ট্রাম্পের আশ্বাসে যুক্তরাষ্ট্রে আবার চালু হলো টিকটক
একদিনের নিষেধাজ্ঞা কাটিয়ে যুক্তরাষ্ট্রে পুনরায় চালু হয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। সোমবার (২০ জানুয়ারি) বিবিসি এবং রয়টার্স জানিয়েছে, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পর অ্যাপটি আবার সক্রিয় হয়।
এর আগে রবিবার সন্ধ্যায় নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে থেকেই টিকটকের কার্যক্রম বন্ধ হয়ে যায়। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা অ্যাপে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হন।
দেশটিতে টিকটকের ১৭ কোটি ব্যবহারকারী রয়েছে। তবে অ্যাপটির চীন-ভিত্তিক মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স নিয়ে দীর্ঘদিন ধরে মার্কিন প্রশাসনের শঙ্কা ছিল। অভিযোগ করা হয়, টিকটকের মাধ্যমে চীন মার্কিন নাগরিকদের ওপর নজরদারি করতে পারে। রবিবার প্রেসিডেন্ট ট্রাম্প অঙ্গীকার করেন, ক্ষমতা গ্রহণের পর পরই টিকটক পুনর্বহালে উদ্যোগ নেবেন। তার কথা মতোই সোমবার অ্যাপটি আবার চালু হয়।
টিকটক এক বিবৃতিতে প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছে। ব্যবহারকারীরাও অ্যাপে একটি বার্তায় “ধন্যবাদ ট্রাম্প” লিখা দেখতে পেয়েছেন।