০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প

বকেয়া বেতন ও ঈদ বোনাস দাবিতে শ্রমিকদের বিক্ষোভে হামলা, আহত ১০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • / 68

ছবি সংগৃহীত

 

 

গাজীপুরের কালিয়াকৈরের ভান্নারা বটতলা এলাকায় বকেয়া বেতন, ঈদ বোনাসসহ ৯ দফা দাবিতে চলমান শ্রমিক বিক্ষোভে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, ভান্নারা বটতলা এলাকায় অবস্থিত দাইয়ু বাংলাদেশ লিমিটেড নামের একটি সোয়েটার কারখানার শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদ বোনাস, টিফিন বিল, বার্ষিক ছুটি ও মাতৃত্বকালীন ছুটির আইনগত সুবিধাসহ মোট ৯টি দাবিতে দুই দিন ধরে আন্দোলন করছিলেন।

রোববার সকালে আন্দোলন চলাকালে স্থানীয় যুবদল নেতা মো. মনিরুজ্জামান দুই শতাধিক লোকজন নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন শ্রমিকরা। ঘটনার পর উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার সৃষ্টি হয়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত শ্রমিকরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পর উত্তেজিত শ্রমিকরা মনিরুজ্জামানের একটি মুদিদোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। দোকান থেকে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেন মনিরুজ্জামান।

তিনি বলেন, “কারখানা কর্তৃপক্ষের ডাকে আমরা স্থানীয়ভাবে সেখানে গিয়েছিলাম পরিস্থিতি শান্ত করতে। হামলার অভিযোগ মিথ্যা। কিছু প্রভাবশালী ব্যক্তি আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

এদিকে শ্রমিকদের অভিযোগ, “আমরা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের জন্য অবস্থান করছিলাম। অথচ আমাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে।”

মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের দাবি খতিয়ে দেখা হচ্ছে এবং মালিকপক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে।

এই ঘটনার জেরে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বকেয়া বেতন ও ঈদ বোনাস দাবিতে শ্রমিকদের বিক্ষোভে হামলা, আহত ১০

আপডেট সময় ০১:৪৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

 

 

গাজীপুরের কালিয়াকৈরের ভান্নারা বটতলা এলাকায় বকেয়া বেতন, ঈদ বোনাসসহ ৯ দফা দাবিতে চলমান শ্রমিক বিক্ষোভে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, ভান্নারা বটতলা এলাকায় অবস্থিত দাইয়ু বাংলাদেশ লিমিটেড নামের একটি সোয়েটার কারখানার শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদ বোনাস, টিফিন বিল, বার্ষিক ছুটি ও মাতৃত্বকালীন ছুটির আইনগত সুবিধাসহ মোট ৯টি দাবিতে দুই দিন ধরে আন্দোলন করছিলেন।

রোববার সকালে আন্দোলন চলাকালে স্থানীয় যুবদল নেতা মো. মনিরুজ্জামান দুই শতাধিক লোকজন নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন শ্রমিকরা। ঘটনার পর উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার সৃষ্টি হয়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত শ্রমিকরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পর উত্তেজিত শ্রমিকরা মনিরুজ্জামানের একটি মুদিদোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। দোকান থেকে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেন মনিরুজ্জামান।

তিনি বলেন, “কারখানা কর্তৃপক্ষের ডাকে আমরা স্থানীয়ভাবে সেখানে গিয়েছিলাম পরিস্থিতি শান্ত করতে। হামলার অভিযোগ মিথ্যা। কিছু প্রভাবশালী ব্যক্তি আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

এদিকে শ্রমিকদের অভিযোগ, “আমরা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের জন্য অবস্থান করছিলাম। অথচ আমাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে।”

মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের দাবি খতিয়ে দেখা হচ্ছে এবং মালিকপক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে।

এই ঘটনার জেরে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।