শিরোনাম :
ইরান পশ্চিমাদের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৭:৪৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
- / 105
ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে অবিলম্বে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
চীনের সিসিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“আমরা এখনো আমাদের পরমাণু কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে গঠনমূলক আলোচনায় অবিলম্বে অংশগ্রহণ করতে প্রস্তুত।”
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন যে,
ইরান এবং ইউরোপের মধ্যে একটি পরমাণু চুক্তি নিয়ে নতুন দফার আলোচনা আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
এর আগে দুই বছরের বিরতির পর ২০২৪ সালের ২৯ নভেম্বরে ইরান ও যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির মধ্যে জেনেভায় পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছিলো।



















