ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজায় ইসরায়েলি হামলায় আরও ২০ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ছাড়াল ৫২ হাজার ভারতের অহংকার চূর্ণ করেছে পাকিস্তান সেনাবাহিনী: শেহবাজ শরিফের দাবি কাকরাইলে রাতভর অবস্থান, তিন দফা দাবিতে অনড় জবি শিক্ষার্থীরা রাজধানীর কোথায় কোথায় বসছে কোরবানির বিশাল পশুর হাট? শিক্ষার্থীদের পানির বোতল ছোঁড়া ঘটনায় হতাশা প্রকাশ উপদেষ্টা আসিফ মাহমুদের ন্যায়বিচার নিশ্চিত করতে চাই দৃশ্যমান দৃষ্টান্ত: প্রধান বিচারপতি ইস্তাম্বুলে শান্তি আলোচনায় পুতিন থাকছেন না, ক্ষোভে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাধাগ্রস্ত রামনের নাটকীয় গোলে মায়োর্কার বিপক্ষে রিয়ালের জয়, টিকে রাইল শিরোপার আশা কাতার-যুক্তরাষ্ট্রে ১.২ ট্রিলিয়ন ডলারের ঐতিহাসিক চুক্তি, বোয়িংয়ের রেকর্ড অর্ডার

গ্রেপ্তার হলেন সাবেক এমপি মমতাজ

সাবেকএমপি, মমতাজ, গ্রেপ্তার, আইনশৃঙ্খলা
  • আপডেট সময় ১১:১৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 8

ছবি সংগৃহীত

 

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমণ্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাঁকে বর্তমানে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, মমতাজ বেগমের বিরুদ্ধে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-সংক্রান্ত একাধিক হত্যা মামলা রয়েছে। এসব মামলার বেশ কয়েকটি তদন্তাধীন পর্যায়ে রয়েছে। এ ছাড়া মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভে গুলিবর্ষণের ঘটনায় চারজন নিহত হন বলে অভিযোগ উঠে। সেই ঘটনার প্রায় এক যুগ পর, গত বছরের ৯ অক্টোবর মানিকগঞ্জের আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে প্রধান আসামি করা হয় মমতাজ বেগমকে।

ওই মামলায় আওয়ামী লীগের ৫২ জন নেতাকর্মী এবং পুলিশের ৩৮ সদস্যকে আসামি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, প্রতিবাদকারী সাধারণ মুসল্লিদের ওপর গুলি চালানোর মাধ্যমে হত্যাকাণ্ড সংঘটিত হয়, যা দেশজুড়ে ব্যাপক আলোচনা ও ক্ষোভের জন্ম দেয়।

ডিবি সূত্রে আরও জানা গেছে, মামলার প্রেক্ষিতে তদন্তের অংশ হিসেবে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগগুলো খতিয়ে দেখতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।

সাবেক এমপি ও শিল্পী মমতাজ বেগমের এই গ্রেপ্তার রাজনৈতিক অঙ্গনে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার তদন্ত সঠিকভাবে সম্পন্ন করতে এবং দোষীদের শনাক্ত করতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

 

নিউজটি শেয়ার করুন

গ্রেপ্তার হলেন সাবেক এমপি মমতাজ

আপডেট সময় ১১:১৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

 

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমণ্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাঁকে বর্তমানে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, মমতাজ বেগমের বিরুদ্ধে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-সংক্রান্ত একাধিক হত্যা মামলা রয়েছে। এসব মামলার বেশ কয়েকটি তদন্তাধীন পর্যায়ে রয়েছে। এ ছাড়া মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভে গুলিবর্ষণের ঘটনায় চারজন নিহত হন বলে অভিযোগ উঠে। সেই ঘটনার প্রায় এক যুগ পর, গত বছরের ৯ অক্টোবর মানিকগঞ্জের আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে প্রধান আসামি করা হয় মমতাজ বেগমকে।

ওই মামলায় আওয়ামী লীগের ৫২ জন নেতাকর্মী এবং পুলিশের ৩৮ সদস্যকে আসামি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, প্রতিবাদকারী সাধারণ মুসল্লিদের ওপর গুলি চালানোর মাধ্যমে হত্যাকাণ্ড সংঘটিত হয়, যা দেশজুড়ে ব্যাপক আলোচনা ও ক্ষোভের জন্ম দেয়।

ডিবি সূত্রে আরও জানা গেছে, মামলার প্রেক্ষিতে তদন্তের অংশ হিসেবে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগগুলো খতিয়ে দেখতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।

সাবেক এমপি ও শিল্পী মমতাজ বেগমের এই গ্রেপ্তার রাজনৈতিক অঙ্গনে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার তদন্ত সঠিকভাবে সম্পন্ন করতে এবং দোষীদের শনাক্ত করতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।