ঢাকা ১২:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাজিদের মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন, তদন্তে শিক্ষার্থী অন্তর্ভুক্তির আশ্বাস ইকুয়েডরে ভয়াবহ সংঘর্ষ: পিকআপ ট্রাক ও এসইউভিতে নিহত ৯ ৪৮তম বিশেষ বিসিএস: ৫২০৬ জন উত্তীর্ণ ইসরায়েলি সেনার গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি: ত্রাণ নিতে আসার সময় ঘটে এ ঘটনা গাজীপুরে নাসির হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ: একদিনে ৩২ জন আক্রান্ত ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু গাজায় অনাহারে ৩৫ দিনের শিশুর মৃত্যু, ইসরায়েলি হামলায় নিহত আরও ১১৬ ২০ বছর কোমায় থাকার পর সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’ মারা গেলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) নির্বাহী সভা অনুষ্ঠিত

রাজধানীতে গোয়েন্দা অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৯:২২ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 16

ছবি সংগৃহীত

 

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, গুলি, বোমা ও একটি প্রাইভেটকার।

রোববার (১১ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি জানান, সম্প্রতি রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় ডাকাতি ও সশস্ত্র ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যায়। এতে নগরবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন স্পটকে চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে ডিবি। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা এই ডাকাত দলের সাতজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, হাতে তৈরি বোমা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে, যা ডাকাতির কাজে ব্যবহার করা হতো। ডিবি কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানী ও আশপাশের একাধিক থানায় বিভিন্ন সময়ে ডাকাতি, ছিনতাই ও অস্ত্র আইনে মামলা রয়েছে।

যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, “এই চক্রটি খুবই সংগঠিত। তারা বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে সুযোগ বুঝে অস্ত্রের মুখে সাধারণ মানুষকে জিম্মি করে সর্বস্ব লুট করত। তারা বেশিরভাগ সময় প্রাইভেটকার ব্যবহার করে যেন সহজে ধরা না পড়ে। তাদের একজনকে আগে থেকেই নজরে রাখা হচ্ছিল। পরে বাকিদের অবস্থান নিশ্চিত হয়ে একযোগে অভিযান চালিয়ে সবাইকে আটক করা হয়েছে।”

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে এবং তাদের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য বের করার চেষ্টা চলছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে গোয়েন্দা অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৬:২৯:২২ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

 

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, গুলি, বোমা ও একটি প্রাইভেটকার।

রোববার (১১ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি জানান, সম্প্রতি রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় ডাকাতি ও সশস্ত্র ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যায়। এতে নগরবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন স্পটকে চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে ডিবি। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা এই ডাকাত দলের সাতজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, হাতে তৈরি বোমা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে, যা ডাকাতির কাজে ব্যবহার করা হতো। ডিবি কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানী ও আশপাশের একাধিক থানায় বিভিন্ন সময়ে ডাকাতি, ছিনতাই ও অস্ত্র আইনে মামলা রয়েছে।

যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, “এই চক্রটি খুবই সংগঠিত। তারা বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে সুযোগ বুঝে অস্ত্রের মুখে সাধারণ মানুষকে জিম্মি করে সর্বস্ব লুট করত। তারা বেশিরভাগ সময় প্রাইভেটকার ব্যবহার করে যেন সহজে ধরা না পড়ে। তাদের একজনকে আগে থেকেই নজরে রাখা হচ্ছিল। পরে বাকিদের অবস্থান নিশ্চিত হয়ে একযোগে অভিযান চালিয়ে সবাইকে আটক করা হয়েছে।”

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে এবং তাদের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য বের করার চেষ্টা চলছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।