ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ইসি কোম্পানীগঞ্জে জোয়ারের পানিতে ভেসে এলো যুবকের মরদেহ পাসপোর্ট সংশোধনে প্রবাসীদের দক্ষিণ কোরিয়া দূতাবাসের জরুরি নির্দেশনা বিদ্যুৎখাত সংক্রান্ত সব ধরনের চুক্তি পুনরায় পর্যালোচনা করা হবে: অর্থ উপদেষ্টা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষাঙ্গনকে দুর্বৃত্তায়নমুক্ত করতে হবে: ধর্ম উপদেষ্টা কমিশন ব্যর্থ হলে সেটি সকল পক্ষের ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে: আলী রীয়াজ টানা বৃষ্টিতে পচে যাচ্ছে সবজি, ক্ষতির মুখে পটুয়াখালীর কৃষকরা সিরিয়ায় নিরাপত্তা বাহিনী ও দ্রুজদের সংঘর্ষে নিহত ৩০, আহত শতাধিক আগস্ট থেকে আবারও চালু হচ্ছে খাদ্যবান্ধব কর্মসূচি: খাদ্য উপদেষ্টা আর্থিক খাত সংস্কারে অন্তর্বর্তী সরকারের প্রশংসায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

বড়লেখা সীমান্তে ১৩ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 23

ছবি সংগৃহীত

 

 

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ১৩ জন রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (১৩ জুন) সকাল ৭ টায় উপজেলার নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।

বাংলাদেশে অনুপ্রবেশকালে তাদের আটক করে বিজিবি ৫২ ব্যাটেলিয়ন। আটকদের মধ্যে ৬ শিশু, ৪ জন পুরুষ এবং ৩ জন নারী রয়েছেন। শুক্রবার (১৩ জুন) দুপুরে বিজিবি-৫২ ব্যাটালিয়ন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭ টায় অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে উপজেলার নিউ পাল্লাথল সীমান্তে অবস্থান নেয় রোহিঙ্গারা। তখন তাদের গতিবিধি সন্দেহ করে বিজিবি-৫২ ব্যাটালিয়নের একটি টহল দল অভিযান চালিয়ে মিয়ানমারের ১৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে। পরে তাদেরকে বিজিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়।

এদিকে বড়লেখা থানার ডিউটি আফিসার আতিকুর রহমান জানান, উপজেলার নিউ পাল্লাথল সীমান্তে ১৩ জন রোহিঙ্গাকে বিজিবির টহল দল আটকের খবর শুনেছি। কিন্তু আমাদের কাছে বিজিবি এখনও হস্তান্তর করেনি।

বিজিবি ৫২ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফ বিকেল ৩ টায় কালবেলাকে জানান, আটকদের বিজিবি হেফাজতে রাখা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে পুশইন করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত ১৩ জন মিয়ানমারের নাগরিক। রোহিঙ্গা ক্যাম্পের সাথে আমাদের যোগাযোগ প্রক্রিয়া চলছে। যাছাই-বাছাই শনাক্ত হওয়ার পর তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে এবং বিস্তারিত তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে বিজিবি।

নিউজটি শেয়ার করুন

বড়লেখা সীমান্তে ১৩ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি

আপডেট সময় ০২:৫৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

 

 

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ১৩ জন রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (১৩ জুন) সকাল ৭ টায় উপজেলার নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।

বাংলাদেশে অনুপ্রবেশকালে তাদের আটক করে বিজিবি ৫২ ব্যাটেলিয়ন। আটকদের মধ্যে ৬ শিশু, ৪ জন পুরুষ এবং ৩ জন নারী রয়েছেন। শুক্রবার (১৩ জুন) দুপুরে বিজিবি-৫২ ব্যাটালিয়ন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭ টায় অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে উপজেলার নিউ পাল্লাথল সীমান্তে অবস্থান নেয় রোহিঙ্গারা। তখন তাদের গতিবিধি সন্দেহ করে বিজিবি-৫২ ব্যাটালিয়নের একটি টহল দল অভিযান চালিয়ে মিয়ানমারের ১৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে। পরে তাদেরকে বিজিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়।

এদিকে বড়লেখা থানার ডিউটি আফিসার আতিকুর রহমান জানান, উপজেলার নিউ পাল্লাথল সীমান্তে ১৩ জন রোহিঙ্গাকে বিজিবির টহল দল আটকের খবর শুনেছি। কিন্তু আমাদের কাছে বিজিবি এখনও হস্তান্তর করেনি।

বিজিবি ৫২ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফ বিকেল ৩ টায় কালবেলাকে জানান, আটকদের বিজিবি হেফাজতে রাখা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে পুশইন করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত ১৩ জন মিয়ানমারের নাগরিক। রোহিঙ্গা ক্যাম্পের সাথে আমাদের যোগাযোগ প্রক্রিয়া চলছে। যাছাই-বাছাই শনাক্ত হওয়ার পর তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে এবং বিস্তারিত তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে বিজিবি।