ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ-সৌদি সম্পর্ক জোরদারে আগ্রহী রিয়াদ সুদানে আরএসএফ বাহিনীর ভয়াবহ হামলা, নিহত ৩০০ বেসামরিক মানুষ শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বগতি, লেনদেনে সক্রিয়তা বাড়ছে ইউক্রেনে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা জেলেনস্কির ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধান উপদেষ্টার তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত হবে এ বছরই: উপদেষ্টা রিজওয়ানা হাসান টঙ্গীতে ছিনতাই ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান, আটক ৬০ যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না ইরান, আক্রমণের জবাবে প্রস্তুত: ইরানি প্রতিরক্ষামন্ত্রী ঢাবিতে নারী শিক্ষার্থী দিবস ও সন্ত্রাস প্রতিরোধ দিবস ঘোষণা নারী প্রতিনিধিত্ব ও দ্বিকক্ষ নিয়ে সংসদে রাজনৈতিক ঐকমত্যে হয়নি: আলী রীয়াজ

রাজধানীতে কোনো ধরনের মব সৃষ্টিকারীদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 18

ছবি সংগৃহীত

 

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, রাজধানীতে কোনো ধরনের ‘মব’ বা উচ্ছৃঙ্খল জনতা তৈরি করে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতাকে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

আজ মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরের ষষ্ঠতলায় আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে ঘিরে সংঘটিত ঘটনায় পুলিশের ভূমিকায় কোনো অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার।

তিনি জানান, এই ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে এবং মামলার প্রক্রিয়াও চলছে। প্রয়োজনে মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি বা ডাকাতির মতো ফৌজদারি ধারায় মামলাও দেওয়া হতে পারে।

গত রোববার রাজধানীর উত্তরা এলাকায় সাবেক সিইসি কে এম নূরুল হুদার বাসায় ঢুকে একদল লোক তাকে টেনে হিঁচড়ে বের করে আনে। জুতার মালা পরিয়ে হেনস্তা করে তাঁকে পুলিশের হাতে তুলে দেয়। ওই সময় তারা তাকে জুতা দিয়ে আঘাত করে এবং ডিম ছুড়ে মারে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে পুলিশের উপস্থিতিও দেখা যায়।

ঘটনার পরদিন রাতেই অন্তর্বর্তীকালীন সরকার এক বিবৃতিতে জানায়, অভিযুক্ত ব্যক্তির ওপর এই ধরনের হামলা সম্পূর্ণ বেআইনি, আইনশৃঙ্খলার পরিপন্থী এবং একটি ফৌজদারি অপরাধ। বিবৃতিতে আরও বলা হয়, যারা মব তৈরি করে এই পরিস্থিতি সৃষ্টি করেছে, তাদের সবার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।

ডিএমপি কমিশনার বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। জনগণ আইন নিজের হাতে তুলে নিলে সে সমাজে শৃঙ্খলা থাকবে না। পুলিশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।”

তিনি সবাইকে আহ্বান জানান, কেউ যদি কোনো অপরাধ বা দুর্নীতি সম্পর্কে তথ্য রাখেন, তাহলে তা প্রশাসনকে জানান নিজ হাতে বিচার করতে গেলে সেটি আরো বড় অপরাধে রূপ নিতে পারে।

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে কোনো ধরনের মব সৃষ্টিকারীদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

আপডেট সময় ০১:১৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

 

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, রাজধানীতে কোনো ধরনের ‘মব’ বা উচ্ছৃঙ্খল জনতা তৈরি করে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতাকে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

আজ মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরের ষষ্ঠতলায় আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে ঘিরে সংঘটিত ঘটনায় পুলিশের ভূমিকায় কোনো অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার।

তিনি জানান, এই ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে এবং মামলার প্রক্রিয়াও চলছে। প্রয়োজনে মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি বা ডাকাতির মতো ফৌজদারি ধারায় মামলাও দেওয়া হতে পারে।

গত রোববার রাজধানীর উত্তরা এলাকায় সাবেক সিইসি কে এম নূরুল হুদার বাসায় ঢুকে একদল লোক তাকে টেনে হিঁচড়ে বের করে আনে। জুতার মালা পরিয়ে হেনস্তা করে তাঁকে পুলিশের হাতে তুলে দেয়। ওই সময় তারা তাকে জুতা দিয়ে আঘাত করে এবং ডিম ছুড়ে মারে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে পুলিশের উপস্থিতিও দেখা যায়।

ঘটনার পরদিন রাতেই অন্তর্বর্তীকালীন সরকার এক বিবৃতিতে জানায়, অভিযুক্ত ব্যক্তির ওপর এই ধরনের হামলা সম্পূর্ণ বেআইনি, আইনশৃঙ্খলার পরিপন্থী এবং একটি ফৌজদারি অপরাধ। বিবৃতিতে আরও বলা হয়, যারা মব তৈরি করে এই পরিস্থিতি সৃষ্টি করেছে, তাদের সবার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।

ডিএমপি কমিশনার বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। জনগণ আইন নিজের হাতে তুলে নিলে সে সমাজে শৃঙ্খলা থাকবে না। পুলিশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।”

তিনি সবাইকে আহ্বান জানান, কেউ যদি কোনো অপরাধ বা দুর্নীতি সম্পর্কে তথ্য রাখেন, তাহলে তা প্রশাসনকে জানান নিজ হাতে বিচার করতে গেলে সেটি আরো বড় অপরাধে রূপ নিতে পারে।