ঢাকা ০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কিংস্টনে ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, ৩-০ সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া পাকিস্তানে ভয়াবহ বৃষ্টি ও বন্যায় নিহত বেড়ে ১১১, নিখোঁজ বহু পর্যটক শতকোটি টাকার কর ফাঁকিতে ইউনাইটেড গ্রুপ, জড়িত শীর্ষ পরিচালকেরা লর্ডসে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ভারতকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড বিচার বিভাগে স্বাধীনতার জন্য প্রশাসনিক স্বায়ত্তশাসন ও সংস্কার জরুরি: প্রধান বিচারপতি বান্দরবানে শ্বশুরবাড়ির লোকজনের ছুরিকাঘাতে যুবক খুন, আটক ৫ টেক্সটাইল খাতের করুণ বাস্তবতা: বন্ধ হচ্ছে কারখানা, বিনিয়োগে ধস গাজায় ত্রাণপ্রার্থীদের ওপর ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৭৮ মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডের অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার ৫০ দিনের মধ্যে যদি যুদ্ধবিরতির চুক্তি না হলে রাশিয়ার ওপর শতভাগ শুল্ক: ট্রাম্পের হুঁশিয়ারি

সচিবালয় ও যমুনা বাসভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • / 32

ছবি: সংগৃহীত

 

ঢাকা, ৯ জুন ২০২৫: জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার স্বার্থে আজ সোমবার (৯ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (৮ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং পার্শ্ববর্তী এলাকাসমূহ—যেমন হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় ও মিন্টু রোড—অন্তর্ভুক্ত থাকবে।

এই এলাকায় এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা আয়োজন করা যাবে না।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময় রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল ডিএমপি। গত ১৩ মার্চ বাংলাদেশ সচিবালয় ও যমুনা বাসভবন এলাকায় মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়। এরপর ১৫ মে প্রধান বিচারপতির বাসভবনসহ রাজধানীর ৯টি এলাকায় এবং ১৭ মে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর ও ঢাকা সেনানিবাসের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।

ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এ ধরনের সিদ্ধান্ত অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

সচিবালয় ও যমুনা বাসভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির

আপডেট সময় ১১:০৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫

 

ঢাকা, ৯ জুন ২০২৫: জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার স্বার্থে আজ সোমবার (৯ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (৮ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং পার্শ্ববর্তী এলাকাসমূহ—যেমন হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় ও মিন্টু রোড—অন্তর্ভুক্ত থাকবে।

এই এলাকায় এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা আয়োজন করা যাবে না।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময় রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল ডিএমপি। গত ১৩ মার্চ বাংলাদেশ সচিবালয় ও যমুনা বাসভবন এলাকায় মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়। এরপর ১৫ মে প্রধান বিচারপতির বাসভবনসহ রাজধানীর ৯টি এলাকায় এবং ১৭ মে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর ও ঢাকা সেনানিবাসের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।

ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এ ধরনের সিদ্ধান্ত অব্যাহত থাকবে।