আইফোনে আসছে বড় আপগ্রেড, থাকবে ৫০০০ এমএএইচ ব্যাটারি!

- আপডেট সময় ০১:৩৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / 11
অ্যাপলের পরবর্তী ফ্ল্যাগশিপ ডিভাইস আইফোন ১৭ প্রো ম্যাক্স নিয়ে আসছে বড়সড় পরিবর্তন। প্রযুক্তি বিষয়ক জনপ্রিয় টিপস্টার সেটসুনা ডিজিটালের দাবি অনুযায়ী, নতুন মডেলে ডিজাইন, ক্যামেরা ও চিপসেটের পাশাপাশি দেখা যেতে পারে ইতিহাসের সবচেয়ে বড় ব্যাটারি আপগ্রেড।
জানা গেছে, আইফোন ১৭ প্রো ম্যাক্সে থাকতে পারে ৫০০০ এমএএইচ ক্ষমতার শক্তিশালী ব্যাটারি। তুলনামূলকভাবে বর্তমান আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলে ব্যবহৃত হচ্ছে ৪৬৮৫ এমএএইচ ব্যাটারি। অর্থাৎ নতুন মডেলে ব্যাটারি ক্ষমতা ৩১৫ এমএএইচ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যা ব্যবহারকারীর ব্যাটারি ব্যাকআপে আনতে পারে দৃশ্যমান পরিবর্তন।
অ্যাপলের ফোনগুলো বরাবরই শক্তিশালী হার্ডওয়্যার এবং দুর্দান্ত পাওয়ার এফিশিয়েন্সির জন্য পরিচিত। তাই বিশ্লেষকদের মতে, ৫০০০ এমএএইচ ব্যাটারি যোগ হলে এটি ব্যাটারি পারফরম্যান্সের দিক থেকে অনেক অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপের চেয়েও বেশি সুবিধা দিতে পারে। দীর্ঘ সময় চার্জের চিন্তা ছাড়াই ব্যবহারের অভিজ্ঞতা পেতে পারেন ব্যবহারকারীরা।
তবে প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, অ্যাপলের পক্ষে এতো বড় ব্যাটারি আপগ্রেড বেশ অস্বাভাবিক। প্রতিষ্ঠানটি সাধারণত ব্যাটারি ক্ষমতার তুলনায় পাওয়ার এফিশিয়েন্সির দিকে বেশি মনোযোগ দিয়ে থাকে। তাই ৫০০০ এমএএইচ ব্যাটারির তথ্যকে অনেকে সন্দেহের চোখে দেখছেন।
যদিও এখনো অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি, তবুও প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই নতুন মডেল নিয়ে উচ্ছ্বাস তৈরি হয়েছে। বিশেষ করে যারা দীর্ঘক্ষণ গেমিং, ভিডিও শুটিং বা মাল্টিটাস্কিং করে থাকেন, তাদের জন্য বড় ব্যাটারি সুবিধা হতে পারে দারুণ আনন্দের খবর।
সবকিছু ঠিক থাকলে আগামী বছরেই বাজারে আসতে পারে আইফোন ১৭ প্রো ম্যাক্স। এর আগেই অ্যাপলের পক্ষ থেকে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হলে এই গুজবের সত্যতা যাচাই করা সম্ভব হবে।