০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প

তিন দিনের সফরে আজ ঢাকা আসছেন ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / 111

ছবি সংগৃহীত

 

তিন দিনের সফরে আজ বুধবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। তাদের সফরসঙ্গী হিসেবে মায়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনেরও ঢাকায় যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এই সফরটিকে তার প্রশাসনের প্রথম উচ্চপর্যায়ের প্রতিনিধিদল হিসেবে দেখা হচ্ছে। সফরকালে বাংলাদেশে গণতান্ত্রিক উন্নয়ন, সংস্কার প্রক্রিয়া, রোহিঙ্গা সংকট, মায়ানমারের বর্তমান অবস্থা এবং যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিসহ ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

বিজ্ঞাপন

প্রথমে ঢাকায় পৌঁছাবেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। এরপর আসবেন পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। তাদের সঙ্গে থাকবেন সুসান স্টিভেনসন, যিনি বর্তমানে মায়ানমারে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্বে রয়েছেন।

সূত্র জানায়, সফরের শুরুতেই মার্কিন দূতাবাসে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তারা। পরে তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে বিএনপি, জামায়াতে ইসলামী ও অন্যান্য বিরোধী দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার তাদের সরকারি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। তারা বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং সরকারের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে। এসব বৈঠকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।

এই সফর যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের এই ধরনের সফর দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ক্ষেত্রে বড় বার্তা বহন করে বলেও মত কূটনৈতিক মহলের।

নিউজটি শেয়ার করুন

তিন দিনের সফরে আজ ঢাকা আসছেন ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তা

আপডেট সময় ০৯:৫৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

 

তিন দিনের সফরে আজ বুধবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। তাদের সফরসঙ্গী হিসেবে মায়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনেরও ঢাকায় যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এই সফরটিকে তার প্রশাসনের প্রথম উচ্চপর্যায়ের প্রতিনিধিদল হিসেবে দেখা হচ্ছে। সফরকালে বাংলাদেশে গণতান্ত্রিক উন্নয়ন, সংস্কার প্রক্রিয়া, রোহিঙ্গা সংকট, মায়ানমারের বর্তমান অবস্থা এবং যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিসহ ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

বিজ্ঞাপন

প্রথমে ঢাকায় পৌঁছাবেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। এরপর আসবেন পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। তাদের সঙ্গে থাকবেন সুসান স্টিভেনসন, যিনি বর্তমানে মায়ানমারে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্বে রয়েছেন।

সূত্র জানায়, সফরের শুরুতেই মার্কিন দূতাবাসে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তারা। পরে তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে বিএনপি, জামায়াতে ইসলামী ও অন্যান্য বিরোধী দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার তাদের সরকারি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। তারা বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং সরকারের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে। এসব বৈঠকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।

এই সফর যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের এই ধরনের সফর দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ক্ষেত্রে বড় বার্তা বহন করে বলেও মত কূটনৈতিক মহলের।