ঢাকা ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত হবে এ বছরই: উপদেষ্টা রিজওয়ানা হাসান টঙ্গীতে ছিনতাই ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান, আটক ৬০ যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না ইরান, আক্রমণের জবাবে প্রস্তুত: ইরানি প্রতিরক্ষামন্ত্রী ঢাবিতে নারী শিক্ষার্থী দিবস ও সন্ত্রাস প্রতিরোধ দিবস ঘোষণা নারী প্রতিনিধিত্ব ও দ্বিকক্ষ নিয়ে সংসদে রাজনৈতিক ঐকমত্যে হয়নি: আলী রীয়াজ রাশিয়া থেকে তেল কিনলে তাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে: ট্রাম্প কিংস্টনে ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, ৩-০ সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া পাকিস্তানে ভয়াবহ বৃষ্টি ও বন্যায় নিহত বেড়ে ১১১, নিখোঁজ বহু পর্যটক শতকোটি টাকার কর ফাঁকিতে ইউনাইটেড গ্রুপ, জড়িত শীর্ষ পরিচালকেরা লর্ডসে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ভারতকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড

ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 25

ছবি সংগৃহীত

 

 

ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে প্রায় ১ কোটি ১ লাখ ২৮ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২ জুলাই) ভোরে ফেনীস্থ ৪ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারত থেকে আনা বিপুল পরিমাণ মোবাইল ডিসপ্লে ভর্তি কাটুন এবং কয়েকটি গরু ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা এসব মালামাল ও গরুগুলো উদ্ধার করে জব্দ করেন।

ফেনীস্থ ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট মোশাররফ হোসেন জানান, জব্দকৃত এসব মালামাল ছাগলনাইয়া ও পরশুরাম সীমান্ত এলাকার বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে। পণ্যের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ২৮ হাজার টাকা। বর্তমানে এসব পণ্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতীয় মোবাইলের ডিসপ্লে ও গরু চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা ব্যবহার করে দেশের অভ্যন্তরে এসব পণ্য পাচার করে আসছিল। তবে বিজিবির নিয়মিত নজরদারি ও তৎপরতায় সম্প্রতি এসব অবৈধ কর্মকাণ্ড অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে।

বিজিবি কর্মকর্তারা মনে করেন, সীমান্তবর্তী মানুষের সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা থাকলে চোরাচালান পুরোপুরি বন্ধ করা সম্ভব। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে স্থানীয়দের নিয়মিতভাবে সচেতন করার উদ্যোগও নেওয়া হয়েছে।

সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির এই অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছে স্থানীয়রা। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে এই ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

আপডেট সময় ০৩:৫৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

 

 

ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে প্রায় ১ কোটি ১ লাখ ২৮ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২ জুলাই) ভোরে ফেনীস্থ ৪ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারত থেকে আনা বিপুল পরিমাণ মোবাইল ডিসপ্লে ভর্তি কাটুন এবং কয়েকটি গরু ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা এসব মালামাল ও গরুগুলো উদ্ধার করে জব্দ করেন।

ফেনীস্থ ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট মোশাররফ হোসেন জানান, জব্দকৃত এসব মালামাল ছাগলনাইয়া ও পরশুরাম সীমান্ত এলাকার বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে। পণ্যের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ২৮ হাজার টাকা। বর্তমানে এসব পণ্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতীয় মোবাইলের ডিসপ্লে ও গরু চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা ব্যবহার করে দেশের অভ্যন্তরে এসব পণ্য পাচার করে আসছিল। তবে বিজিবির নিয়মিত নজরদারি ও তৎপরতায় সম্প্রতি এসব অবৈধ কর্মকাণ্ড অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে।

বিজিবি কর্মকর্তারা মনে করেন, সীমান্তবর্তী মানুষের সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা থাকলে চোরাচালান পুরোপুরি বন্ধ করা সম্ভব। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে স্থানীয়দের নিয়মিতভাবে সচেতন করার উদ্যোগও নেওয়া হয়েছে।

সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির এই অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছে স্থানীয়রা। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে এই ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।