ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত সুনির্দিষ্ট নয়, খালেদা জিয়ার সঙ্গে কেবল সাধারণ আলোচনা হয়েছে: জামায়াতের আমির আইএমএফ-এর সঙ্গে চুক্তি হয়নি, চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থছাড়ে অনিশ্চয়তা ঢাকায় এসে আমি খুশি: পাকিস্তানের পররাষ্ট্র সচিব হ্যাটট্রিক জয়ের পরেও আশাভঙ্গ বাংলাদেশের, বাড়ল বিশ্বকাপ টিকিটের অপেক্ষা চাল আমদানির মেয়াদ শেষ, দাম বৃদ্ধি নিয়ে বিপাকে পাইকাররা চুরি ও হারানো ২৫১টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিলো ডিএমপি তেজগাঁও বিভাগ ঢাকার চারপাশে আধুনিক ব্লু নেটওয়ার্ক গড়ে তোলার ঘোষণা দিলেন পানিসম্পদ উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি সচিবের সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা গ্রামীণ ব্যাংকে সরকারের কর্তৃত্ব কমলো

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণে ইসির তিন পদ্ধতির চিন্তাভাবনা

  • খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ৫০৬ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

 

প্রবাসী বাংলাদেশিদের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে তিনটি পদ্ধতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। পোস্টাল, প্রক্সি ও অনলাইন এই তিন বিকল্প পদ্ধতির সীমাবদ্ধতা ও সম্ভাব্যতা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় কমিশন। 

বুধবার সকালে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ তথ্য জানান। তিনি বলেন, “প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করতে দীর্ঘ গবেষণার পর তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা চলছে। তবে এগুলোর কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেগুলো নিরসনে বিশেষজ্ঞদের একটি টিম কাজ করছে। আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবে।”

তিনি আরও জানান, “বিস্তৃত পরিসরে প্রবাসীদের অন্তর্ভুক্ত করতে হলে প্রক্সি ভোট পদ্ধতি সবচেয়ে বাস্তবসম্মত বলে মনে করা হচ্ছে। তবে প্রয়োজনে পোস্টাল বা অনলাইন পদ্ধতিও বিবেচনায় আসবে। যেটিই বেছে নেওয়া হোক না কেন, নির্বাচন পূর্বে তিন ধাপে পরীক্ষামূলক প্রয়োগ করা হবে।”

প্রকাশিত তথ্যে জানা যায়, ইতোমধ্যেই নির্বাচন কমিশন বিশেষজ্ঞদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করেছে। সেখানে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে প্রযুক্তিগত, সামাজিক ও আইনগত দিক বিবেচনায় বিস্তারিত আলোচনা হয়।

ইসি কমিশনার জানান, “যে পদ্ধতিই গ্রহণ করা হোক, ভোটারকে অবশ্যই আগে নিবন্ধন করতে হবে। যাতে স্বচ্ছতা নিশ্চিত হয়। যেসব ভোটার নিজেরা উপস্থিত থেকে ভোট দিতে পারেন না, সেখানে কারচুপির আশঙ্কা থেকেই যায়। তাই প্রতিটি পদ্ধতির দুর্বলতা ও ঝুঁকি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।”

এদিকে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, “প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। বিস্তৃতভাবে না হলেও, পাইলট প্রজেক্ট হিসেবে অন্তত উদ্যোগটি শুরু করতে চায় ইসি।”

তিনি আরও বলেন, “কমিশনের লক্ষ্য হলো বাস্তবতা, সামাজিক অবস্থা ও ভোটারদের শিক্ষাগত যোগ্যতা বিবেচনায় একটি টেকসই এবং কার্যকর পদ্ধতি নির্ধারণ করা। নির্বাচন কমিশনের দায়িত্ব শুধু দেশে নয়, বিদেশে অবস্থানরত ভোটারদের দিকেও সমানভাবে মনোযোগ দেওয়া।”

চূড়ান্ত সিদ্ধান্তের আগে অংশীজনদের সঙ্গে আরও কয়েক দফা আলোচনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে সবকিছু ঠিকঠাক থাকলে, এবারের জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা বড় পরিসরে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে পারেন।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণে ইসির তিন পদ্ধতির চিন্তাভাবনা

আপডেট সময় ০২:২৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

 

প্রবাসী বাংলাদেশিদের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে তিনটি পদ্ধতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। পোস্টাল, প্রক্সি ও অনলাইন এই তিন বিকল্প পদ্ধতির সীমাবদ্ধতা ও সম্ভাব্যতা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় কমিশন। 

বুধবার সকালে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ তথ্য জানান। তিনি বলেন, “প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করতে দীর্ঘ গবেষণার পর তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা চলছে। তবে এগুলোর কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেগুলো নিরসনে বিশেষজ্ঞদের একটি টিম কাজ করছে। আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবে।”

তিনি আরও জানান, “বিস্তৃত পরিসরে প্রবাসীদের অন্তর্ভুক্ত করতে হলে প্রক্সি ভোট পদ্ধতি সবচেয়ে বাস্তবসম্মত বলে মনে করা হচ্ছে। তবে প্রয়োজনে পোস্টাল বা অনলাইন পদ্ধতিও বিবেচনায় আসবে। যেটিই বেছে নেওয়া হোক না কেন, নির্বাচন পূর্বে তিন ধাপে পরীক্ষামূলক প্রয়োগ করা হবে।”

প্রকাশিত তথ্যে জানা যায়, ইতোমধ্যেই নির্বাচন কমিশন বিশেষজ্ঞদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করেছে। সেখানে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে প্রযুক্তিগত, সামাজিক ও আইনগত দিক বিবেচনায় বিস্তারিত আলোচনা হয়।

ইসি কমিশনার জানান, “যে পদ্ধতিই গ্রহণ করা হোক, ভোটারকে অবশ্যই আগে নিবন্ধন করতে হবে। যাতে স্বচ্ছতা নিশ্চিত হয়। যেসব ভোটার নিজেরা উপস্থিত থেকে ভোট দিতে পারেন না, সেখানে কারচুপির আশঙ্কা থেকেই যায়। তাই প্রতিটি পদ্ধতির দুর্বলতা ও ঝুঁকি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।”

এদিকে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, “প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। বিস্তৃতভাবে না হলেও, পাইলট প্রজেক্ট হিসেবে অন্তত উদ্যোগটি শুরু করতে চায় ইসি।”

তিনি আরও বলেন, “কমিশনের লক্ষ্য হলো বাস্তবতা, সামাজিক অবস্থা ও ভোটারদের শিক্ষাগত যোগ্যতা বিবেচনায় একটি টেকসই এবং কার্যকর পদ্ধতি নির্ধারণ করা। নির্বাচন কমিশনের দায়িত্ব শুধু দেশে নয়, বিদেশে অবস্থানরত ভোটারদের দিকেও সমানভাবে মনোযোগ দেওয়া।”

চূড়ান্ত সিদ্ধান্তের আগে অংশীজনদের সঙ্গে আরও কয়েক দফা আলোচনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে সবকিছু ঠিকঠাক থাকলে, এবারের জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা বড় পরিসরে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে পারেন।