ঢাকা ০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কিংস্টনে ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, ৩-০ সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া পাকিস্তানে ভয়াবহ বৃষ্টি ও বন্যায় নিহত বেড়ে ১১১, নিখোঁজ বহু পর্যটক শতকোটি টাকার কর ফাঁকিতে ইউনাইটেড গ্রুপ, জড়িত শীর্ষ পরিচালকেরা লর্ডসে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ভারতকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড বিচার বিভাগে স্বাধীনতার জন্য প্রশাসনিক স্বায়ত্তশাসন ও সংস্কার জরুরি: প্রধান বিচারপতি বান্দরবানে শ্বশুরবাড়ির লোকজনের ছুরিকাঘাতে যুবক খুন, আটক ৫ টেক্সটাইল খাতের করুণ বাস্তবতা: বন্ধ হচ্ছে কারখানা, বিনিয়োগে ধস গাজায় ত্রাণপ্রার্থীদের ওপর ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৭৮ মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডের অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার ৫০ দিনের মধ্যে যদি যুদ্ধবিরতির চুক্তি না হলে রাশিয়ার ওপর শতভাগ শুল্ক: ট্রাম্পের হুঁশিয়ারি

বকেয়া বেতন ও ঈদ বোনাস দাবিতে শ্রমিকদের বিক্ষোভে হামলা, আহত ১০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • / 29

ছবি সংগৃহীত

 

 

গাজীপুরের কালিয়াকৈরের ভান্নারা বটতলা এলাকায় বকেয়া বেতন, ঈদ বোনাসসহ ৯ দফা দাবিতে চলমান শ্রমিক বিক্ষোভে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, ভান্নারা বটতলা এলাকায় অবস্থিত দাইয়ু বাংলাদেশ লিমিটেড নামের একটি সোয়েটার কারখানার শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদ বোনাস, টিফিন বিল, বার্ষিক ছুটি ও মাতৃত্বকালীন ছুটির আইনগত সুবিধাসহ মোট ৯টি দাবিতে দুই দিন ধরে আন্দোলন করছিলেন।

রোববার সকালে আন্দোলন চলাকালে স্থানীয় যুবদল নেতা মো. মনিরুজ্জামান দুই শতাধিক লোকজন নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন শ্রমিকরা। ঘটনার পর উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার সৃষ্টি হয়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত শ্রমিকরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পর উত্তেজিত শ্রমিকরা মনিরুজ্জামানের একটি মুদিদোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। দোকান থেকে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেন মনিরুজ্জামান।

তিনি বলেন, “কারখানা কর্তৃপক্ষের ডাকে আমরা স্থানীয়ভাবে সেখানে গিয়েছিলাম পরিস্থিতি শান্ত করতে। হামলার অভিযোগ মিথ্যা। কিছু প্রভাবশালী ব্যক্তি আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

এদিকে শ্রমিকদের অভিযোগ, “আমরা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের জন্য অবস্থান করছিলাম। অথচ আমাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে।”

মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের দাবি খতিয়ে দেখা হচ্ছে এবং মালিকপক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে।

এই ঘটনার জেরে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বকেয়া বেতন ও ঈদ বোনাস দাবিতে শ্রমিকদের বিক্ষোভে হামলা, আহত ১০

আপডেট সময় ০১:৪৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

 

 

গাজীপুরের কালিয়াকৈরের ভান্নারা বটতলা এলাকায় বকেয়া বেতন, ঈদ বোনাসসহ ৯ দফা দাবিতে চলমান শ্রমিক বিক্ষোভে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, ভান্নারা বটতলা এলাকায় অবস্থিত দাইয়ু বাংলাদেশ লিমিটেড নামের একটি সোয়েটার কারখানার শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদ বোনাস, টিফিন বিল, বার্ষিক ছুটি ও মাতৃত্বকালীন ছুটির আইনগত সুবিধাসহ মোট ৯টি দাবিতে দুই দিন ধরে আন্দোলন করছিলেন।

রোববার সকালে আন্দোলন চলাকালে স্থানীয় যুবদল নেতা মো. মনিরুজ্জামান দুই শতাধিক লোকজন নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন শ্রমিকরা। ঘটনার পর উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার সৃষ্টি হয়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত শ্রমিকরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পর উত্তেজিত শ্রমিকরা মনিরুজ্জামানের একটি মুদিদোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। দোকান থেকে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেন মনিরুজ্জামান।

তিনি বলেন, “কারখানা কর্তৃপক্ষের ডাকে আমরা স্থানীয়ভাবে সেখানে গিয়েছিলাম পরিস্থিতি শান্ত করতে। হামলার অভিযোগ মিথ্যা। কিছু প্রভাবশালী ব্যক্তি আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

এদিকে শ্রমিকদের অভিযোগ, “আমরা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের জন্য অবস্থান করছিলাম। অথচ আমাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে।”

মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের দাবি খতিয়ে দেখা হচ্ছে এবং মালিকপক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে।

এই ঘটনার জেরে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।