সমতা ভিত্তিক বাংলাদেশ গঠনে নারীর পাশে দাঁড়ানোর বিকল্প নেই: মহিলা ও শিশু উপদেষ্টা

- আপডেট সময় ০৮:৫২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / 16
নারীর প্রতি বৈষম্য দূর করে একটি সমতা ভিত্তিক বাংলাদেশ গঠনে নারীর পাশে দাঁড়ানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
মঙ্গলবার (৬ মে) রাজধানীর একটি হোটেলে ট্রেড ইউনিয়ন ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ডস কমিটির উদ্যোগে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশ কান্ট্রি অফিসের সহযোগিতায় আয়োজিত এক সংলাপ সভায় তিনি এ মন্তব্য করেন। কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি মোকাবেলায় আইএলও কনভেনশন ১৯০ বিষয়ে আয়োজিত এই সংলাপে উপদেষ্টা বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও তাদের ক্ষমতায়নে একটি নিরাপদ কর্মপরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”
তিনি জানান, আইএলও কনভেনশন ১৯০ অনুসমর্থন বাংলাদেশের অঙ্গীকারের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি কেবল কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা নিশ্চিত করবে না, বরং হয়রানি, মজুরি বৈষম্য এবং আইনি সুরক্ষার ঘাটতির মতো চ্যালেঞ্জ মোকাবেলাতেও কার্যকর ভূমিকা রাখবে।
শারমীন এস মুরশিদ আরও বলেন, “আমরা যদি নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে না পারি, তাহলে জাতির কাছে আমাদের জবাবদিহি করতে হবে।” তিনি জানান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ইতোমধ্যে শ্রম আইন সংশোধনে কাজ করছে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারীর প্রতি যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।
তিনি বলেন, “নতুন বাংলাদেশে আমাদের নতুনভাবে ভাবতে হবে। নারী-পুরুষ সমান সুযোগ পাবে এবং কর্মক্ষেত্রে সমানভাবে দক্ষতা অর্জনে সহায়তা পাবে। আমাদের আইন আরও শক্তিশালী হবে এবং আমাদের দায়িত্ববোধও বাড়বে। আমরা সবাই মিলে একটি সমতাপূর্ণ বাংলাদেশ গড়ে তুলবো।”
সংলাপে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, আইএলও কান্ট্রি ডিরেক্টর তুওমো পাওতিয়েনেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হক, ট্রেড ইউনিয়ন ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ডস কমিটির সদস্য চৌধুরী আশিকুল আলম, এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান আহমেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তারা।