ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

ভুয়া টিসিবি কার্ড বাতিল, স্মার্ট কার্ডে রূপান্তরের ঘোষণা খাদ্য উপদেষ্টার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 42

ছবি সংগৃহীত

 

টিসিবির ভুয়া কার্ড বাতিল করে নতুন স্মার্ট কার্ড প্রদান করা হবে বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। শনিবার (৩ মে) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সিএসডি এলাকায় নির্মাণাধীন সাইলো গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

খাদ্য উপদেষ্টা বলেন, “কৃষক যেন তাদের উৎপাদিত শস্যের ন্যায্য মূল্য পান, সে বিষয়ে সরকার অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছে। বর্তমানে চালের দাম সহনীয় হলেও কৃষকদের প্রাপ্য দাম নিশ্চিত করতে হবে। কৃষক উৎসাহ না পেলে উৎপাদন ব্যাহত হতে পারে, যা জাতীয় খাদ্য নিরাপত্তার জন্য হুমকি।”

তিনি আরও জানান, এবারের বোরো মৌসুমে আশানুরূপ ফলন হয়েছে এবং উৎপাদন বেড়েছে। এ কারণে সরকার একটি শক্তিশালী খাদ্য মজুদ গড়ে তুলতে পারবে। অন্য ফসলের উৎপাদনও সন্তোষজনক হলে টিসিবি ও ওএমএস কর্মসূচি আরও বিস্তৃতভাবে পরিচালনা সম্ভব হবে। চালের দাম যদি আরও হ্রাস পায়, তবে আটার দামও কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মিল মালিকরা মোটা চাল কেটে চিকন করে বাজারে ছাড়ছে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “এ বিষয়ে তদন্ত চলছে। বড় চাল মিলগুলোতে এই ধরনের কার্যকলাপ থাকলে তা বন্ধে ব্যবস্থা নেয়া হবে।”

আলী ইমাম মজুমদার জানান, দেশে গমের বাৎসরিক চাহিদা প্রায় ৭০ লাখ টন, যেখানে অভ্যন্তরীণ উৎপাদন মাত্র ১০ লাখ টন। ফলে বাকি গম বেসরকারিভাবে আমদানি করতে হয়। সরকারিভাবে আমদানিকৃত গমের একটি অংশ ওএমএসে দেয়া হয় এবং বাকি অংশ পুলিশ, মিলিটারি, আনসার, জেলখানাসহ বিভিন্ন সরকারি সংস্থায় সরবরাহ করা হয়।

সাইলো নির্মাণকাজ পরিদর্শন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। দ্রুত গুদামে মালামাল সংরক্ষণ শুরু হবে। সারা দেশে এবার বোরোর ভালো ফলন হওয়ায় মালামাল সংরক্ষণের জন্য বিভিন্ন স্থানে সাইলো গুদামগুলো পরিদর্শন করা হচ্ছে।”

নারায়ণগঞ্জের গুদাম ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, “এখানে নদীপথ, সড়কপথ ও ভবিষ্যতে রেলপথেও মালামাল পরিবহন সম্ভব হবে।”

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, বন্দর ইউএনও মোস্তাফিজুর রহমান, বন্দর থানার ওসি তরিকুল ইসলামসহ খাদ্য নিয়ন্ত্রক বিভাগের কর্মকর্তারা।

পরিদর্শন শেষে সার্কিট হাউজে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে জেলার খাদ্য মজুদ ও বিতরণ কার্যক্রম নিয়ে আলোচনা করেন উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

ভুয়া টিসিবি কার্ড বাতিল, স্মার্ট কার্ডে রূপান্তরের ঘোষণা খাদ্য উপদেষ্টার

আপডেট সময় ০৬:৩৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

 

টিসিবির ভুয়া কার্ড বাতিল করে নতুন স্মার্ট কার্ড প্রদান করা হবে বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। শনিবার (৩ মে) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সিএসডি এলাকায় নির্মাণাধীন সাইলো গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

খাদ্য উপদেষ্টা বলেন, “কৃষক যেন তাদের উৎপাদিত শস্যের ন্যায্য মূল্য পান, সে বিষয়ে সরকার অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছে। বর্তমানে চালের দাম সহনীয় হলেও কৃষকদের প্রাপ্য দাম নিশ্চিত করতে হবে। কৃষক উৎসাহ না পেলে উৎপাদন ব্যাহত হতে পারে, যা জাতীয় খাদ্য নিরাপত্তার জন্য হুমকি।”

তিনি আরও জানান, এবারের বোরো মৌসুমে আশানুরূপ ফলন হয়েছে এবং উৎপাদন বেড়েছে। এ কারণে সরকার একটি শক্তিশালী খাদ্য মজুদ গড়ে তুলতে পারবে। অন্য ফসলের উৎপাদনও সন্তোষজনক হলে টিসিবি ও ওএমএস কর্মসূচি আরও বিস্তৃতভাবে পরিচালনা সম্ভব হবে। চালের দাম যদি আরও হ্রাস পায়, তবে আটার দামও কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মিল মালিকরা মোটা চাল কেটে চিকন করে বাজারে ছাড়ছে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “এ বিষয়ে তদন্ত চলছে। বড় চাল মিলগুলোতে এই ধরনের কার্যকলাপ থাকলে তা বন্ধে ব্যবস্থা নেয়া হবে।”

আলী ইমাম মজুমদার জানান, দেশে গমের বাৎসরিক চাহিদা প্রায় ৭০ লাখ টন, যেখানে অভ্যন্তরীণ উৎপাদন মাত্র ১০ লাখ টন। ফলে বাকি গম বেসরকারিভাবে আমদানি করতে হয়। সরকারিভাবে আমদানিকৃত গমের একটি অংশ ওএমএসে দেয়া হয় এবং বাকি অংশ পুলিশ, মিলিটারি, আনসার, জেলখানাসহ বিভিন্ন সরকারি সংস্থায় সরবরাহ করা হয়।

সাইলো নির্মাণকাজ পরিদর্শন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। দ্রুত গুদামে মালামাল সংরক্ষণ শুরু হবে। সারা দেশে এবার বোরোর ভালো ফলন হওয়ায় মালামাল সংরক্ষণের জন্য বিভিন্ন স্থানে সাইলো গুদামগুলো পরিদর্শন করা হচ্ছে।”

নারায়ণগঞ্জের গুদাম ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, “এখানে নদীপথ, সড়কপথ ও ভবিষ্যতে রেলপথেও মালামাল পরিবহন সম্ভব হবে।”

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, বন্দর ইউএনও মোস্তাফিজুর রহমান, বন্দর থানার ওসি তরিকুল ইসলামসহ খাদ্য নিয়ন্ত্রক বিভাগের কর্মকর্তারা।

পরিদর্শন শেষে সার্কিট হাউজে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে জেলার খাদ্য মজুদ ও বিতরণ কার্যক্রম নিয়ে আলোচনা করেন উপদেষ্টা।