ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

লংমার্চ টু সচিবালেরের অভিমুখে শিক্ষক নিবন্ধনকারীদের উপর পুলিশের সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 23

ছবি সংগৃহীত

 

প্রতিবেদক: আরাফাত হোসাইন কাউসার, ঢাকা।

নিষেধাজ্ঞা অমান্য করে সচিবালয় অভিমুখে মিছিল করায় ১৭তম শিক্ষক নিবন্ধনধারীরা পুলিশের বাধার মুখে পড়েন। আজ দুপুর সোয়া ১টার দিকে প্রেস ক্লাব সংলগ্ন সচিবালয়ের ৫ নম্বর ফটকের কাছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আজ ১৫ জুন রোববার প্রেসক্লাবে সামনে শান্তিপূর্ণ অবস্থানের আন্দোলনকারীরা লংমার্চ টু সচিবালয়ে ব্যানারের উপস্থাপন করেন।

এসময় পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে একাধিক সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং লাঠিচার্জ করে। এতে প্রেস ক্লাব এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর আওতায় দ্রুত নিয়োগের দাবিতে মিছিল করেন আন্দোলনকারীরা। তবে পূর্বঘোষিত নিষেধাজ্ঞা অনুযায়ী সচিবালয় এলাকায় সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ছিল বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, সচিবালয় একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা এলাকা। সেখানে মিছিল অনুমোদনযোগ্য নয়। নিষেধাজ্ঞা অমান্য করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুটা শক্তি প্রয়োগ করা হয়েছে।

এতে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে নিক্ষেপ পর মিছিলকারীরা আবার প্রেস ক্লাব সামনে আবারও অবস্থান কর্মসূচী পালন করতে দেখা যায়, এতে ১০ জন আন্দোলনকারী আহত হয়েছে বলে নিশ্চিত করেন আন্দোলনকারীরা।

নিউজটি শেয়ার করুন

লংমার্চ টু সচিবালেরের অভিমুখে শিক্ষক নিবন্ধনকারীদের উপর পুলিশের সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ

আপডেট সময় ০৫:৪৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

 

প্রতিবেদক: আরাফাত হোসাইন কাউসার, ঢাকা।

নিষেধাজ্ঞা অমান্য করে সচিবালয় অভিমুখে মিছিল করায় ১৭তম শিক্ষক নিবন্ধনধারীরা পুলিশের বাধার মুখে পড়েন। আজ দুপুর সোয়া ১টার দিকে প্রেস ক্লাব সংলগ্ন সচিবালয়ের ৫ নম্বর ফটকের কাছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আজ ১৫ জুন রোববার প্রেসক্লাবে সামনে শান্তিপূর্ণ অবস্থানের আন্দোলনকারীরা লংমার্চ টু সচিবালয়ে ব্যানারের উপস্থাপন করেন।

এসময় পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে একাধিক সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং লাঠিচার্জ করে। এতে প্রেস ক্লাব এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর আওতায় দ্রুত নিয়োগের দাবিতে মিছিল করেন আন্দোলনকারীরা। তবে পূর্বঘোষিত নিষেধাজ্ঞা অনুযায়ী সচিবালয় এলাকায় সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ছিল বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, সচিবালয় একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা এলাকা। সেখানে মিছিল অনুমোদনযোগ্য নয়। নিষেধাজ্ঞা অমান্য করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুটা শক্তি প্রয়োগ করা হয়েছে।

এতে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে নিক্ষেপ পর মিছিলকারীরা আবার প্রেস ক্লাব সামনে আবারও অবস্থান কর্মসূচী পালন করতে দেখা যায়, এতে ১০ জন আন্দোলনকারী আহত হয়েছে বলে নিশ্চিত করেন আন্দোলনকারীরা।