত নিরাপত্তা, রাজনৈতিক অঙ্গনে স্বচ্ছতা, এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে এসব আলোচনা আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত দেন তৌহিদ হোসেন।

নিউজটি শেয়ার করুন

পুশ-ইন ইস্যুতে ভারতকে আবারও চিঠি দেবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৮:২১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

 

পুশ-ইন ইস্যুতে ভারত সরকারকে আবারও চিঠি পাঠাবে বাংলাদেশ। এমনটি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, “ভারত থেকে পুশ-ইন ঠেকানো সম্ভব না। তবে বাংলাদেশ খুব শিগগিরই বিষয়টি নিয়ে ভারতকে আবারও চিঠি দেবে।”

মঙ্গলবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। তৌহিদ হোসেন বলেন, “ভারতের সঙ্গে কনস্যুলার সংলাপ আয়োজনের বিষয়টিও বিবেচনায় রয়েছে। সেখানে পুশ-ইন ইস্যুটিও আলোচনায় আসতে পারে।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মাঝে মধ্যেই বাংলাদেশে অবৈধভাবে লোক ঢুকিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে, যা ‘পুশ-ইন’ নামে পরিচিত। বাংলাদেশ সরকার একাধিকবার এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহ প্রকাশ করছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “নির্বাচন নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন মহল জানতে চাইলে আমরা সরকারের বর্তমান অবস্থা ও পরিকল্পনা তাদের জানিয়ে দিচ্ছি।”

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে আবারও চিঠি দিতে পারে বাংলাদেশ।” যদিও এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

ভারতের মাধ্যমে পণ্য পরিবহনের ট্রান্সশিপমেন্ট বন্ধ হওয়া নিয়ে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এতে আমাদের কোনো ক্ষতি হয়নি। বরং ভারতের ওপর নির্ভরতা কিছুটা কমেছে। এটা আমাদের জন্য ইতিবাচক।”

তিনি বলেন, “আমাদের নিজস্ব সক্ষমতা বাড়ানোই এখন সময়ের দাবি। বহির্বিশ্বে নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব অবকাঠামো ও কৌশলকে শক্তিশালী করতে হবে।”

সীমান্ত নিরাপত্তা, রাজনৈতিক অঙ্গনে স্বচ্ছতা, এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে এসব আলোচনা আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত দেন তৌহিদ হোসেন।