ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুদানে আরএসএফ বাহিনীর ভয়াবহ হামলা, নিহত ৩০০ বেসামরিক মানুষ শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বগতি, লেনদেনে সক্রিয়তা বাড়ছে ইউক্রেনে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা জেলেনস্কির ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধান উপদেষ্টার তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত হবে এ বছরই: উপদেষ্টা রিজওয়ানা হাসান টঙ্গীতে ছিনতাই ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান, আটক ৬০ যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না ইরান, আক্রমণের জবাবে প্রস্তুত: ইরানি প্রতিরক্ষামন্ত্রী ঢাবিতে নারী শিক্ষার্থী দিবস ও সন্ত্রাস প্রতিরোধ দিবস ঘোষণা নারী প্রতিনিধিত্ব ও দ্বিকক্ষ নিয়ে সংসদে রাজনৈতিক ঐকমত্যে হয়নি: আলী রীয়াজ রাশিয়া থেকে তেল কিনলে তাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে: ট্রাম্প

অবৈধ ড্রেজিং বন্ধে সেনাবাহিনী ও কোস্টগার্ড মোতায়েনের হুঁশিয়ারি রেলপথ উপদেষ্টার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৫:০২ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / 16

ছবি: সংগৃহীত

 

শরীয়তপুরের পদ্মা সেতু এলাকায় নদীভাঙন রোধে অবৈধ ড্রেজার বন্ধে সেনাবাহিনী ও কোস্টগার্ডকে সঙ্গে নিয়ে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, নদীর গতিপথ পরিবর্তন এবং অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এসব কর্মকাণ্ড দ্রুত বন্ধ না করলে বাঁধ দিয়েও সমস্যা সমাধান সম্ভব নয়।

বুধবার (১১ জুন) বেলা ১২টার দিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু রক্ষা বাঁধ সংলগ্ন ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, “জেলা প্রশাসককে স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে—শুধু ড্রেজার চালানো শ্রমিকদের আটক নয়, বরং ড্রেজার যন্ত্রাংশ জব্দ করতে হবে এবং মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে সেনাবাহিনী ও কোস্টগার্ডকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থের পরিপন্থীভাবে কেউ যদি অবৈধ ড্রেজার চালাতে অনুমতি দিয়ে থাকেন, সে যেই হোক, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।”

তিনি আরও বলেন, “প্রশাসন অনেক সময় শ্রমিকদের ধরে ছেড়ে দেয়। এতে কোনো লাভ হয় না। ভাঙন প্রতিরোধে মূলত যন্ত্রপাতি জব্দ এবং মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।”

এই সময় আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন, শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ তারেক হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে, এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পদ্মা নদীর আশপাশে অবৈধভাবে ড্রেজার চালানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ফলে প্রতি বর্ষায় নদীভাঙনের আশঙ্কা বাড়ছে। তবে এবার উপদেষ্টাদের সরেজমিন পরিদর্শন এবং কঠোর অবস্থানের ফলে জনমনে কিছুটা আশার সঞ্চার হয়েছে।

সরকারি উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়িত হলে পদ্মা সেতু সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকা রক্ষায় নতুন পথ খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

অবৈধ ড্রেজিং বন্ধে সেনাবাহিনী ও কোস্টগার্ড মোতায়েনের হুঁশিয়ারি রেলপথ উপদেষ্টার

আপডেট সময় ০৪:৩৫:০২ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

 

শরীয়তপুরের পদ্মা সেতু এলাকায় নদীভাঙন রোধে অবৈধ ড্রেজার বন্ধে সেনাবাহিনী ও কোস্টগার্ডকে সঙ্গে নিয়ে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, নদীর গতিপথ পরিবর্তন এবং অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এসব কর্মকাণ্ড দ্রুত বন্ধ না করলে বাঁধ দিয়েও সমস্যা সমাধান সম্ভব নয়।

বুধবার (১১ জুন) বেলা ১২টার দিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু রক্ষা বাঁধ সংলগ্ন ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, “জেলা প্রশাসককে স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে—শুধু ড্রেজার চালানো শ্রমিকদের আটক নয়, বরং ড্রেজার যন্ত্রাংশ জব্দ করতে হবে এবং মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে সেনাবাহিনী ও কোস্টগার্ডকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থের পরিপন্থীভাবে কেউ যদি অবৈধ ড্রেজার চালাতে অনুমতি দিয়ে থাকেন, সে যেই হোক, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।”

তিনি আরও বলেন, “প্রশাসন অনেক সময় শ্রমিকদের ধরে ছেড়ে দেয়। এতে কোনো লাভ হয় না। ভাঙন প্রতিরোধে মূলত যন্ত্রপাতি জব্দ এবং মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।”

এই সময় আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন, শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ তারেক হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে, এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পদ্মা নদীর আশপাশে অবৈধভাবে ড্রেজার চালানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ফলে প্রতি বর্ষায় নদীভাঙনের আশঙ্কা বাড়ছে। তবে এবার উপদেষ্টাদের সরেজমিন পরিদর্শন এবং কঠোর অবস্থানের ফলে জনমনে কিছুটা আশার সঞ্চার হয়েছে।

সরকারি উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়িত হলে পদ্মা সেতু সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকা রক্ষায় নতুন পথ খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।