উত্তরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত শিক্ষার্থী ৫-৬ জন

- আপডেট সময় ০৬:৫৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / 30
রাজধানীর উত্তরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি বাসে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ থেকে ছয়জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য দ্রুত উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে উত্তরার আজমপুর এলাকায় ‘ক্ষণিকা’ নামে একটি বিশ্ববিদ্যালয়ের বাসে এ হামলার ঘটনা ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ জানান, হামলাটি বিশেষভাবে বিশ্ববিদ্যালয়ের বাসকে লক্ষ্য করে চালানো হয়নি। তিনি বলেন, “ওরা যত্রতত্র বাসে হামলা করছিল। ওই সময় আমাদের বিশ্ববিদ্যালয়ের বাসটি সামনে পড়ে যায়। এতে আমাদের চার-পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর।”
তিনি আরও জানান, আহতদের তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বক্ষণিক খোঁজখবর রাখছে।
এদিকে উত্তরা পশ্চিম থানার এক উপপরিদর্শক (এসআই), যিনি নাম প্রকাশে অনিচ্ছুক থাকতে চান, জানান, বিকেল তিনটার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলার খবর পান। সাথে সাথে থানার একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।
তিনি বলেন, “ঘটনাস্থলে আমরা উপস্থিত রয়েছি। এখনো বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, এটি নির্দিষ্ট কোনো বাসকে লক্ষ্য করে করা হয়নি। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”
ঘটনার প্রকৃত কারণ এবং কারা এই হামলার সঙ্গে জড়িত তা জানার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।