ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আরো ১৪ রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা কুষ্টিয়ায় হত্যা মামলার আসামি ধরতে গিয়ে গোয়েন্দা পুলিশের ওপর হামলা, এসআই গুরুতর আহত নোয়াখালীতে ৬ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় নিশ্চিত করতেই চার্জশীট দিতে দেরী হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভারত নদীর পাড়ে,জঙ্গলে মানুষ ফেলে যাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ লোহাগড়ায় সাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সকল পাবলিক পরীক্ষার খাতা দেখা থেকে ৮ শিক্ষককে আজীবনের জন্য অব্যাহতি ইরানে সুন্নি হামলায় নিহত ৫ গোপালগঞ্জে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন আইন ও সালিশ কেন্দ্রের

তামাক কোম্পানির বোর্ডে সচিবদের থাকা প্রশ্নবিদ্ধ: স্বাস্থ্য উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৮:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 20

ছবি: সংগৃহীত

 

তামাক নিয়ন্ত্রণে সচিবদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেছেন, তামাক কোম্পানির বোর্ডে সচিবদের থাকা সরকারের তামাকবিরোধী কার্যক্রমে বৈপরীত্য সৃষ্টি করছে।

শনিবার (৩১ মে) জাতীয় তামাক নিয়ন্ত্রণ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে তামাক নিয়ন্ত্রণে অবদানের জন্য ৯টি ক্যাটাগরিতে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় সম্মাননা প্রদান করা হয়।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, “তামাক কোম্পানির বোর্ড সদস্য হিসেবে সচিবদের থাকা উচিত কি না, তা নিয়ে গভীরভাবে চিন্তা করা দরকার। কারণ এটি সরকারের তামাক নিয়ন্ত্রণ উদ্যোগের সঙ্গে সাংঘর্ষিক।”

তিনি আরও বলেন, “আইন থাকলেও অনেক সময় তা যথাযথভাবে প্রয়োগ হয় না। এবার সময় এসেছে কঠোরভাবে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের।”

তামাক কোম্পানিগুলোর নানা কৌশলের কথা উল্লেখ করে তিনি বলেন, “ই-সিগারেটসহ বিভিন্ন নতুন ধরণের ধূমপান সামগ্রী দিয়ে তারা তরুণ প্রজন্মকে প্রলুব্ধ করছে। আমাদের এই ফাঁদে পা দেওয়া যাবে না। ধূমপান বিরোধী একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী সায়েদুর রহমান বলেন, “তামাক কোম্পানিগুলোর রাষ্ট্রের উপর এমন প্রভাব পড়েছে যে, কার্যকর তামাক নিয়ন্ত্রণ পদক্ষেপ নেওয়া এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।”

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ই-সিগারেট প্রসঙ্গে বলেন, “যদিও ই-সিগারেট আমদানি নিষিদ্ধ, তারপরও কিছু কোম্পানি গোপনে এর উৎপাদন অব্যাহত রেখেছে। শুধু পুরুষ নয়, নারীরাও এর প্রতি আসক্ত হয়ে পড়ছে।”

তিনি আরও বলেন, “তামাক নিয়ন্ত্রণ আইন পুরোপুরি কার্যকর করতে হলে কিছু গুরুত্বপূর্ণ সংশোধন জরুরি। বর্তমান সরকার ইতোমধ্যে এ নিয়ে কাজ করছে।”

উল্লেখ্য, তামাক নিয়ন্ত্রণে অবদানের জন্য এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে যে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে, তারা সবাই দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্য সুরক্ষায় কাজ করে যাচ্ছেন বলে জানান আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

তামাক কোম্পানির বোর্ডে সচিবদের থাকা প্রশ্নবিদ্ধ: স্বাস্থ্য উপদেষ্টা

আপডেট সময় ০৪:৪৮:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

 

তামাক নিয়ন্ত্রণে সচিবদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেছেন, তামাক কোম্পানির বোর্ডে সচিবদের থাকা সরকারের তামাকবিরোধী কার্যক্রমে বৈপরীত্য সৃষ্টি করছে।

শনিবার (৩১ মে) জাতীয় তামাক নিয়ন্ত্রণ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে তামাক নিয়ন্ত্রণে অবদানের জন্য ৯টি ক্যাটাগরিতে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় সম্মাননা প্রদান করা হয়।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, “তামাক কোম্পানির বোর্ড সদস্য হিসেবে সচিবদের থাকা উচিত কি না, তা নিয়ে গভীরভাবে চিন্তা করা দরকার। কারণ এটি সরকারের তামাক নিয়ন্ত্রণ উদ্যোগের সঙ্গে সাংঘর্ষিক।”

তিনি আরও বলেন, “আইন থাকলেও অনেক সময় তা যথাযথভাবে প্রয়োগ হয় না। এবার সময় এসেছে কঠোরভাবে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের।”

তামাক কোম্পানিগুলোর নানা কৌশলের কথা উল্লেখ করে তিনি বলেন, “ই-সিগারেটসহ বিভিন্ন নতুন ধরণের ধূমপান সামগ্রী দিয়ে তারা তরুণ প্রজন্মকে প্রলুব্ধ করছে। আমাদের এই ফাঁদে পা দেওয়া যাবে না। ধূমপান বিরোধী একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী সায়েদুর রহমান বলেন, “তামাক কোম্পানিগুলোর রাষ্ট্রের উপর এমন প্রভাব পড়েছে যে, কার্যকর তামাক নিয়ন্ত্রণ পদক্ষেপ নেওয়া এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।”

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ই-সিগারেট প্রসঙ্গে বলেন, “যদিও ই-সিগারেট আমদানি নিষিদ্ধ, তারপরও কিছু কোম্পানি গোপনে এর উৎপাদন অব্যাহত রেখেছে। শুধু পুরুষ নয়, নারীরাও এর প্রতি আসক্ত হয়ে পড়ছে।”

তিনি আরও বলেন, “তামাক নিয়ন্ত্রণ আইন পুরোপুরি কার্যকর করতে হলে কিছু গুরুত্বপূর্ণ সংশোধন জরুরি। বর্তমান সরকার ইতোমধ্যে এ নিয়ে কাজ করছে।”

উল্লেখ্য, তামাক নিয়ন্ত্রণে অবদানের জন্য এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে যে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে, তারা সবাই দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্য সুরক্ষায় কাজ করে যাচ্ছেন বলে জানান আয়োজকরা।