১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
আপনারা যদি পাশে থাকেন, মার্কা যা-ই হোক, নির্বাচন করব: রুমিন ভারতের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে বড় চমক, বাদ শুভমান গিল মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার আর নেই ওসমান হাদির মৃত্যুতে আজ ‘জুলাই যোদ্ধা’ শনাক্তে গোয়েন্দা তদন্ত শুরু কুয়াকাটার হোটেলে ঝুলন্ত মরদেহ, স্বামী পরিচয়ে থাকা যুবকের খোঁজ নেই যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা বৃদ্ধি: যোগ হচ্ছে ফিলিস্তিনসহ আরও ছয় দেশ ‘২৫ তারিখ ইনশা আল্লাহ দেশে ফিরছি’: তারেক রহমান হাদিকে গুলি: প্রধান আসামি ফয়সালের বাবা–মা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার সেই মুসলিমকে ‘জাতীয় হিরো’ আখ্যা দিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / 125

ছবি সংগৃহীত

 

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য যে করেই হোক উদঘাটন করতেই হবে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে গঠিত কমিশনের সদস্যরা। সাক্ষাৎকালে ড. ইউনূস বলেন, “নৃশংসভাবে নিজেদের অফিসারদের তারা হত্যা করেছে। হত্যাকাণ্ডটি অত্যন্ত পরিকল্পিত ও সুনিপুণভাবে ঘটানো হয়েছে। এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে রহস্য উদ্ঘাটন করতেই হবে। জাতি এখন কমিশনের দিকে তাকিয়ে আছে।”

বিজ্ঞাপন

তিনি আশ্বাস দেন, তদন্তে কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

এ সময় তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আলম ফজলুর রহমান জানান, “তদন্ত কাজ পুরোদমে এগিয়ে চলেছে। আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করছি। যেহেতু ঘটনাটি ১৬ বছর আগের, অনেক তথ্য সংগ্রহে কিছুটা সময় লাগছে। অভিযুক্ত অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে।”

তিনি জানান, “বিদেশে থাকা ২৩ জনের মধ্যে আটজন সাক্ষাৎকার দেওয়ার জন্য ইতোমধ্যে যোগাযোগ করেছেন। আমরা কারাগারে থাকা কয়েকজনের সঙ্গেও কথা বলেছি। হত্যাকাণ্ডের প্যাটার্ন বিশ্লেষণ করছি। ডিজিকে হত্যার পর অন্যদের হত্যা করা হয়েছে যা একেবারেই পরিকল্পিত। এটা পরিকল্পনা ছাড়া হতে পারে না। যেন পলাশীর ষড়যন্ত্রের পুনরাবৃত্তি।”

কমিশনের আরেক সদস্য মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, “এমন ভয়াবহ হত্যাকাণ্ডের পরও কোনো কর্মকর্তা বা কর্মচারীকে দায়ী করা হয়নি, সরানো হয়নি। এটি গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতৃত্ব সব ক্ষেত্রেই ব্যর্থতা।”

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান, মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ড. এম আকবর আলী, মো. শরীফুল ইসলাম, শাহনেওয়াজ খান চন্দন ও এ টি কে এম ইকবাল।

তদন্ত কমিশনের প্রত্যাশা, আগামী জুনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৮:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

 

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য যে করেই হোক উদঘাটন করতেই হবে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে গঠিত কমিশনের সদস্যরা। সাক্ষাৎকালে ড. ইউনূস বলেন, “নৃশংসভাবে নিজেদের অফিসারদের তারা হত্যা করেছে। হত্যাকাণ্ডটি অত্যন্ত পরিকল্পিত ও সুনিপুণভাবে ঘটানো হয়েছে। এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে রহস্য উদ্ঘাটন করতেই হবে। জাতি এখন কমিশনের দিকে তাকিয়ে আছে।”

বিজ্ঞাপন

তিনি আশ্বাস দেন, তদন্তে কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

এ সময় তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আলম ফজলুর রহমান জানান, “তদন্ত কাজ পুরোদমে এগিয়ে চলেছে। আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করছি। যেহেতু ঘটনাটি ১৬ বছর আগের, অনেক তথ্য সংগ্রহে কিছুটা সময় লাগছে। অভিযুক্ত অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে।”

তিনি জানান, “বিদেশে থাকা ২৩ জনের মধ্যে আটজন সাক্ষাৎকার দেওয়ার জন্য ইতোমধ্যে যোগাযোগ করেছেন। আমরা কারাগারে থাকা কয়েকজনের সঙ্গেও কথা বলেছি। হত্যাকাণ্ডের প্যাটার্ন বিশ্লেষণ করছি। ডিজিকে হত্যার পর অন্যদের হত্যা করা হয়েছে যা একেবারেই পরিকল্পিত। এটা পরিকল্পনা ছাড়া হতে পারে না। যেন পলাশীর ষড়যন্ত্রের পুনরাবৃত্তি।”

কমিশনের আরেক সদস্য মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, “এমন ভয়াবহ হত্যাকাণ্ডের পরও কোনো কর্মকর্তা বা কর্মচারীকে দায়ী করা হয়নি, সরানো হয়নি। এটি গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতৃত্ব সব ক্ষেত্রেই ব্যর্থতা।”

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান, মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ড. এম আকবর আলী, মো. শরীফুল ইসলাম, শাহনেওয়াজ খান চন্দন ও এ টি কে এম ইকবাল।

তদন্ত কমিশনের প্রত্যাশা, আগামী জুনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে।