আবদুল হামিদের দেশত্যাগ
দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

- আপডেট সময় ০৭:০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / 17
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় যারা দায়ী, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১০ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা পড়ার পর যারা দায়ী বলে প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, আবার কাউকে অ্যাটাসও করা হয়েছে।
তিনি বলেন, “আমরা এ বিষয়ে খুবই গুরুত্বসহকারে কাজ করছি। যে-ই দায়িত্বে অবহেলা করেছে, তাকে ছাড় দেওয়া হবে না। রাষ্ট্রের সম্মান ও নিরাপত্তার প্রশ্নে সরকার কোনো আপস করবে না।”
বিমানবন্দর পরিদর্শন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমি ২০১১ সালের পর বিদেশ যাইনি। তাই ইমিগ্রেশন ব্যবস্থার বর্তমান চিত্র দেখতেই এখানে এসেছিলাম। দেখলাম, এখনকার সিস্টেম আগের তুলনায় অনেক উন্নত। প্রযুক্তির ব্যবহার বেড়েছে এবং যাত্রীসেবার মানও বৃদ্ধি পেয়েছে। সরকার জনগণের কল্যাণে এবং দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। ইমিগ্রেশন ও নিরাপত্তা বাহিনীর সমন্বিত তৎপরতায় যেকোনো ধরনের অনিয়ম দ্রুত শনাক্ত করা সম্ভব হচ্ছে।”
উল্লেখ্য, সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে সামাজিক ও রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রশাসনের একাধিক স্তরে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলে সরকার তদন্তের নির্দেশ দেয়।
স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, সরকার এ বিষয়ে কোনো প্রকার গাফিলতি না করে স্বচ্ছ তদন্ত এবং যথাযথ ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।