০১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

অপরাধীর পরিচয় শুধু অপরাধী, দল-মত বিবেচ্য নয়: র‍্যাব মহাপরিচালক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪১:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 57

ছবি: সংগৃহীত

 

অপরাধী কোন দলের কিংবা কোন প্রভাবশালী মহলের তা নয়, আমাদের কাছে অপরাধীর পরিচয় শুধুই অপরাধী এমন মন্তব্য করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এম খ ম শহিদুর রহমান।

শনিবার (১২ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মিটফোর্ড হত্যা মামলা, গুমচেষ্টা এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন র‍্যাব মহাপরিচালক।

বিজ্ঞাপন

মিটফোর্ড এলাকায় সংঘটিত হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি জানান, সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার ছায়া তদন্ত চলছে। এখনই বিস্তারিত কিছু জানানো না গেলেও বাকি জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য গোয়েন্দা সংস্থাও র‍্যাবের সঙ্গে একযোগে কাজ করছে বলে জানান তিনি।

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় চাঁদাবাজি অথবা ব্যবসায়িক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।”

র‍্যাব প্রধান দৃঢ়ভাবে বলেন, “আমাদের কাছে অপরাধীর পরিচয় শুধু অপরাধী। সে যে দলেরই হোক, যত বড় প্রভাবশালীই হোক, তার বিরুদ্ধে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না।”

৫ আগস্টের ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি উল্লেখ করে তিনি বলেন, “নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযানের মাধ্যমে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সহিংসতামুক্ত পরিবেশ বজায় রাখাই আমাদের অগ্রাধিকার।”

গণপিটুনি সংক্রান্ত প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি বলেন, “আইন হাতে তুলে নেয়ার কোনো সুযোগ নেই। মব সন্ত্রাসের মতো হিংস্রতা সমাজে অস্থিরতা সৃষ্টি করে এবং এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এছাড়া, সম্প্রতি ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার মিথ্যা তথ্য দিয়ে ফোন করার ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

র‍্যাব মহাপরিচালক আরও জানান, চট্টগ্রামে স্ত্রীকে হত্যার পর মরদেহ গুমের চেষ্টার মামলার প্রধান আসামিকেও গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকা আসামিকে প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে শনাক্ত করে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

সংবাদ সম্মেলনে র‍্যাব ডিজি দৃঢ়ভাবে জানান, কোনো অপরাধীই র‍্যাবের নজর এড়াতে পারবে না। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় র‍্যাব সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

অপরাধীর পরিচয় শুধু অপরাধী, দল-মত বিবেচ্য নয়: র‍্যাব মহাপরিচালক

আপডেট সময় ০১:৪১:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

 

অপরাধী কোন দলের কিংবা কোন প্রভাবশালী মহলের তা নয়, আমাদের কাছে অপরাধীর পরিচয় শুধুই অপরাধী এমন মন্তব্য করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এম খ ম শহিদুর রহমান।

শনিবার (১২ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মিটফোর্ড হত্যা মামলা, গুমচেষ্টা এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন র‍্যাব মহাপরিচালক।

বিজ্ঞাপন

মিটফোর্ড এলাকায় সংঘটিত হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি জানান, সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার ছায়া তদন্ত চলছে। এখনই বিস্তারিত কিছু জানানো না গেলেও বাকি জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য গোয়েন্দা সংস্থাও র‍্যাবের সঙ্গে একযোগে কাজ করছে বলে জানান তিনি।

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় চাঁদাবাজি অথবা ব্যবসায়িক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।”

র‍্যাব প্রধান দৃঢ়ভাবে বলেন, “আমাদের কাছে অপরাধীর পরিচয় শুধু অপরাধী। সে যে দলেরই হোক, যত বড় প্রভাবশালীই হোক, তার বিরুদ্ধে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না।”

৫ আগস্টের ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি উল্লেখ করে তিনি বলেন, “নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযানের মাধ্যমে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সহিংসতামুক্ত পরিবেশ বজায় রাখাই আমাদের অগ্রাধিকার।”

গণপিটুনি সংক্রান্ত প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি বলেন, “আইন হাতে তুলে নেয়ার কোনো সুযোগ নেই। মব সন্ত্রাসের মতো হিংস্রতা সমাজে অস্থিরতা সৃষ্টি করে এবং এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এছাড়া, সম্প্রতি ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার মিথ্যা তথ্য দিয়ে ফোন করার ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

র‍্যাব মহাপরিচালক আরও জানান, চট্টগ্রামে স্ত্রীকে হত্যার পর মরদেহ গুমের চেষ্টার মামলার প্রধান আসামিকেও গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকা আসামিকে প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে শনাক্ত করে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

সংবাদ সম্মেলনে র‍্যাব ডিজি দৃঢ়ভাবে জানান, কোনো অপরাধীই র‍্যাবের নজর এড়াতে পারবে না। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় র‍্যাব সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।