বঙ্গোপসাগরে ভারতীয় দুই ট্রলারসহ ৩৪ জেলে আটক

- আপডেট সময় ০৮:৩১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / 0
বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় দুইটি মাছ ধরার ট্রলারসহ ৩৪ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (১৪ জুলাই) ভোরে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ার কাছাকাছি এই অভিযান চালানো হয়।
নৌবাহিনীর একটি টহল জাহাজ বঙ্গোপসাগরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গেলে ট্রলার দুটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে দেখা যায়, ট্রলার দুটি ভারতের পতাকা বহন করছে এবং এতে বিপুল পরিমাণ মাছসহ ৩৪ জন ভারতীয় জেলে রয়েছে। সমুদ্রসীমা লঙ্ঘনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর নৌবাহিনী ট্রলার দুটিকে জব্দ করে।
ট্রলার দুটি বর্তমানে মোংলার দিগরাজ নৌঘাঁটির দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে নৌবাহিনী সূত্র।
মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, আটক ট্রলার দুটিতে থাকা মাছ জব্দ করা হয়েছে এবং সেগুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। আটক জেলেদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, “আমরা ভারতীয় ট্রলার ও জেলে আটকের বিষয়ে অবগত হয়েছি। নৌবাহিনী কর্তৃক থানায় হস্তান্তরের পর নিয়মিত আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, বঙ্গোপসাগরে প্রায়শই ভারতীয় ট্রলার অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকার করে বলে অভিযোগ রয়েছে। এর ফলে বাংলাদেশের মৎস্য সম্পদ হুমকির মুখে পড়ে এবং নিরাপত্তাজনিত জটিলতা তৈরি হয়। তাই এমন অভিযানকে মৎস্য ও নিরাপত্তা খাতের সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রসীমা সুরক্ষায় এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।